HEADER ADDS

প্রযোজ্য কর্তা ও গৌণ কর্মের পার্থক্য


 প্রযোজ্য কর্তা ও গৌণ কর্মের পার্থক্য

     দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি বাক্যের অন্তর্গত সমাপিকা ক্রিয়ার দুটি কর্ম থাকে।সমাপিকা ক্রিয়া কে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলে।গৌণ কর্ম বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়। সমাপিকা ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মুখ্য কর্ম বলে ।মুখ্য কর্ম বিভক্তি শূন্য হয়। 

     বাক্যের ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যদি কারো প্রেরণায় কেউ কোন কাজ করে তাহলে সেক্ষেত্রে দুটি কর্তা লক্ষ্য করা যায়, প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা।যার প্রেরণায় কাজ করে তাকে প্রযোজক কর্তা বলে আর যে অন্যের প্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে


এখন দেখা যাক প্রযোজ্য কর্তা এবং গৌণ কর্মের কি পার্থক্য আছে।

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

এখানে মায়ের প্রেরণায় শিশু চাঁদ দেখছে। মা দেখাচ্ছে ও শিশু দেখছে ।

অর্থাৎ "দেখা "কাজ টি দুজনে সম্পাদন করছে।

মা প্রযোজ্ক কর্তা, শিশু প্রযোজ্য কর্তা।

কাকে চাঁদ দেখাচ্ছেন_ শিশুকে উত্তর হলেও শিশু গৌণ কর্ম নয়। শিশু দেখা কাজটি সম্পন্ন করেছে।যে কাজ করে তাকে কর্তা বলে।


আবার নীচের উদাহরণটি লক্ষ্য কর - 

মা শিশু কে খাবার দিলেন।

এখানে দেওয়া কাজ টি মা একা করছেন। শিশু করেনি।

তাই কাকে দিলেন  প্রশ্ন করলে উত্তর আসে শিশুকে । তাই শিশু গৌণ কর্ম ।

কী দিলেন?  - খাবার । খাবার এখানে   মুখ্য কর্ম।