‘সাত ভাই চম্পা’ কবিতাটি আধুনিক যুগের অন্যতম শক্তিশালী কবি বিষ্ণু দের ‘সাত ভাই চম্পা’ (১৯৪৫) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে । পরাধীন দেশের স্বাধীনতা কামনা ও সাম্যবাদী ভাবনা,শোষণমুক্তির কামনা ‘সাত ভাই চম্পা’ কবিতায় একাত্ম হয়ে উঠেছে । রূপকথার সাত ভাই চাঁপা হয়ে ফুটেছিল । কবি সেই রাজকুমারদের আবিষ্কার করেন বাংলাদেশের ছেলেরদলে । দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির জন্য জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে তারা আত্মবলিদানে উন্মুখ । নিবেদিত প্রাণ এই সমস্ত ছেলেরা সমস্ত যন্ত্রণা সহ্য করে । চম্পা আমাদের মধ্যেই আছে । আমাদের মধ্যেই আছে মুক্তির সম্ভাবনা ,কিন্তু চাপা পড়ে আছে । সকলের কাঙ্ক্ষিত সেই মুক্তির জন্য পারুল রাঙানো রাজকুমারেরা সমস্ত বাধাকে অতিক্রম করতে প্রস্তুত । তাই কবি বলেছেন
কত সমুদ্র কত নদী হয় পার!
বিরাট
বাংলা দেশের কত-না ছেলে
অবহেলে সয় সকল যন্ত্রণাই -
সাত ভাই চম্পা- বিষ্ণু দে
তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নৃপে
অশ্বের খুরে,লাঙলের ফলা টেনে,
হাতুড়ির ঘায়ে , কাস্তের বাঁকা শানে ,
ভাটিয়ালি গানে,কপিলমুনির দ্বীপে;
কলিঙ্গে আর কঙ্কণে গুর্জরে
চম্পা,তোমার সাত ভাই গান করে। –
সাত ভাই চম্পা- বিষ্ণু দে
চম্পা, তোমার অবিনশ্বর প্রাণ
এ কোন হিরণ্মায়ায় রেখেছ ঢেকে,
খুলে দাও মুখ,রৌদ্রে জ্বলুক গান । সাত ভাই চম্পা- বিষ্ণু দে
পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় , ধনতান্ত্রিক পরিকাঠামোয়
সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে । একদিকে পরাধীনতার গোলামী , অন্যদিকে অর্থনৈতিক শোষণ সাধারণ মানুষকে প্রতিনিয়ত জর্জরিত করছে । এর
থেকে সকলেই মুক্তি চায় । কিন্তু সেই মুক্তির সন্ধান জানে না কেউ । মুক্তির দিশা খুঁজে
পায় না কেউ । তার হদিশ দিতে পারে না কেউ । তবু তাকে সারা দেশ খুঁজে মরে। কারণ তাই পরম
কাঙ্খিত,পরম শ্রেয় ,বাঁচার আশ্বাস । তাই কবির একান্ত কামনা-
ঘোচাও চম্পা,দুস্থ ছদ্মবেশ,
এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে
চকিতে দেখাও জনগণমনে মুখ – সাত ভাই চম্পা- বিষ্ণু দে
ভিডিও ক্লাসের জন্য এখানে ক্লিক করুন
আমরা দেখেছি রুপকথায় পারুল রাঙানো রাজকুমারদের
, কিন্তু বাস্তবে তাদের বেশ দঃস্থ ।কিন্তু সেই দুঃস্থ ছদ্মবেশ ঘুচিয়ে জনগণের সম্মুখে
আত্মপ্রকাশ করার কথা বলেছেন কবি । বিদ্যাপতির ‘এ ভরা বাদর মাহ ভাদর শূণ্য মন্দির মোর’
পদটির প্রসঙ্গ এনে দেশের জনগণের অধীর প্রতীক্ষাকে যেমন কবি ব্যঞ্জিত করলেন , তেমনি
রাধার অন্তর্বেদনার সঙ্গে দেশবাসীর অন্তর্বেদনাকে মিলিয়ে দিলেন । সেই পরম কাঙ্ক্ষিত
মুক্তি সুখ ,যা একান্তই কাম্য –
মুক্তি!মুক্তি! চিনি সে তীব্র সুখ ,
সাত ভাই জাগে, নন্দিত দেশ দেশ ।। সাত ভাই চম্পা- বিষ্ণু দে