সারাংশ লেখার নিয়ম
রবীন্দ্রনাথ বলেছেন
‘কথা ভাবের আশ্রয়’। তাই ভাব প্রকাশের জন্য কথা পিঠে কথা
এসে পড়ে । কারণ বাংলা প্রবাদ আছে – কথা কইতে জানতে হয়,কথা শত ধারায় বয় । সাহিত্যের
ক্ষেত্রে কবি , সাহিত্যিকরা ভাবকে ব্যঞ্জনাবাহী করে তোলার জন্য অলঙ্কার , ছন্দের ব্যবহার
করেন । তার ফলে ভাষার কলেবর বৃদ্ধি হয় । মূল অংশে উপমা, অলঙ্কার, দৃষ্টান্ত এইসব অপ্রয়োজনীয় বিষয় গুলো সারাংশ থেকে বাদ দিয়ে আসল কথাটা লিখতে হবে। মোট কথা, কোনো লেখা ছোট আকারে আকর্ষণীয় ভাষায় প্রকাশ করার নামই সারাংশ বা সারমর্ম। কবিতার ক্ষেত্রে এই সংক্ষিপ্তকরণকে বলা হয় সারমর্ম এবং গদ্যের ক্ষেত্রে একে সারাংশ হিসেবে অভিহিত করা হয়।
সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম –
সারাংশ রচনার নির্দিষ্ট কোনো নিয়ম নেই । নিয়মিত অনুশীলন এই বিষয়ে
দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে । তবে সারাংশ রচনার সময় যে যে দিকগুলির প্রতি বিশেষ নজর
দেওয়া উচিত সেগুলি আলোচনা করা হল-
1.
সারাংশ লেখার আগে যে বিষয়টির সারাংশ
রচনা করতে হবে , সেই অংশটি বারংবার পড়ে মূল বক্তব্য অনুভব করার চেষ্টা
করতে হবে ।
2.
মান্য
চলিত ভাষায় সারাংশ লিখতে হবে ।
3.
মূল
রচনাটি উত্তম বা মধ্যম পুরুষে রচিত হলে সারাংশ লেখার সময় তাকে প্রথম পুরুষে লিখতে হবে
।
4.
মূল
রচনায় প্রত্যক্ষ উক্তি থাকলে তাকে পরোক্ষ উক্তিতে লিখতে হবে ।
5.
সারাংশ মূল অংশের চেয়ে আকারে একটু ছোট হবে। রচনার মূলভাবটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে ।
6.
মূল রচনার ভাবকে সংহত আকারে প্রকাশ করার জন্য একই কথার পুনরাবৃত্তি করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনীয় অংশ বাদ না যায় ।
7.
মূল অংশে উপমা,
অলঙ্কার, উদাহরণ থাকলে বাদ দিয়ে আসল কথাটা লিখতে হবে।
8.
মূল বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো বিষয় বা ভাবের অবতারনা
করা চলবে না ।
9.
সারমর্ম কিংবা সারাংশ রচনার ভাষা মূলের অনুগামী হওয়া প্রয়োজন। সহজ-সরল মৌলিক ভাষায় বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে সবার সহজবোধ্য হয়।
10.
উদ্ধৃত রচনায় একাধিক বিষয়ের উল্লেখ থাকলে তা সংক্ষেপে উল্লেখ করতে হবে এবং মূল বিষয়টি থেকে যাতে রচিত অংশটি সরে না আসে সেদিকে সজাগ থাকতে হবে।
11.
অযথা বাহুল্য ত্যাগ করে শব্দ ও বাক্য প্রয়োগে সংযম অবলম্বন করতে হবে। একাধিক বিশেষণ প্রয়োগ না করাই উচিৎ ।
12.
কোনো সাংকেতিক বিষয় থাকলে তার তত্ত্ব বের করতে হবে। ব্যক্তি বা বস্তু সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য থাকলে দুই পক্ষের বক্তব্য আলাদাভাবে প্রকাশ করতে হবে।
13.
যে বাক্য দিয়ে সারাংশ লেখা শুরু করবে তা সহজ সরল ও মূলভাবের প্রতি নির্দেশক হবে।