যুক্ত ক্রিয়া ও যৌগিক ক্রিয়া হল বহুপদী ধাতু নিষ্পন্ন ক্রিয়া । 
সংযোগমূলক ক্রিয়া দুই ভাগে বিভক্ত- যুক্তক্রিয়া ও যৌগিক ক্রিয়া 
যুক্তক্রিয়াঃ- 
 বিশেষ্য বা বিশেষণ বা ধ্বন্যাত্মক
অব্যয় ও একটি মৌলিক ক্রিয়া নিয়ে গঠিত হয় ।
 ক্রিয়ার নিজস্ব অর্থ বজায় থাকে
না । 
 সে ক্ষেত্রে বিশেষ্য বা বিশেষণ
বা ধ্বন্যাত্মক অব্যয় কে  নিয়ে যুক্ত ক্রিয়া
হবে ।
 ক্রিয়ার অর্থ বজায় থাকলে ক্রিয়ার
পুর্বে বিশেষ্য বা বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয় থাকলেও যুক্ত ক্রিয়া হবে না ।
         সে ভাত খায়
।         
- এই উদাহরণটিতে “খায়” ক্রিয়ার অর্থ বজায়  আছে ,   
কারণ      ভাত খাওয়া যায় । তাই এটি যুক্ত
ক্রিয়া হবে না । 
          সে দোল খায় ।          
এই উদাহরণটিতে ক্রিয়ার অর্থ বজায় নেই্, কারণ দোল খাওয়া যায় না । তাই এটি
যুক্ত ক্রিয়া ।  একই ভাবে “ সাঁতার কাটে “ যুক্ত
ক্রিয়া কিন্তু “ধান কাটে “ যুক্ত   ক্রিয়া নয় ।
যৌগিক ক্রিয়াঃ-
  একটি অসমাপিকা ক্রিয়া ও একটি
সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় ।
  অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রধান
হয় । সমাপিকাক্রিয়াটি অসমাপিকা ক্রিয়াকে বিশিষ্টতা দান করে ।
  অসমাপিকা ক্রিয়া ও সমাপিকা  ক্রিয়া মিলে একটি মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করে
।
        অসমাপিকা ক্রিয়া ও সমাপিকা  ক্রিয়া দুটির অর্থ বজায় থাকলে যৌগিক ক্রিয়া হবে
না 
        ইয়া, ইতে প্রত্যয় নিষ্পন্ন
অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যৌগিক  ক্রিয়া গঠন করে ।
      সে ঘুমাইয়া পড়িল । 
উদাহরণটিতে “ ঘুমাইয়া” অসমাপিকা ক্রিয়া , “পড়িল “ সমাপিকা ক্রিয়া । এখানে
ঘুমিয়ে যাওয়ার কথা বলা হয়েছে । পড়ে যাওয়ার কথা বলা হয়নি । তাই এখানে অসমাপিকা ক্রিয়ার
অর্থ প্রধান হয়েছে । দুটি ক্রিয়া মিলে একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করছে । তাই “ ঘুমাইয়া
পড়িল “ যৌগিক ক্রিয়া ।  একই রকম ভাবে – বলিয়া
ফেলিল , রাখিয়া দিল ইত্যাদি ।
