আরণ্যক উপন্যাসের ছোটো প্রশ্নোত্তর
১৯৩৯ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন। উপন্যাসের শুরুতে বিভূতিভূষণ একটি দু-পাতার ভূমিকা বা প্রস্তাবনা লিখেছেন, তারপর মূল উপন্যাসটি ১৮টি পরিচ্ছেদে লেখা হয়েছে। আরণ্যক_উপন্যাসের_বিষয়বস্তু হল আরণ্যক উপন্যাসের প্রকৃতি। আরণ্যক উপন্যাসের পটভূমি হল মানুষ ও প্রকৃতির সম্পর্ক।
SLST PREPERATION এর জন্য যোগাযোগ করতে - ক্লিক করুন
আরণ্যক উপন্যাসের ছোটো প্রশ্নোত্তর -
আরণ্যক উপন্যাস MCQ
১) " আরণ্যক " উপন্যাসে
লেখকের মেসের চাকরের নাম ছিল -
ক) হরিপদ খ) শ্যামাপদ
গ)
জগন্নাথ ঘ) দ্বিজপদ
২) লেখকের বন্ধু সতীশ , বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত -
ক)
উকিল খ) ডেপুটি ম্যানেজার
গ) চৌকিদার ঘ)
পিওন
৩) কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ
চক্রবর্তী এখানে আছেন কত বছর ধরে ?
ক) বারো - তেরো খ) চৌদ্দ
- পনেরো
গ)
সতেরো - আঠার ঘ) একুশ - বাইশ
৪) গোষ্ঠ বাবুর বাড়ি কোন জেলায় ?
ক)
বর্ধমান খ) কিষানগঞ্জ
ঘ) লতেহার ঘ)
আকন্দবাড়ি
৫) প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে
বই বিক্রি করে যে বৃদ্ধ তিনি জাতিতে ছিলেন -
ক)
মুসলমান খ) খ্রিস্টান
গ) পাঠান ঘ) বাঙালি
৬) সিপাহী মুনেশ্বর সিং কোথা থেকে
কড়াই কিনে এনেছে ?
ক) পূর্নিয়ার বাজার খ) ভাগলপুরের বাজার
গ)
নউ গচ্ছিয়ার বাজার ঘ) পাটনার বাজার
৭) দশ হাজার জঙ্গলী জমি প্রজা বিলি
হতে কত বছর সময় লাগবে বলে লেখকের ধারনা হয় ?
ক)
বিশ - পঁচিশ খ) পাঁচিশ
- ত্রিশ
গ) পনেরো - কুড়ি ঘ) বাইশ -
পঁচিশ
৮) লেখকের ডিহি কাছারি লবটুলিয়া
কত মাইল দূরে অবস্থিত ?
ক) আট মাইল খ)
বারো মাইল
গ) পনেরো মাইল ঘ) উনিশ মাইল
৯) কন্টু মিশ্র যিনি জাতিতে ছিলেন
-
ক)
মৈথিল ব্রাহ্মণ খ) ঝড়খন্ডী ব্রাহ্মণ
গ) ওড়িয়া ব্রাহ্মণ ঘ)
পূর্ণিয়ার শূদ্র
১০) গনোরী তেওয়ারীর বয়স কত ?
ক)
ত্রিশ - বত্রিশ বছর খ) ত্রিশ - পঁয়ত্রিশ বছর
গ) পঁয়ত্রিশ - চল্লিশ বছর ঘ) চল্লিশ - পঁয়তাল্লিশ বছর
১১) গনোরী তেওয়ারী পেশায় ছিলেন -
ক) সিপাহী খ) উকিল
গ)
স্কুল মাস্টার ঘ) চৌকিদার
১২) গনু মাহাতোর বাড়ি এখান হইতে
কতটা দূরে অবস্থিত?
ক)
দশ ক্রোশ খ) বারো
ক্রোশ
গ) পনেরো ক্রোশ। ঘ) বাইশ
ক্রোশ
১৩) গনু মাহাতোর বয়স কত?
ক) পঞ্চাশের বেশী খ) ষাটের বেশী
গ) চল্লিশের বেশী ঘ) পঞ্চান্নের বেশী
১৪)" বড় তাজ্জব চিজ হুজুর " -- এখানে কিসের
কথা বলা হয়েছে ?
ক)
হাওয়ার গাড়ি খ) বুনো
হাতি
গ) নীল গাই ঘ) বুনো শূয়োর
১৫) টাঁড়বারো ছিলো -
ক) জিনের দেবতা খ) বন্য মহিষের দেবতা
গ) বন্য শূয়োরের দেবতা ঘ) অরণ্যের দেবতা
১৬) বয়স প্রায় পঞ্চাশ , জাতিতে মৈথিল ব্রাহ্মণ, নাম নন্দলাল ওঝা - এর বাড়ি কোথায়
?
ক) লবটুলিয়াতে খ) ধরমপুর টোলা
গ)
সুংঠিয়াদিয়ারাতে ঘ) আকন্দপুর টোলা
১৭) "গনুর মুখে কত অদ্ভুত কথা
শুনিতাম" - কথা বলতে বলা হয়েছে
ক) উড়ুক্ক সাপের খ) জীবন্ত
পাথরের
গ) আঁতুড়ে ছেলের হেঁটে বেড়াবার ঘ) সবগুলোই ঠিক
১৮) কিন্তু পাহাড়ী নদী --- ওর
স্থানীয় নাম আছে । পাহাড়ী নদীটির স্থানীয় নাম কী ?
ক) মিহি নদী খ) মিছি নদী
গ) ফল্গু নদী ঘ) মরা নদী
১৯) রিজার্ভ ফরেস্ট হইতে কুশী ও
কারো নদীর দূরত্ব কত ?
ক)
আট- নয় মাইল খ) সাত
- আট মাইল
গ) নয় - দশ মাইল ঘ) দশ - বারো মাইল
২০) পুন্যাহ উৎসব কোন মাসে সূচিত
হয় -
ক) বৈশাখ মাসে খ)
জ্যৈষ্ঠ মাসে
গ)
আষাঢ় মাসে ঘ) শ্রাবণ
মাসে
২১) " সে মস্ত বড় মহাজন , লক্ষপতি লোক , এদিকে সবাই তার খাতক" --- কার
সম্পর্কে এ কথা বলা হয়েছে ?
ক) বিশুয়া গাঙ্গোতা খ) ধাওতাল সাহু
গ) পাটোয়ারী ঘ)
রামবিরিজ সিং
২২) " আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট
ঘরখানার সামনে দিয়া যাইতাম। " - " কুমার " কোন অর্থে ব্যবহৃত
হয়েছে?
ক) কুম্ভকার খ) ভুঁইহার ব্রাহ্মণ
গ) মৈথিল ব্রাহ্মণ ঘ)
ক্ষত্রিয় ব্রাহ্মণ
২৩) দেবী সিং কোন জেলা থেকে এসে
পূর্ণিয়ায় বাস করছে ?
ক)
জৌনপুর খ) পাটকই
গ) মুঙ্গের ঘ) ধরমপুর
২৪) কুন্তা কার স্ত্রী ছিলেন -
ক) রাসবিহারী সিং খ) দেবী সিং
গ) পটোয়ারীর ঘ)
দেশোয়ালীর
২৫) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু
সালটি নির্বাচন কর -
ক) ১৮৯৬ - ১৯৫২ খ) ১৮৯৪ - ১৯৫০
গ) ১৮৯৫ - ১৯৪৮ ঘ) ১৮৯৭ - ১৯৫১
২৬) তাহাদের দলে বারো - তেরো বছরের
একটি ছেলে আছে , ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণঠাকুরের মত। --- কার কথা বলা হয়েছে ?
ক) মুক্তিনাথ সিং খ) ধাওতাল
সাহু
গ)
ধাতুরিয়া ঘ) রামচন্দ্র সিং
২৭) " আরণ্যক "
উপন্যাসটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়?
ক) ১৯৩৫ খ) ১৯৩৯
গ) ১৯৪১ ঘ) ১৯৪৩
২৮) " আরণ্যক "
উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) প্রচার পত্রিকা খ)
বসুমতী পত্রিকা
গ) পরিচয় পত্রিকা ঘ) প্রবাসী পত্রিকা
২৯) "এক ধরনের জীনপরী , নির্জন জঙ্গলের মধ্যে থাকে।
মানুষকে বেঘোরে পেলে মেরেও ফেলে।" ---- এদেশে এদের কী বলে ?
ক)
ডামাবাণু খ) ট্যাঁড়দূতী
গ) অশূচপত্নী ঘ) বেহারমুখী
৩০) " আরণ্যক" উপন্যাসটি
কাকে উৎসর্গ করা হয় ?
ক)
স্ত্রী গৌরী দেবীকে খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে
গ) অশোকানন্দ ভট্টাচার্যকে ঘ) চিত্তপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে
৩১) রাসবিহারী সিং
তার পর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া বেড়াইল।-- রাসবিহারীর ঐশ্বর্যের মধ্যে
ছিল না -
ক) গরু খ) ঘোড়া
গ)
হাতি ঘ) কোনোটিই নয়
৩২) রাসবিহারীর
জমিতে কত পরিমাণ গম উৎপন্ন হয় - ?
ক)
আট - শ মণ খ) তিন-
শ মণ
গ) ছয় - শ মণ। ঘ) নয়- শ
মণ
৩৩) রাসবিহারী সিং -
এর কয় জন পুত্র রয়েছে ?
ক) চার জন খ) পাঁচ জন
গ)
ছয় জন ঘ) আট জন
৩৪) ওকে দেখিলেই মনে
কেমন একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয়। -- কার কথা বলা হয়েছে ?
ক) রাসবিহারী সিং খ)
গনরো তেওয়ারি
গ) গনু মাহাতো ঘ) ধাওতাল সাহু
৩৫) " সে
চক্করবাজি নাচের মস্ত ওস্তাদ।" -- কার কথা বলা হয়েছে ?
ক) ধাতুরিয়া খ) ভিটলদাস
গ) রামদাস ঘ) শ্যামচরণ
৩৬) ছটু সিং কত বিঘা
জমি বন্দোবস্ত নেওয়ার জন্য দরখাস্ত করে ছিল ?
ক)
হাজার বিঘা খ)
পাঁচ হাজার বিঘা
গ) সাত হাজার বিঘা ঘ) দশ হাজার বিঘা
৩৭) মটুকনাথ পাঁড়ে
কোন সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন?
ক) সাঁওতাল খ) সাও
গ) গাঙ্গোতা ঘ) ব্রাহ্মণ
৩৮) মটুকনাথ পাঁড়ের
বয়স কত?
ক) ষাটের কম খ)
পঞ্চাশের কম
গ)
ষাটের বেশি গ) পঞ্চাশের
বেশি
৩৯) মটুকনাথ রাত্রি
কয়টা পর্যন্ত টোলে ছাত্র পড়াতেন ?
ক) রাত্রি নয়টা খ) রাত্রি দশটা - এগারোটা
গ) রাত্রি আটটা ঘ) রাত্রি সাড়ে দশটা
৪০) কত গুলো বাপে
তাড়ানো মায়ে খেদানো বালক মটুকনাথ পাঁড়ের টোলে এসে জুটেছিল ?
ক)
দশ - বারো জন খ) পনেরো - ষোলো জন
গ) বারো - তেরো জন ঘ) উনিশ - কুড়ি জন
৪১) লেখকের খুপরিটির
দৈর্ঘ্য প্রস্থ কতখানি?
ক)
দৈর্ঘ্য সাত হাত প্রস্থ তিন হাত।
খ) দৈর্ঘ্য ছয় হাত প্রস্থ চার
হাত।
গ) দৈর্ঘ আট হাত প্রস্থ দুই হাত।
ঘ) দৈর্ঘ্য পাঁচ হাত প্রস্থ পাঁচ
হাত।
৪২) দুঁদে শিকারী বলা হয়েছে কাকে
?
ক) রাসবিহারী সিং খ) মটুকনাথ পাঁড়ে
গ)
দশরথ সিং ঝান্ডাওয়ালা ঘ) রাজু পাঁড়ে
৪৩) জমৈতি নাচ
শেখানোর ওস্তাদ কে ?
ক) দশরথ সিং ঝান্ডাওয়ালা খ) গনু মাহাতো
গ)
ছটু সিং ঘ) রাসবিহারী সিং
৪৪) ফুলকিয়া বইহারে
কিসের ভয়ের কথা বলা হয়েছে ?
ক) টাঁড়বারো খ) নীলগাই
গ) বুনো মহিষ ঘ) বাঘ
৪৫) " বাঘের
গতিবিধির অভ্যাস তার ভালই জানা " -- কার কথা বলা হয়েছে ?
ক) ডোমন গাঙ্গোতা খ) বাঁকে সিং
গ) পাটোয়ারী ঘ) দশরথ সিং ঝান্ডাওয়ালা
৪৬) নকছেদী ভকত
জাতিতে ছিলেন -
ক)
গাঙ্গোতা খ) ব্রাহ্মণ
গ) মৈথিলি ব্রাহ্মণ ঘ) রাজপুত
৪৭) মকাই সেদ্ধকে কী
বলা হয় -
ক)
ঘাটো খ) ভাপা কলাই
গ) ঘন্ট ঘ) ভর্তা
৪৮) নকছেদী কোথায়
ধান ও গম কাটতে যাওয়ার কথা বলেছেন ?
ক) মুঙ্গের ও পূর্ণিয়ায় খ) ধরমপুর ও ভাগলপুর
গ) নাড়াবইহার ও আজমাবাদ ঘ) ধরমপুর ও মুঙ্গের
৪৯) মকাই ফসল তোলার
সময় কখন ?
ক)
শ্রাবণ - ভাদ্র খ) আষাঢ় - শ্রাবণ
গ) ভাদ্র - আশ্বিন ঘ) কার্তিক - অগ্রহায়ন
৫০) কে খাজনা
দেওয়ার ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল?
ক)
দশরথ খ) মুনেশ্বর
সিং
গ) ডোমন ঘ) রাজু পাঁড়ে
৫১) " ননীচোরা
নাটুয়া" র নাচে খুশি হয়ে লেখক কত টাকা বকশিশ দিয়েছিলেন ?
ক) একটাকা খ) দুই টাকা
গ) তিনটাকা ঘ) চারটাকা
৫২) নকছেদী রা এবছর
কত মণ সর্ষে মজুরি পেয়েছে ?
ক) পাঁচ মণ খ)
সাত মণ
গ)
আট - দশ মণ ঘ) এগারো - বারো মণ
৫৩) মঞ্চী একখানা
চিরুনি কিনেছে কত পরিমাণ সর্ষে দিয়ে ?
ক)
পাঁচ সের খ) তিন সের
গ) দুই সের ঘ) আট সের
৫৪) "সে
গর্বমিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া
ধরিল।" -- কোন বিষয়ের কথা বলা হয়েছে ?
ক) মাথার কাঁটা খ) ঝুটো পাথরের আংটি
গ) চিনামাটির পুতুল ঘ)
নীল ও হলদে হিংলাজের মালা
৫৫) হিংলাজেল মালাটি
মঞ্চী কত পরিমাণ সর্ষে দিয়ে কিনেছিল ?
ক) দুই সের খ) তিন সের
গ)
সতের সের ঘ) দশ সের
৫৬) "সাঁওতাল
বিদ্রোহের নেতা এখনো বেঁচে আছেন, তিনি বর্তমান
রাজা।"--- নেতার নাম কী ?
ক) দিগম্বর বিশ্বাস খ) বিষ্ণুচরণ বিশ্বাস
গ)
দোবরু পান্না বীরবর্দী ঘ) নীলমণি সিং
৫৭) "ষোলো -
সতেরো বছরের একটি মেয়ে বুদ্ধু সিং - এর ডাকে ছুটে এলো।"--- মেয়েটি কে ?
ক) মঞ্চী খ) নীলমণি
গ)
ভানুমতি ঘ) কুন্তি
৫৮) " উত্তর -
পূর্ব কোণে হইতে অনুচ্চ শৈলমালা " ---- এই শৈলমালার স্থানীয় নাম কী?
ক) লতেহার খ) ধনঝরি
গ) শৈলসানু ঘ)
দেবপুরা
৫৯) " আজ
পৃথিবীর টুরিস্টদের লীলাভূমি " --
কোন স্থানের কথা বলা হয়েছে ?
ক)
ভ্যালি অব দি কিংস খ) ব্যোটানিকেল গার্ডেন
গ) নাড়াবইহার ফুলকিয়া ঘ) সরস্বতী কুন্ডী
৬০) রাজু্র স্ত্রীর
নাম কী?
ক)
সর্জু খ) গৌরি
গ) ভানুমতি ঘ) মঞ্চী
৬১) "মোহনপুরা
রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসীর প্রত্যাবর্তন আনন্দ অনুভব
করিলাম।"--লেখক কত দিন পর এই ফরেস্টে ফিরেছেন ?
ক)
তিনমাস খ) চার মাস
গ) এক বছর ঘ) ছয় মাস
৬২) লেখক এত দিন
কোথায় গিয়ে ছিলেন বলে মঞ্চীকে জানায় ?
ক) নাড়াবইহার খ) কলকাতায়
গ)
বহরাবুরুতে ঘ) দেবপুর
৬৩) "সরলপ্রাণ
মেয়েটি বড় আঘাত পাবে।"---- কার কথা বলা হয়েছে ?
ক) কুন্তী খ) মঞ্চী
গ) সর্যূ ঘ) ভানুমতী
৬৪) "এই
বনভূমির সে যেন বনলক্ষ্মী , পরিপূর্ণ - যৌবনা , প্রাণময়ী তেজস্বিনী ----" লেখক কার কথা বলেছেন ?
ক) সরস্বতী কুন্ডী খ) সর্যূ
কন্ডী
গ) ভানুমতী ঘ) মঞ্চী
৬৫) পূর্ণিমা
জ্যোৎস্না প্লাবিত বনান্তস্থলীতে প্রায় কত গুলো কিশোরী তরুণী গাছটাকে ঘুরিয়া
ঘুরিয়া নাচিতে লাগিল?
ক) বারো জন খ) আঠারো
জন
গ) বাইশ জন ঘ) ত্রিশ জন
৬৬) ভানুমতী ,
কলকাতা থেকে বাবুজীকে কী এনে দেওয়ার আবদার করেন ?
ক) হিংলাজের মালা খ) আয়না
গ) ফুলের খোঁপা ঘ) একখানি গানের বই
৬৭) "বিকেলের
দিকে জুয়াড়ী ধরা পড়িল।"----- জুয়াড়ীর বাড়ি কোথায় ?
ক) পূর্ণিয়া জেলা খ)
ভাগলপুর জেলা
গ)
বালিয়া জেলা ঘ)
কলকাতা জেলা
৬৮) জুয়াড়ী বছরে কত টাকা রোজগার করে ?
ক)
ত্রিশ - চল্লিশ টাকা খ) কুড়ি - ত্রিশ টাকা
গ) পনেরো - কুড়ি টাকা ঘ) চল্লিশ - পঞ্চাশ টাকা
৬৯) মঞ্চীর ছেলে কোন
রোগে মারা গেছে ?
ক) ম্যালেরিয়া খ) জ্বর
গ)
বসন্ত ঘ) হুপিং কাশি
৭০) তুলসীর মেয়ের
নাম কী ?
ক) মুনিয়া খ) সুরতিয়া
গ) নুনিয়া ঘ) বুড়িয়া
৭১) সুরতিয়া যে
পাখি ধরে তা কোথায় বিক্রি করে তার বাবা ?
ক) নতুনগঞ্জে খ) তিরাশি - রতনগঞ্জে
গ) ভাগলপুরের হাটে ঘ) লবুটলিয়ার খামারের মেলায়।
৭২) একটা ডাহুক পাখি
কত পয়সায় বিক্রি হয় ?
ক)
সাত পয়সা খ) নয়
পয়সা
গ) বারো পয়সা ঘ)
ষোলো আনায়
৭৩) "দোবরু
পান্না মারা গিয়াছেন" - দোবরু পান্না কোন মাসে মারা গিয়েছে ?
ক) মাঘ মাসে খ)
কার্তিক মাসে
গ)
আশ্বিন মাসে ঘ) বৈশাখ
মাসে
৭৪) লেখক , ধাওতাল সাহু র কাছে কত টাকা চেয়েছিলেন ?
ক) দুই হাজার খ) তিন
হাজার
গ)
সাড়ে তিন হাজার ঘ) চার হাজার
৭৫) " এই
মেয়েটির নাম ছিল ধুব্রা " ---- ধুব্রার বয়স কত?
ক)
একুশ - বাইশ খ) কুড়ি
গ) সতেরো ঘ) উনিশ
৭৬) নাটুয়া বালক
ধাতুরিয়া কী ভাবে মারা যায় ?
ক) বাঘের তাড়ায় খ) জ্বরে
গ) না খেতে পেয়ে ঘ) রেল লাইনে আত্মহত্যা
৭৭) " যোসেমাই
ন্যাশনাল পার্ক" কোথায় অবস্থিত?
ক)
ক্যালিফোর্নিয়া খ) দক্ষিণ
আফ্রিকা
গ) বেলজিয়ান ঘ)
পাকিস্তান
৭৮) "এই
জন্মান্ধ মানুষের দেশে একজন কি করিয়া জন্মিয়া ছিল জানি না।"---- কার কথা
বলা হয়েছে ?
ক) রাসবিহারী সিং খ) দশরথ ঝান্ডা ওয়ালা
গ)
যুগলপ্রসাদ ঘ) গনু মাহাতো
৭৯) " ঝুট্ বাত বাবুজী ! " ---- এখানে
কোন প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ?
ক) ট্যাঁড়বারো বুনো মহিষের দেবতা
খ) এই জঙ্গলে এখন আর কেউ থাকে না।
গ) সূর্য পূর্ব দিকে ওঠে আর
পশ্চিমে অস্ত যায়।
ঘ)
সূর্য কোথাও ওঠেও না আবার ডুবেও না ওটা এক জায়গাতে স্থির আছে।
৮০) যুগলপ্রসাদ
লেখককে কত রকমের লতা গাছ দেখালেন ?
ক) পাঁচ রকমের। খ)
ছয় রকমের
গ)
আট - দশ রকমের ঘ) দুই রকমে
৮১) বলভদ্র সেঙ্গাই
জাতিতে ছিলেন -?
ক)
কলু খ) ব্রাহ্মণ
গ) বৈষ্ণব ঘ) ভিন জাতি
৮২) বর্তমানে রাজু
পাঁড়ের মহিষের সংখ্যা কয়টি ?
ক) ছয়টা খ) দশটা
গ) বারোটা ঘ) পনেরোটা
৮৩) আজকাল মটুকনাথ
পাঁড়ের টোলে কতগুলো ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে ?
ক) প্রায় বারোটি খ) প্রায় পনেরোটি
গ) প্রায় সতেরোটি ঘ)
প্রায় দশটি
৮৪) "বাইজীর
মেয়ে ছিল বটে , কিন্তু ভাল ঘরের মেয়ের মত মন মেজাজ - কোন
অসৎ কাজ ওকে দিয়ে হবে না।"---- কার কথা বলা হয়েছে ?
ক) ভানুমতী খ) সুরতিয়া
গ)
কুন্তা ঘ) মঞ্চী
৮৫) লেখক কুন্তা কত
পরিমাণ জমি দেওয়ার কথা মঞ্জুর করেন ?
ক)
দশবিঘে খ) বারো বিঘে
গ) পাঁচ বিঘে ঘ) ছয় বিঘে
৮৬) তেত্রিশ কোটি
দেবতার মধ্যে কোন দেবতার প্রতি ভক্তি বেশি দেখাত এখানকার মানুষ?
ক) শিব খ) বিষ্ণু
গ)
হনুমানজী ঘ) কালী
৮৭) দ্রোণ মাহাতো
কোন দেবতাকে ভক্তি ভরে পূজো দিতেন ?
ক)
শিব খ) বিষ্ণু
গ) কালী ঘ) হনুমানজী
৮৮) গিরধারীলালের
বাড়ি কোথায় ?
ক)
তিনটাঙা খ) লবুটুলিয়া
গ) মোহনপুরা ঘ) পাটনা
৮৯) কার সেবা
শুশ্রূষায় গিরধারীলালের স্বস্থ্যের উন্নতি হইল ?
ক) লেখকের খ)
রাজু পাঁড়ের
গ)
কুন্তার ঘ) তুলসীর
৯০) রাজা দোবরু
পান্নার নামে চিঠিটি কোন ভাষায় লেখা ?
ক) হিন্দি খ) বাংলা
গ) কায়েথী - হিন্দি ঘ) সাঁওতালী