রবীন্দ্রনাথ ঠাকুর
-: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:-
১) ভানুসিংহ
ঠাকুর
২) অকপট চন্দ্র
ভাস্কর
৩) দিকশুন্য
ভট্টাচার্য
৪) আন্নাকালী
পাকড়াশী
৫) নবীন কিশোর
ভট্টাচার্য
৬) দিবাকর
শর্মা
৭) শ্রীমতি
কনিষ্ঠা
৮) শ্রীমতি
মধ্যমা
৯) বাণীবিনোদ ভট্টাচার্য
# রবীন্দ্রনাথের
প্রথম প্রকাশিত কাব্য-কবিকাহিনী (1878)
# রবীন্দ্রনাথের
প্রথম প্রকাশিত গীতিনাট্য-বাল্মিকী প্রতিভা (1881)
# রবীন্দ্রনাথের
প্রথম লেখা গদ্য গ্রন্থ-ইউরোপ প্রবাসীর পত্র
# প্রথম
প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ-বিবিধ প্রসঙ্গ
# প্রথম
প্রকাশিত মনস্তাত্ত্বিক উপন্যাস-চোখের বালি
# প্রথম
রচিত উপন্যাস করুণা (প্রকাশিত হয়নি)
# প্রথম
প্রকাশিত উপন্যাস-বউ ঠাকুরানীর হাট
#প্রথম
রচিত কাব্য-বনফুল।
#রবীন্দ্রনাথের
প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা হিন্দুমেলার উপহার (1875)
রবীন্দ্রনাথের কাব্য সম্ভার
কৈশোর পর্ব - (1873-18 81)
১) পৃথ্বীরাজ
পরাজয়-(1873) কাব্যটি লুপ্ত
২) কবিকাহিনী
(1878)-কাদম্বরী দেবীকে
উৎসর্গ করেন *গ্রন্থাকারে প্রথম প্রকাশিত কাব্য।
৩)
বনফুল (1880)-প্রথম প্রকাশিত কাব্য।পৃথ্বীরাজ পরাজয়ের কথা বাদ দিলে প্রথম রচিত
কাব্য।
বনফুল আট সর্গে গাথা কাব্যোপন্যাস।
৪)
ভগ্নহৃদয় (1881)-রবীন্দ্রনাথের বৃহত্তম গাথা কাব্য। সংলাপের আকারে লেখা হলেও নাট্য নয়
কাব্য। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কাব্যটি উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে।
পৃথ্বীরাজ
পরাজয় (1878), কবিকাহিনী (1878), বনফুল (1880), ভগ্নহৃদয় (1881)
উন্মেষ পর্ব (1882-1886)
১) সন্ধ্যাসংগীত
(1882)-প্রথম সংস্করণে
মোট কবিতা ছিল 25 টি। কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন। জোড়াসাঁকো
ও চন্দননগরে
কবিতাগুলো লেখা হয়। সন্ধ্যাসংগীত এর পূর্ববর্তী সমস্ত রচনাকে রবীন্দ্রনাথ
কাব্যগ্রন্থ গুলি থেকে বাদ দিয়েছেন। এর পূর্ববর্তী কাব্য গান আখ্যান কে
রবীন্দ্রনাথ বলেছেন কপিবুকের কবিতা।
২) প্রভাত
সঙ্গীত (1883)। উৎসর্গ করেন ইন্দিরা দেবীকে। প্রথম
সংস্করণে কবিতার সংখ্যা 21 টি। কবিতাগুলো জোড়াসাঁকো দার্জিলিঙে
লেখা হয়।এখানে বিশিষ্ট কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ।
৩) ছবি
ও গান (1884) মোট কবিতা 30 টি। একটি কবিতা ভারতে প্রকাশিত হয়।
অবশিষ্ট বাকি কবিতাগুলি কোন পত্র পত্রিকায় প্রকাশিত হয়নি।লোয়ার সার্কুলার রোডের
রাজবাড়ীতে কবিতাগুলি লেখা হয়।
৪) ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (1884) মোট কবিতা 21 টি। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
ব্রজবুলি ভাষায় রচিত।
৫) শৈশব
সংগীত (1884)
৬) কড়ি
ও কোমল (1886) রবীন্দ্র প্রতিভার প্রথম পরিপক্বতার চিহ্ন পাওয়া গেল এই কাব্যে।
কবিতাগুলি সম্পাদনা করেন আশুতোষ চৌধুরী। ভারতী প্রচার ও বালক পত্রিকায় কবিতাগুলি
প্রকাশিত হয়। তৃতীয় সংস্করণে কবিতার সংখ্যা 76 টি।
সত্যেন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ করেন।
***মোহিত চন্দ্রসেন রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ প্রকাশের সময় সন্ধ্যা সংগীত
কে বলেছিলেন হৃদয় অরণ্য কাব্য।
আর প্রভাত সঙ্গীত কে বলেছিলেন নিষ্ক্রমণ
এর কাব্য।
ঐশ্বর্য পর্ব
বা মানসী পর্ব (1890-1896)
১)
মানসী (1890) রচনাকাল 1887-1890। মোট
কবিতা 65/66 টি। রচনাস্থান-পার্কস্টিট, গাজীপুর, কলকাতা, সোলাপুর, শান্তিনিকেতন, লন্ডন, লোহিত
সমুদ্রবক্ষে। গ্রন্থটি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন।
২) সোনার
তরী (1894) শিলাইদহ, শাহজাদপুর, শান্তিনিকেতনে
রচিত। মোট কবিতার সংখ্যা 43 টি। দেবেন্দ্রনাথ সেন কে উৎসর্গ করেন।
পদ্ম পালার প্রথম কবিতাগ্রন্থ।
৩)
চিত্রা (1896) রামপুর, বোয়ালিয়া, জোড়াসাঁকো, পাতিসর, শিলাইদহে রচিত।
মোট কবিতা 46 টি। শ্রীমতি মুডিকে উৎসর্গ করে।
৪)
চৈতালি (1896) রচনাস্থান-শিলাইদহ, পাতিসর, শাহজাদপুর। মোট
কবিতা 79 টি।
৫) নদী
(1896)
বলেন্দ্রনাথ
ঠাকুরের বিয়েতে উপহার হিসেবে দেওয়া। মোহিত চন্দ্র সেন কাব্যগ্রন্থ গুলির শিশু
গ্রন্থে নদীকে সংকলন করেন।
অন্তর্বর্তী
পর্ব (1900-1910)
১)
কনিকা (1900) অতি ছোট কবিতার বই। মোট কবিতা 110 টি।
সর্বাপেক্ষা দীর্ঘ 12 ছত্রের, ছোটো
দুটি ছত্রের। কবিতাগুলি সুকুমার সেনের ভাষায় "বাংলায় অভিনব চাণক্য
শ্লোক"। প্রমথ চৌধুরী কে উৎসর্গ করা হয়। রচনাস্থান-শিলাইদহ।
২)
কথা (1900) উৎসর্গ করেন জগদীশচন্দ্র বসু কে । রচনাস্থান
শিলাইদহ। মোট কবিতা 24 টী।
৩)
কাহিনী (1900) উৎসর্গ করা হয় ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মানিক্য বাহাদুর কে। মোট
কবিতা সাতটি।
পরবর্তীকালে
কথা ও কাহিনী কবিতাগুলি ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে স্বতন্ত্র রূপে প্রকাশিত হয়
(1908)।
৪)
কল্পনা (1900) মোট 49 টি কবিতা ও গান আছে। কৃষ্ণচন্দ্র মজুমদার কে উৎসর্গ করেন।
৫) ক্ষনিকা(1900) রচনাস্থান-শিলাইদহ।
লোকেন্দ্র পালিতকে উৎসর্গ করা হয়।
৬) নৈবেদ্য
(1901)
উৎসর্গ
করেন দেবেন্দ্রনাথ ঠাকুর কে। মোট কবিতার সংখ্যা 100। সনেট জাতীয় রচনা।
৭) স্মরণ
(1903)
স্ত্রীর
মৃত্যু বেদনা স্বর্ণের কবিতাগুলোকে অভিনব দিয়েছেন। উৎসর্গ করেন মৃণালিনী দেবীকে।
স্মরণের কবিতা গুলিকে টেনিসনের in memoriam এর সঙ্গে তুলনা
করেছেন রবীন্দ্র জীবনাকার।
৮) শিশু
(1903)
মোট
কবিতা 50 টি। কিছু কবিতা লেখা আলমোড়াই। 1913 সালে শিশুর
অনেকগুলি কবিতা ইংরেজি অনুবাদ করে the Crescent moon নামে প্রকাশিত
হয়।
৯) উৎসর্গ
(রচনাকাল 1902-03) (প্রকাশকালঃ 1914) মোট কবিতা 59 টি। উৎসর্গ করা
হয় c.f
anduj কে।
১০) খেয়া
(1906)
উৎসর্গ
করা হয় জগদীশচন্দ্র বসু কে।
গীতাঞ্জলি পর্ব
(1910-1914)
১) গীতাঞ্জলি
(1910)
মোট
গানের সংখ্যা 157 টি। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ song offerings । song offerings গীতাঞ্জলির 53 টি, গীতিমাল্যের 15 টি, নৈবেদ্যের 16 টি, খেয়ার 11 টি,শিশুর তিনটি
এবং চৈতালি স্মরণ কল্পনা উৎসর্গ কাব্য এবং অচলায়তন নাটক থেকে একটি করে মোট 5 টি গান নিয়ে
ইংরেজি গীতাঞ্জলির 103 টি গীতি কবিতা সংকলন করা হয়েছে।
ইংরেজি
গীতাঞ্জলি রোটেনস্টাইন কে উৎসর্গ করা হয়েছে।
ইংরেজি
গীতাঞ্জলির ভূমিকা লিখেছেন কবি ইয়েটস।
২)
গীতিমাল্য (1914) মোট গান 111টি।
৩) গীতালি
(1914)
মোট
কবিতা ও গানের সংখ্যা 108।
বলাকা পর্ব (1916-1929)
১) বলাকা
(1916)
রচনাস্থান
বিভিন্ন-শান্তিনিকেতন, রামগড়, কলিকাতা, এলাহাবাদ, শিলাইদহ, শ্রীনগর।
গ্রন্থটি উৎসর্গ করেন উইলিয়াম পিয়ারসনকে ফরাসি মনীষী বার্গস৺ Elan
vital বা
ক্রমবিকাশ গতিতত্ত্বের যে দর্শন প্রকাশ করেন অনেকে মনে করেন রবীন্দ্রনাথ সেই
দর্শনে অনু ভাবিত হয়ে বলাকায় গতিবাদ এর গান করেন।
২)
পলাতক (1918) পলাতকা উপসংহার.। রচনাস্থান শান্তিনিকেতন, কলকাতা।
৩) শিশু
ভোলানাথ (1922)
৪) পূরবী
(1925)
মোট
কবিতা সংখ্যা 77। দ্বিতীয় সংস্করণ। উৎসর্গ করেন ভিক্টোরিয়া
ওকাম্পো কে।
৫) প্রবাহিণী
(1332)
গানের
বই।
৬)
লেখন (1926) সল্পায়তন কবিতিকা গ্রন্থ।
বৈকালী-গীতি
সংগ্রহ
৭) মহুয়া
(1929)
কবিতার
সংগ্রহ চুরাশি। সম্ভবত বৃহত্তম কবিতাগ্রন্থ। রচনাস্থান ব্যাঙ্গালোর।
অন্ত পর্ব (1930-1941)
১) বনবাণী (1931)
2) পরিশেষ (1932)উৎসর্গ করেন
অতুলপ্রসাদ সেন কে।
৩) পুনশ্চ
(1932)
সব
কবিতায় গদ্য কবিতা। উৎসর্গ করেন নীতিনদ্রনাথ গঙ্গোপাধ্যায়।
৪) বিচিত্রিতা
(1933)
মোট
কবিতা 31 টি। গদ্য কবিতা বর্জিত কাব্য। উৎসর্গ করেন নন্দ লাল বসু
কে ।
৫) শেষ
সপ্তক (1935) মোট কবিতা 46 টি। সবগুলি গদ্য কবিতা।
৬)
বিথীকা (1935) মোট কবিতা।
৭) পত্রপুট
(1936)
মোট
কবিতা 18 টি। সবগুলি গদ্য কবিতা।
৮) শ্যামলী(1936) মোট কবিতা 20 টি। উৎসর্গ করা
হয় রানী মহালানবিশ কে। শ্যামলী গদ্যছন্দে লেখা পুনশ্চ পর্বের শেষ রচনা।
৯) খাপছাড়া
(1936)
উৎসর্গ
করেন রাজশেখর বসু।
১০) ছড়ার
ছবি (1937) কবিতাগুলি বেশিরভাগ আলমরে লেখা। উৎসর্গ করেছেন প্রতিমা দেবী কে।
গোধূলি পর্ব (1938-1941)
১) প্রান্তিক(1938) কবিতা সংখ্যা 18 টি।।
২) সেঁজুতি
(1938)
মোট
কবিতা ২২ উৎসর্গ বাদে। উৎসর্গ করেন নীলরতন সরকার কে।
৩) প্রহাসিনী
(1938)
প্রহাসিনী
হাস্যরসাত্মক কবিতা। প্রহাসিনী অধিকাংশ কবিতাই পত্রকাব্য।
৪) আকাশপ্রদীপ(1939) কবিতা সংখ্যা 22 টি।
সুধীন্দ্রনাথ দত্ত কে উৎসর্গ করেন।
৫) নবজাতক
(1940)
কবির 80 বছরের
জন্মোৎসবে প্রকাশিত হয়। মোট কবিতার সংখ্যা 35।
৬) সানাই(1940) কবিতার সংখ্যা 60।
৭) রোগশয্যায়
(1940)সুস্পষ্টভাবে
কারো নামে উত্সর্গীকৃত না হলেও প্রতিমা দেবীর সাক্ষ্য অনুসারে নন্দিত কৃপালনী ও
অমিতা ঠাকুরের উল্লেখ্ উৎসর্গ কবিতাটিতে পাওয়া যায়। কবিতা সংখ্যা 4০।
৮) আরোগ্য
(1941)
কবিতার
সংখ্যা 34। উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ করকে।
৯) জন্মদিনে
(1941)
কবির
শেষ জন্মদিনে প্রকাশিত হয়। কবিতার সংখ্যা 29। কবির জীবনকালে প্রকাশিত শেষ কবিতার বই।
***মৃত্যুর পর প্রকাশিত কবিতা গ্রন্থ গুলি হল-
ছড়া (1348 বঙ্গাব্দ), শেষ লেখা (1348 ), স্ফুলিঙ্গ (1359), বৈকালী (1358), চিত্র-বিচিত্র
(1361)
**রবীন্দ্র
কবিতার সংকলন-
চয়নিকা
(1909),
সঞ্চয়িতা
(1931)
কবি
কর্তৃক সংকলিত এবং কবির সপ্ততি (৭০) বর্ষপূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত। বর্তমানে
প্রচলিত গ্রন্থটি হলৌ চতুর্থ সংস্করণ (১৯৪১)।
রবীন্দ্র উপন্যাস
রবীন্দ্র
উপন্যাসের শ্রেণী চরিত্র
১) ইতিহাস নির্ভর
উপন্যাস-:-
বউ
ঠাকুরানীর হাট (1883), রাজর্ষি (1887)
২) সামাজিক/দ্বন্দ্বমূলক
উপন্যাস:-
চোখের
বালি (1903), নৌকাডুবি (1906), যোগাযোগ 1929)
৩) স্বদেশ চেতনা
মূলক/বৃহত্তর সমস্যামূলক উপন্যাস:-
গোরা (1910), ঘরে বাইরে (1916)। চার অধ্যায় (1914)
৪) মিষ্টিক/রোমান্টিক
উপন্যাস:-
চতুরঙ্গ
(1916), শেষের কবিতা (1929), দুই বোন (1933),
মালঞ্চ
(1934)
প্রকাশের ক্রমপর্যায় অনুযায়ী রবীন্দ্র উপন্যাস:-
১) করুণা
(1878)
গ্রন্থাকারে
প্রকাশিত হয়নি। (রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস)
২) বউ
ঠাকুরানীর হাট (1883) প্রথম মুদ্রিত উপন্যাস। ভারতী পত্রিকায় প্রকাশিত। এর নাট্যরূপ
প্রায়শ্চিত্ত। উৎসর্গ করেন সৌদামিনী দেবী কে। চরিত্র:-প্রতাপাদিত্য, বসন্ত রাই, উদয়াদিত্য, বিভা।
৩) রাজর্ষি
(1887)
বালক
পত্রিকায় প্রকাশিত। নাট্যরূপ বিসর্জন। চরিত্র:-গোবিন্দমাণিক্য, রঘুপতি, জয়সিংহ, নক্ষত্ররায়, হাসি।
৪) চোখের
বালি (1903) প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত।
চরিত্র:-মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী, রাজলক্ষ্মী।
৫)
নৌকাডুবি (1906) নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত। তরল রোমান্স উপন্যাস।
চরিত্র:-রমেশ, কমলা, হেমনলিনী, নলিনাক্ষ।
৬) গোরা
(1910)
প্রবাসী
পত্রিকায় প্রকাশিত। উৎসর্গ করেন রথীন্দ্রনাথ ঠাকুর কে। মহাকাব্যিক উপন্যাস ।
এটিকে রাজনৈতিক উপন্যাস বলা হয়ে থাকে। চরিত্র:-গোরা, বিনয়, সুচরিতা, আনন্দময়ী, পরেশ, ললিতা।
৭)
চতুরঙ্গ (1916) সবুজপত্র পত্রিকা প্রকাশিত। মিস্টিক উপন্যাস। ঔ চরিত্র:-জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস, পুরন্দর।
৮) ঘরে
বাইরে (1916) চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
উৎসর্গ করেন প্রমথ চৌধুরী। চরিত্র:-বিমল, নিখিলেশ, সন্দীপ, অমূল্য।
৯)যোগাযোগ(1929) বিচিত্রা
পত্রিকায় প্রকাশিত। প্রথমে তিন পুরুষ নামে প্রকাশিত হয়।চরিত্র:-কুমুদিনী, মধুসূদন'বিপ্রদাস, শ্যামাসুন্দরী।
১০) শেষের
কবিতা (1929) প্রবাসী পত্রিকায় প্রকাশিত। কাব্যিক উপন্যাস। মিতা গল্পের বর্ধিত
রূপ।
চরিত্র:-অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।
১১) দুই
বোন (1933) বিচিত্রা পত্রিকায় প্রকাশিত। উৎসর্গ করেন রাজশেখর বসু কে।
চরিত্র:-শর্মিলা, উর্মিমালা, শশাঙ্ক, নিরোধ।
১২))
মালঞ্চ (1934) বিচিত্রা পত্রিকা প্রকাশিত। চরিত্র:-নিরজা, আদিত্য, সরলা, রমেন।
১৩) চার
অধ্যায় (1934) কোন পত্রিকায় প্রকাশিত হয়নি। চরিত্র:-ইন্দ্রনাথ, এলা, অতীন।
রবীন্দ্র নাটক
১)
বাল্মিকী প্রতিভা-1881:-রবীন্দ্রনাথের মঞ্চস্থ প্রথম নাটক (বাল্মিকী ঋষি অভিনয় রবি)
২)
রুদ্রচন্ড 1881:-রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম নাটক। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কে
উৎসর্গ
৩)
কালমৃগয়া -1882 :-অন্ধ মুনির ভূমিকায় অভিনয় করে
৪)
মায়ার খেলা 1888
৫)
প্রকৃতির প্রতিশোধ 1884
৬)
রাজা ও রানী 1889
৭)
বিসর্জন 18 90
৮) চিত্রাঙ্গদা
1892
৯)
বিদায় অভিশাপ 1894
১০)
মালিনী 1896
১১)
গোড়ায় গলদ 1892
১২)
বৈকুন্ঠের খাতা 1897:-রবীন্দ্রনাথ কেদারের ভূমিকায় অভিনয় করে।
১৩)
নরকবাস 1900
১৪)
কর্ণ কুন্তী সংবাদ 1900
১৫)
গান্ধারীর আবেদন 1900
১৬)
হাস্যকৌতুক 1907
১৭)
শারদোৎসব 1908
১৮) প্রায়শ্চিত্ত
1909
১৯)
রাজা 1910
২০)
অচলায়তন' 1912
২১)
ডাকঘর 1912
২২)
ফাল্গুনী 1916
২৩)
গুরু 1918
২৪)
অরূপরতন 1920
২৫)
মুক্তধারা 1922
২৫)
রক্তকরবী 1924
২৬)
গৃহপ্রবেশ 1925
২৭)
শেষ রাত্রে 1925
২৮)
চিরকুমার সভা 1926:-প্রজাপতির নির্বন্ধ রচনা থেকে রচিত।
২৯)
শোধ বোধ 1926
৩০)
নটীর পূজা 1926
৩১)
তপতী 1929
৩২)
পরিত্রান 1929
৩২)
শাপমোচন 1931
৩৩)
কালের যাত্রা 1932
৩৪)
রথের রশি 1932
৩৫)
বাঁশরী 1933
৩৬)
তাসের দেশ 1933:-বিশুদ্ধ রূপক নাটক। সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা।
৩৭)
মুক্তির উপায় 1935
৩৮)
নৃত্যনাট্য চিত্রাঙ্গদা 1937
৩৯)
নৃত্যনাট্য চণ্ডালিকা 1937
৪০)
নৃত্যনাট্য শ্যামা 1939
**রবীন্দ্রনাথের রূপান্তরিত নাটক**
১)
রাজা ও রানী------তপতী (1929)
২)
প্রায়শ্চিত্ত-------- -পরিত্রান (1929)
৩)
শারদোৎসব------- ঋণশোধ (1908)
৪)
রাজা------------অরূপ রতন (1920)
৫)
অচলায়তন--------গুরু (1918)
৬)
যক্ষপুরী----------নন্দিনী---রক্তকরবী (1926)
৭)
পথ-------------মুক্তধারা(1925)
৮)
গোড়ায় গলদ------ -শেষ রক্ষা (1928)
৯) রুদ্র চণ্ড----- --- পৃথ্বীরাজ পরাজয়
১০) বিসর্জন -------- রাজর্ষি
১১) গৃহপ্রবেশ -------- শেষের রাত্রি
১২) শোধবোধ -------- কর্মফল গল্প অবলম্বনে
১৩) চিরকুমার সভা ----- প্রজাপতির নির্বন্ধ
১৪) তাসের দেশ ------- একটা আষাঢ়ে গল্প
১৫) শ্যামা
----------- পরিশোধ
কবিতা
১৬) নটীর পূজা -------- পূজারিণী
**রবীন্দ্র
নাটকের শ্রেণীবিভাগ**
গীতিনাট্য
বাল্মিকী
প্রতিভা, কালমৃগয়া, মায়ার খেলা
কাব্যনাট্য
রুদ্রচন্ড, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী,
বিসর্জন, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী
নাট্যকাব্য
গান্ধারীর
আবেদন, নরকবাস,
কর্ণ
কুন্তী সংবাদ, লক্ষীর পরীক্ষা
নৃত্যনাট্য
শাপমোচন, নটীর পূজা, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা,
সামাজিক নাটক
শোধবোধ, গৃহপ্রবেশ, বাঁশরী
কৌতুক নাটক বা
কমেডি প্রহসন ধর্মী নাটক
গোড়ায়
গলদ, বৈকুন্ঠের খাতা, হাস্যকৌতুক,
ব্যঙ্গ কৌতুক, চিরকুমার সভা, শেষ রক্ষা
রূপক সাংকেতিক
নাটক
১)
শারদ উৎসব:-ইংরেজি নাম the autumn
festival
২)
রাজা:-the king of the dark chember
৩)
অচলায়তন:-
৪)
ডাকঘর:-the post office
৫)
ফাল্গুনী:-the cycle of spring
৬)
মুক্তধারা
৭)
রক্তকরবী. Red Oleanders
৮) কালের যাত্রা
৯)
তাসের দেশ:"-একটা আষাঢ়ের গল্প " থেকে নেওয়া।
রবীন্দ্র প্রবন্ধ
1) ডাইরি /ভ্রমণ সাহিত্য/ পত্র সাহিত্য
১)
ইউরোপ প্রবাসীর পত্র (1881) রবীন্দ্রনাথের
প্রথম ছাপা গদ্য গ্রন্থ। চলিত ভাষায় লেখা। ভারতী পত্রিকায় প্রকাশিত (১৮৭৯)
২)
ইউরোপ যাত্রীর ডায়েরি (১৮৯৩)
৩)
জাপান যাত্রী (১৯১৯)
৪)
রাশিয়ার চিঠি (১৯৩১)
৫)
পথের সঞ্চয় (১৯৩৯)
৬)
সরোজিনী প্রাণ (১৮৮৪):-ভারতী পত্রিকায় প্রকাশ হয়। জ্যোতিরিন্দ্রনাথের স্টিমার
সরোজিনীতে বরিশাল যাত্রা ও নানান সময়ের গঙ্গার চারপাশের ভ্রমণের বর্ণনা আছে।
2) সাহিত্য তত্ত্ব বিষয়ক
সাহিত্য
1907 , সাহিত্যের পথে 1936 , সাহিত্যের
স্বরূপ 1943
৩) সাহিত্য সমালোচনা বিষয়ক
প্রাচীন
সাহিত্য, 1907 আধুনিক সাহিত্য 1907 , লোকসাহিত্য--1907
৪) রাজনীতি-সমাজনীতি ও শিক্ষা বিষয়ক
আত্মশক্তি
(1905), ভারতবর্ষ (1906), রাজাপ্রজা (1908), শিক্ষা (1908) , স্বদেশ (1908), কালান্তর (1937)
***সভ্যতার সংকট 1941 (80 বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে
রবীন্দ্রনাথের ভাষণ)
৫) ধর্ম-দর্শন আধ্যাতিক বিষয়ক
ধর্ম 1909 শান্তিনিকেতন 1909-1916 ,মানুষের ধর্ম 1933
৬) ভাষা বিষয়ক প্রবন্ধ
শব্দতত্ত্ব
1909 ছন্দ 1936
৭) ব্যক্তিগত প্রবন্ধ
পঞ্চভূতের
ডায়েরি 1299 থেকে 1302 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় ছদ্মনামে লিখেছিলেন। পরে প্রবন্ধ টির প্রথম
অংশ বাদ দিয়ে গদ্য ও পদ্য নামে পঞ্চভূত গ্রন্থে স্থান লাভ করে।
পঞ্চভূত
1897 বিবিধ প্রবন্ধ 1907
৮) আত্মজীবনী মূলক প্রবন্ধ
জীবনস্মৃতি
1912 ছিন্নপত্র 1912 , ছেলেবেলা , আত্মপরিচয় 1943
৯) রবীন্দ্রনাথের ব্যঙ্গাত্মক প্রবন্ধ
ভানুসিংহের
জীবনী, রসিকতার ফলাফল,
রাজভক্তি
1905
The prince well এর ভারত
ভ্রমণ উপলক্ষে রচিত।
১০) রবীন্দ্রনাথের লেখা জীবনী বিষয়ক প্রবন্ধ
রামমোহন
রায় ,
বিদ্যাসাগর
চরিত
, মহাত্মা
গান্ধী, বঙ্কিমচন্দ্র
১১)
বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ
বিশ্বপরিচয়-1937 সত্যেন্দ্রনাথ
বসু কে উৎসর্গ করেন।
রবীন্দ্র ছোট গল্প
**প্রথম
ছোটগল্প ভিখারিনী 1881 ভারতী পত্রিকায় প্রকাশিত।
আত্মকথন
রীতিতে রচিত ঘাটের কথা এবং রাজপথের কথা ভারতী পত্রিকায় প্রকাশিত 1882,সুকুমার সেনের মতে প্রথম ছোটোগল্প।
**রবীন্দ্রনাথের
সার্থক ছোটগল্প দেনাপাওনা 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকা প্রকাশ (1891 খ্রিস্টাব্দে)
**রবীন্দ্রনাথের
শ্রেষ্ঠ ছোট গল্প মুসলমানের গল্প 1941
**তিন
সঙ্গীর গল্প 1940
রবিবার
,--আনন্দবাজার
শারদীয়া পত্রিকা প্রকাশ।
শেষকথা--শনিবারের
চিঠিতে প্রকাশ।
ল্যাবরেটরী--আনন্দবাজার
শারদীয়া পত্রিকা
রবীন্দ্রনাথের
জীবৎকালে প্রকাশিত শেষ গল্প ‘বদনাম’, প্রবাসী আশার,১৩৪৮
সুকুমার
সেনের মতে শেষ গল্প ‘প্রগতি সঙ্গহার’
কারো
কারো মতে মুসল্মানিরগল্প , ঋতু পত্র , আষাঢ় ১৩৬২ (রচনাকাল ২৫ জূণ,১৩৪১ )