HEADER ADDS

মিশ্র সমাস কাকে বলে , মিশ্র সমাসের উদাহরণ

 

মিশ্র সমাস

  মিশ্র সমাস সমাসের মূল শ্রেণিবিভাগের মধ্যে পড়ে না । বিভিন্ন প্রকার সমাসের সমাসবদ্ধপদ পদ মিলে যখন একটি সমাসবদ্ধপদ গঠন করে তখন তাকে মিশ্র সমাস বলে ।  সমাস বদ্ধপদটি একাধিক পদ সহযোগে গঠিত হয় বলে একে পদগর্ভ সমাসও বলে । যেমন- নদীজপমালাধৃতপ্রান্তর -  জপের মালা = জপমালা (সম্বন্ধ তৎপুরুষ), নদীরূপ জপমালা নদীজপমালা (রূপককর্মধারয়), নদী জপমালা দ্বারা ধৃত = নদীজপমালাধৃত (করণ তৎপুরুষ) নদীজপমালাধৃত যে প্রান্তর = নদীজপমালাধৃতপ্রান্তর (কর্মধারয়)। এইরূপ, জনগণমনঅধিনায়ক, নবজলধরপটলসংযোগ, বেশ-একটু-রোগাগোছের, দশের-ইচ্ছা-বোঝাই করা-জীবন খানা, কোণছেঁড়ামলাটওয়ালা।