HEADER ADDS

বর্ণ বিশ্লেষণ ।। বর্ণ বিশ্লেষণ করার নিয়ম

বর্ণ-বিশ্লেষণ :বর্ণ বিশ্লেষণ করার নিয়ম 

     আমরা বর্ণের সাথে বর্ণ যোগ করে শব্দ গঠন  করি। শব্দের অন্তর্গত প্রতিটি বর্ণ শব্দ গঠনের এক একটি একক । সে ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণ এবং কখনো একক ভাবে পূর্ণরূপে ব্যবহৃত স্বরবর্ণ ,আবার কখনো সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনের সাথে মিশে থাকা স্বরবর্ণ এক একটি একক । ‘অ’ এর সংক্ষিপ্ত রূপ নেই , ‘অ’ নিহিত স্বররুদ্ধদল বা বদ্ধদলের শেষ ব্যঞ্জনের মধ্যে নিলীন অবস্থায় থাকে । তাই বর্ণ বিশ্লেষণ করতে গিয়ে শব্দের প্রতিটি বর্ণ একককে বিশ্লেষণ করা প্রয়োজন । তাই আমরা বলতে পারি -

শব্দের অন্তর্গত বর্ণগুলিকে ক্রমানুযায়ী পৃথক  করে দেখানোকে  বর্ণ-বিশ্লেষণ বলে

   যেমন- ‘বর্ণ’ শব্দটির মধ্যে আপাত দৃষ্টিতে আমারা ব’ , ‘রেফ্‌’ এবং ‘ণ’ দেখতে পাচ্ছি । কিন্তু স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ ব্যবহৃত হতে পারে না । অথবা হস্‌ন্ত’ হয় । অর্থাৎ বর্ণ শব্দে বর্ণ একক আছে ব্‌’ , ‘অ’  ‘রেফ্‌’  ‘ণ্‌’ , ‘অ’ ।  বর্ণ বিশ্লেষণ করার সময় সমস্ত বর্ণগুলিকে ‘+’ দিয়ে লেখাই নিয়ম । তাই বর্ণ’ শব্দটির সঠিক বিশ্লেষণ হবে – ব্‌ + অ + র্‌ +ণ +  অ ।

 আরও পড়ুন - নিপাতনে সিদ্ধ সন্ধি

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম

 ১) বর্ণবিশ্লেষণ করার ক্ষেত্রে উচ্চারণের কোনো ভূমিকা নেই । বাক্যে কোনো শব্দ যে ভাবে লিখিত থাকে সেই ভাবে বর্ণ বিশ্লেষণ করতে হবে ।  যেমন  মতো /মত দুই ভাবেই লেখা হয় । শব্দটি যেমনভাবে  বানানে লেখা হয়  বিশ্লেণ করার সময় সেই ভাবেই লিখতে হয় । মতো = ম্‌ + অ + ত্‌ + ও  আবার মত = ম্‌ + অ + ত্‌ + অ

২) বর্ণবিশ্লেষণে ,,     ছাড়া অন‍্য সব ব‍্যঞ্জনের তলায় হস্ চিহ্ন (হসন্ত) দিতে হবে । তবে ৎ’ এর বদলে ত্‌’ লেখা যাবে ।

যেমনতৎসম = ত্‌ + অ + ৎ + স্‌ + অ + ম্‌ + অ   অথবা   তৎসম = ত্‌ + অ + ত্‌ + স্‌ + অ + ম্‌ + অ  

৩) শেষ ব‍্যঞ্জনে আ-কার, ই/ঈ-কার , উ/ঊ-কার ,এ/ঐ , ও/ঔ-কার  যদি না দেওয়া থাকে  এবং হস্ চিহ্ন আগে থেকে দেওয়া না থাকে  তাহলে ব্যঞ্জনের পরে   '' আছে ধরে নিতে হবে, তা  উচ্চারণ আমরা যেভাকবেই করি না কেন ।

যেমনজল = জ্‌ + অ + ল্‌ + অ ( অনেকে এই ক্ষেত্রে  শেষের ‘অ’ ব্র্যাকেটে লেখার পক্ষপাতী ) কিন্তু বাক্=ব্+আ+ক্। 

৪) একাধিক ব‍্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনগুলি এক সঙ্গে যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করে । যুক্ত ব্যঞ্জনের শেষের বর্ণে স্বরবর্ণ থাকে ।  

যেমন – সান্ত্বনা = স্‌ + আ + ন্‌ + ত্‌ + ব্‌ + অ + ন্‌ + আ   ন্‌ , ত্‌ , ব্‌  এর মাঝে কোনো স্বরবর্ণ নেই।৫) কোনো শব্দে রেফ্ থাকলে  রেফ্‌’  যে ব‍্যঞ্জনের মাথায় থাকবে, তার ঠিক আগে ‘র্’ বসবে

যেমন: পরামর্শ = প্‌ + অ + র্‌ + আ + ম্‌ + অ + র্‌ + শ্‌ + অ

৬) কোনো শব্দে র-ফলা  থাকলে  র – ফলা ’  যে ব‍্যঞ্জনের সাথে যুক্ত  থাকবে, তার পরে  র্’ বসবের-ফলা যার তলায় থাকবে, তার পরে র্ হবে। মাঝে কিছু থাকবে না। র-ফলার পর কোনো কার (আ-কার ইত্যাদি) থাকলে সেই স্বরটি র্ এর পরে বসবে ।

            যেমন – আম্র = আ + ম্‌ + র্‌ + অ

৭) য-ফলা’ যে ব‍্যঞ্জনের গায়ে থাকবে, তার পরে য্’ হবে এবং য-ফলায় কোনো কার (যেমন, আ-কার)  থাকলে সেই স্বরটি য্-এর পর  বসবে। কার না থাকলে য্-এর পর অবশ‍্য‌ই একটি অ দিতে হবে

যেমন -  ব্যবহার = ব্‌ + য্‌ + অ + ব্‌ + অ + হ্‌ + আ + র্‌ + অ

8) চন্দ্রবিন্দু স্বরের মাথায় থাকে, ব‍্যঞ্জনের মাথায় নয় , তাই চন্দ্রবিন্দু স্বরের আগে থাকবে ।

যেমনকুঁড়ি = ক্‌ +ঁ + উ + ড়্‌ + ই তবে অনেকে,  কুঁড়ি = ক্‌ +উঁ + ড়্‌ + ই ।এই ভাবে লেখার পক্ষপাতী ।

 

আকাদেমী বানান বিধি চালু হওয়ার আগে অনেকগুলি যুক্ত ব্যঞ্জনের পৃথক রূপ প্রচলিত ছিল । কিন্তু বর্তমানে যুক্ত ব্যঞ্জন লেখার রীতি কিছুটা পরিবর্তিত হয়েছে । কোন যুক্ত ব্যঞ্জন কোন কোন ব্যঞ্জন নিয়ে গঠিত হয়েছে দেখে নি -

জ্ঞ = জ্+ঞ               

ণ্ঠ= ণ্+ঠ                  

ঞ্জ = ঞ্+জ                     

ত্থ = ত্+থ                     

ঙ্ক = ঙ্+ক

ষ্ণ = ষ্+ণ                  

ঙ্গ = ঙ্+গ                 

ক্ষ = ক্+ষ                       

হ্ন=হ্+ন                       

ণ্ড = ণ্+ড   

ণ্ট = ণ্+ট                  

হ্ণ = হ্+ণ                  

স্হ = স্+থ                       

ক্ষ্ণ = ক্+ষ্+ণ              

হ্ম = হ্+ম 

ঞ্ছ =ঞ্ +ছ                 

ত্থ = ত্+থ                  

ঙ্ক = ঙ্+ক                         

ষ্ণ = ষ্+ণ                     

ক্ত = ক্+ত   

ঙ্গ = ঙ্+গ                 

ক্ষ = ক্+ষ                 

ণ্ড = ণ্+ড                         

হ্ম = হ্+ম                     

ন্ট = ন্+ট

হ্ণ = হ্+ণ                    

হ্ন =হ্+ন                   

স্থ = স্+থ                              

ক্ষ্ণ = ক্+ষ্+ণ            

ন্তু = ন্+ত+উ  

ক্ষ্ম =ক্+ষ্+ম            

ক্র = ক্+র                  

ত্রু= ত্+র+উ                          

দ্ধ = দ্+ধ                     

ব্ধ = ব্+ধ

ক্য = ক্+য               

শ্র =শ্+র                     

র্ম = র্+ম                                 

গ্ন =গ্+ন                      

শ্ম =শ্+ম

জ্জ্ব = জ্+জ্+ব         

ত্ম= ত্+ম

 

 

কিছু বিশিষ্ট শব্দে‌র বর্ণবিশ্লেষণ_

 

রবীন্দ্রনাথ = র্+অ+ব্+ঈ+ন্+দ্+র্+অ+ন্+আ+থ্+অ

সুপ্রভাত = স্+উ+প্+র্+অ+ভ্+আ+ত্+অ

ঋত্বিক = ঋ+ত্+ব্+ই+ক্+অ

জ্ঞানচক্ষু= জ্+ঞ্+আ+ন্+অ+চ্+অ+ক্+ষ্+উ

শ্রীকৃষ্ণ = শ্+র্+ঈ+ক্+ঋ+ষ্+ণ্+অ

ব‍্যবস্থা =ব্+য্+অ+ব্+অ+স্+থ্+আ

প্রত‍্যাহার = প্+র্+অ+ত্+য্+আ+হ্+আ+র্+অ

প্রজ্ঞানন্দ = প্+র্+অ+জ্+ঞ্+আ+ন্+অ+ন্+দ্+অ

কর্তৃপক্ষ = ক্+অ+র্+ত্+ঋ+প্+অ+ক্+ষ্+অ

লক্ষ্য = ল্+অ+ক্+ষ্+য্+অ

সংস্কার = স্+অং+স্+ক্+আ+র্+অ

দুঃশলা =দ্+উঃ+শ্+অ+ল্+আ

মৃৎশিল্পী = ম্+ঋ+ত্(ৎ)+শ্+ই+ল্+প্+ঈ

বৈষ্ণব = ব্+ঐ+ষ্+ণ্+অ+ব্+অ

ব্রহ্মাণ্ড = ব্+র্+অ+হ্+ম্+আ+ণ্+ড্+অ

নিঃস্বার্থ = ন্+ইঃ+স্+ব্+আ+র্+থ্+অ

অংশীদার = অ+ং+শ্+ঈ+দ্+আ+র্ (+অ)

অকপটচিত্ত = অ+ক্+অ+প্+অ+ট্+অ+চ্+ই+ত্+ত্+অ

অপরাহ্ণ = অ+প্+অ+র্+আ+হ্+ণ্+অ

অনেকক্ষণ = অ+ন্+এ+ক্+অ+ক্+ষ্+অ+ণ্ (+অ)

অনিন্দ্য = অ+ন্+ই+ন্+দ্+য্+অ

অন্যরকম = অ+ন্+য্+অ+র্+অ+ক্+অ+ম্ (+অ)

অচিন্ত্যনীয়= অ+চ্+ই+ন্+ত্+য্+অ+ন্+ঈ+য়্+অ

অপেক্ষাকৃত = অ+প্+এ+ক্+ষ্+আ+ক্+ঋ+ত্+অ 

আকাঙ্ক্ষা = আ+ক্+আ+ঙ্+ক্+ষ্+আ

আশ্চর্য = আ+শ্+চ্+অ+র্+য্+অ

আশ্বিন = আ+শ্+ব্+ই+ন্ (+অ)  

উজ্জ্বল = উ+জ্+জ্+ব্+অ+ল্ (+অ)

উদাহরণ = উ+দ্+আ+হ্+অ+র্+অ+ণ্ (+অ) 

উদীয়মান = উ+দ্+ঈ+য়্+অ+ম্+আ+ন্ (+অ)

ঊর্ধ্ব = ঊ+র্+ধ্+ব্+অ

ঋত্বিক = ঋ+ত্+ব্+ই+ক্ (+অ)

ঐশ্বর্য = ঐ+শ্+ব্+অ+র্+য্+অ 

কর্তৃপক্ষ = ক্+অ+র্+ত্+ঋ+প্+অ+ক্+ষ্+অ

কল্যাণ = ক্+অ+ল্+য্+আ+ণ্ (+অ)

কৃষক = ক্+ঋ+ষ্+অ+ক্ (+অ)

ক্রমাগত = ক্+র্+অ+ম্+আ+গ্+অ+ত্+অ

ক্ষমা = ক্+ষ্+অ+ম্+আ

খরগোশ = খ্+অ+র্+অ+গ+ও+শ্ (+অ)

খেলোয়াড়সুলভ = খ্+এ+ল্+ও+য়্+আ+ড়্+অ+স্+উ+ল্+অ+ভ্ (+অ)

গ্রহণযোগ্য = গ্+র্+অ+হ্+অ+ণ্+অ+য্+ও+গ্+য্+অ   

গ্রহান্তর = গ্+র্+অ+হ্+আ+ন্+ত্+অ+র্ (+অ)   

ঘর্ষণ = ঘ্+অ+র্+ষ্+অ+ণ্ (+অ)  

ঘণ্টা = ঘ্+অ+ণ্+ট্+আ

চন্দনশোভিত = চ্+অ+ন্+দ্+অ+ন্+অ+শ্+ও+ভ্+ই+ত্+অ

চমৎকার = চ্+অ+ম্+অ+ত্+ক্+আ+র্ (+অ) 

চাঁদ = চ্+ঁ+আ +দ্ (+অ) 

ছোটখাটো = ছ্+ও+ট্+অ+খ্+আ+ট্+ও

ছিঁচকাঁদুনে = ছ্+ঁ+ই+চ্+অ+ক্+ঁ +আ+দ্+উ+ন্+এ

জঙ্গল = জ্+অ+ঙ্+গ্+অ+ল্ (+অ)

জ্ঞানচক্ষু= জ্+ঞ্+আ+ন্+অ+চ্+অ+ক্+ষ্+উ  

ঝাড়ুদার = ঝ্+আ+ড়্+উ+দ্+আ+র্ (+অ)

টঙ্কার = ট্+অ+ঙ্+ক্+আ+র্ (+অ)

ঠাণ্ডা = ঠ্+আ+ণ্+ড্+আ

ডানপিটে = ড্+আ+ন্+অ+প্+ই+ট্+এ

তৃষ্ণার্ত = ত্+ঋ+ষ্+ণ্+আ+র্+ত্+অ   

তেপান্তর = ত্+এ+প্+আ+ন্+ত্+অ+র্ (+অ)  

থুত্থুড়ে = থ্+উ+ত্+থ্+উ+ড়্+এ

দুঃসাহসিক =দ্+উ+ঃ+স্+আ+হ্+অ+স্+ই+ক্ (+অ)

ধন্যবাদ = ধ্+অ+ন্+য্+অ+ব্+আ+দ্ (+অ)

নিঃস্বার্থ = ন্+ই+ঃ+স্+ব্+আ+র্+থ্+অ   

নৃতাত্ত্বিক = ন্+ঋ+ত্+আ+ত্+ত্+ব্+ই+ক্ (+অ)

নৌকো = ন্+ঔ+ক্+ও

পরিব্রাজক = প্+অ+র্+ই+ব্+র্+আ+জ্+অ+ক্ (+অ)

পরিষ্কার = প্+অ+র্+ই+ষ্+ক্+আ+র্ (+অ)

পরীক্ষা = প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ

প্রজাপতি = প্+র্+অ+জ্+আ+প্+অ+ত্+ই

প্রোজ্জ্বল= প্+র্+ও+জ্+জ্+ব্+অ+ল্ (+অ)

প্রত‍্যাহার = প্+র্+অ+ত্+য্+আ+হ্+আ+র্ (+অ)

প্রাণপণ = প্+র্+আ+ণ্+অ+প্+অ+ণ্ (+অ)

প্রয়োজন = প্+র্+অ+য়্+ও+জ্+অ+ন্ (+অ)

বঙ্কিমচন্দ্র = ব্+অ+ঙ্+ক্+ই+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ

বহ্ন্যুৎসব = ব্+অ+হ্+ন্+য্+উ+ৎ+স্+অ+ব্ (+অ)

বিজ্ঞাপন = ব্+ই+জ্+ঞ্+আ+প্+অ+ন্ (+অ)

বিদ্যালয় = ব্+ই+দ্+য্+আ+ল্+অ+য়্ (+আ)

বিশ্বাস = ব্+ই+শ্+ব্+আ+স্ (+অ)

বৈষ্ণব= ব্+ঐ+ষ্+ণ্+অ+ব্ (+অ)।  

ব্রহ্মাণ্ড= ব্+র্+অ+হ্+ম্+আ+ণ্+ড্+অ। 

ব্রাত্য = ব্+র্+আ+ত্+য্+অ   

ব‍্যবস্থাপনা = ব্+য্+অ+ব্+অ+স্+থ্+আ+প্+অ+ন্+আ

ভণ্ডামি =ভ্+অ+ণ্+ড্+আ+ম্+ই  

ভয়ানক = ভ্+অ+য়্+আ+ন্+অ+ক্ (+অ)   

ভীষণ = ভ্+ঈ+ষ্+অ+ণ্ (+অ)   

মন্দির = ম্+অ+ন্+দ্+ই+র্ (+অ)   

মর্ত্যবাসী= ম্+অ+র্+ত্+য্+অ+ব্+আ+স্+ঈ

মৃৎশিল্পী = ম্+ঋ+ৎ+শ্+ই+ল্+প্+ঈ।   

মৌমাছি = ম্+ঔ+ম্+আ+ছ্+ই

রবীন্দ্রনাথ = র্+অ+ব্+ঈ+ন্+দ্+র্+অ+ন্+আ+থ্ (+অ)।   

রাজপুত্র = র্+আ+জ্+অ+প্+উ+ত্+র্+অ   

রামচন্দ্র = র্+আ+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ  

ললিতকলা = ল্+অ+ল্+ই+ত্+অ+ক্+অ+ল্+আ

লক্ষ্মীছাড়া= ল্+অ+ক্+ষ্+ম্+ঈ+ছ্+আ+ড়+আ

লক্ষ্য = ল্+অ+ক্+ষ্+য্+অ

শিক্ষকসমাজ = শ্+ই+ক্+ষ্+অ+ক্+অ+স্+অ+ম্+আ+জ্ (+অ)

শ্রীকৃষ্ণ = শ্+র্+ঈ+ক্+ঋ+ষ্+ণ্+অ। 

শিক্ষার্থী = শ্+ই+ক্+ষ্+আ+র্+থ্+ঈ

শ্বাসমূল = শ্+ব্+আ+স্+অ+ম্+ঊ+ল্ (+অ)

শ্মশান = শ্+ম্+অ+শ্+আ+ন্ (+অ)

শৃঙ্খল = শ্+ঋ+ঙ্+খ্+অ+ল্ (+অ)

শৃঙ্গধ্বনি = শ্+ঋ+ঙ্+গ্+অ+ধ্+ব্+অ+ন্+ই

সন্ধে = স্+অ+ন্+ধ্+এ

সংস্কার = স্+অ+ং+স্+ক্+আ+র্ (+অ) 

স্নেহশীল = স্+ন্+এ+হ্+অ+শ্+ঈ+ল্ (+অ)

স্নেহার্দ্র = স্+ন্+এ+হ্+আ+র্+দ্+র্+অ

স্মারকগ্রন্থ = স্+ম্+আ+র্+অ+ক্+অ+গ্+র্+অ+ন্+থ্+অ

সুপ্রভাত = স্+উ+প্+র্+অ+ভ্+আ+ত্ (+অ)।   

সান্ত্বনা= স্+আ+ন্+ত্+ব্+অ+ন্+আ

সহিষ্ণুতা= স্+অ+হ+ই+ষ্+ণ্+উ+ত্+আ

সৃষ্টিকর্তা= স্+ঋ+ষ্+ট্+ই+ক্+অ+র্+ত্+আ  

স্বাক্ষরকারী = স্+ব্+আ+ক্+ষ্+অ+র্+অ+ক্+আ+র্+ঈ

স্বাধীনতা = স্+ব্+আ+ধ্+ঈ+ন্+অ+ত্+আ

স্বাগতম = স্+ব্+আ+গ্+অ+ত্+অ+ম্ (+অ)

স্বাচ্ছন্দ্য = স্+ব্+আ+চ্+ছ্+অ+ন্+দ্+য্+অ

হরীতকী = হ্+অ+র্+ঈ+ত্+অ+ক্+ঈ

হরিসংকীর্তন= হ্+অ+র্+ই+স্+অ+ং+ক্+ঈ+র্+ত্+অ+ন্ (+অ)

হরিদ্রা = হ্+অ+র্+ই+দ্+র্+আ