HEADER ADDS

স্বরসন্ধি ।। স্বরসন্ধির সূত্র , উদাহরণ

স্বরসন্ধি :

স্বরধ্বনি বা স্বরবর্ণের  সঙ্গে স্বরধ্বনি বা স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে।

 

স্বরসন্ধির সূত্র :

 

সূত্র ১:  '' -কার বা '' -কারের  -এর পর  '' -কার বা ''-কার  থাকলে উভয়ে  মিলে ''-কার  হয়। ‘আ’ পূর্ব বর্ণে যুক্ত হয় ।

 

অ + অ = আ

রোষ + অনল = রোষানল                

 স্থান + অন্তর =স্থানান্তর          

 দেশ +অন্তর = দেশান্তর                     

যুগ + অন্তর = যুগান্তর                     

সিদ্ধ + অন্ত = সিদ্ধান্ত              

পার + অবার = পারাবার            

ধর্ম + অধর্ম = ধর্মাধর্ম                      

শুভ + অশুভ = শুভাশুভ           

চরণ + অমৃত = চরণামৃত                 

পুষ্প + অঞ্জলি = পুষ্পাঞ্জলি                

পুষ্প + অর্ঘ্য = পুষ্পার্ঘ্য            

 জ্ঞান + অতীত = জ্ঞানাতীত           

দেহ + অতীত = দেহাতীত             

 প্রমাণ + অতীত = প্রমাণাতীত      

 সন্দেহ + অতীত = সন্দেহাতীত         

 মত + অনৈক্য = মতানৈক্য              

সম + অর্থক = সমার্থক              

নব + অনুরাগ = নবানুরাগ         

নর + অধম = নরাধম                     

 মানব + অধিকার = মানবাধিকার   

উত্তর +অধিকার = উত্তরাধিকার         

শরণ + অর্থী = শরণার্থী                     

পরম + অণু= পরমাণু                

জীব + অণু = জীবাণু

নব + অন্ন = নবান্ন                            

 সূর্য + অস্ত = সূর্যাস্ত               

 স্ব + অক্ষর = স্বাক্ষর                         

স্ব+ অধীন = স্বাধীন                           

স্ব+ অধীনতা = স্বাধীনতা         

 হিম + অচল = হিমাচল            

বিন্ধ‍্য + অচল = বিন্ধ‍্যাচল                  

 চর + অচর  = চরাচর               

মোহ + অন্ধ = মোহান্ধ                      

সর্বস্ব + অন্ত = সর্বস্বান্ত                    

 চিত্র + অর্পিত = চিত্রার্পিত         

 নাম + অঙ্কিত = নামাঙ্কিত        

রাম + অয়ন = রামায়ণ                    

 অপর +অহ্ন = অপরাহ্ণ             

পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ                         

 সিত + অসিত = সিতাসিত             

 হিত + অহিত = হিতাহিত           

সুর + অসুর = সুরাসুর                

 

 

 আরও পড়ুন - নিপাতনে সন্ধি 

 

অ + আ = আ

দেব + আলয় = দেবালয়

হিম + আলয় = হিমালয়

সিংহ + আসন = সিংহাসন 

শরণ + আগত = শরণাগত 

পদ + আঘাত = পদাঘাত 

ক্রম + আগত = ক্রমাগত 

সম + আগম = সমাগম

জল+ আশয় = জলাশয় 

জল + আতঙ্ক = জলাতঙ্ক 

তুষার + আবৃত = তুষারাবৃত

প্রেম + আস্পদ = প্রেমাস্পদ

বিবেক + আনন্দ = বিবেকানন্দ

নিত‍্য + আনন্দ = নিত‍্যানন্দ

স্নান + আগার = স্নানাগার

কোষ + আগার = কোষাগার

ধ্বংস + আত্মক = ধ্বংসাত্মক

শ্লেষ + আত্মক = শ্লেষাত্মক

চিত্ত + আকর্ষক = চিত্তাকর্ষক

গত +আয়াত = গতায়াত

ধ্যান + আসীন = ধ্যানাসীন

দেব + আশ্রিত = দেবাশ্রিত

দেব + আহুতি = দেবাহুতি

স্নেহ + আশিস = স্নেহাশিস

শুভ + আশিস = শুভাশিস

হিত + আকাঙ্ক্ষী = হিতাকাঙ্ক্ষী

পদ্ম + আসন = পদ্মাসন

দৈব + আদেশ = দৈবাদেশ

সূর্য + আলোক = সূর্যালোক

চন্দ্র + আলোক = চন্দ্রালোক

চন্দ্র + আতপ = চন্দ্রাতপ

 শয়ন + আগার = শয়নাগার

যজ্ঞ + আগার = যজ্ঞাগার

সর্ব + আধুনিক = সর্বাধুনিক 

চির + আচরিত = চিরাচরিত 

পরম + আশ্চর্য = পরমাশ্চর্য 

পরম + আনন্দ = পরমানন্দ

প্রেম + আবেশ = প্রেমাবেশ

শোক + আবেগ = শোকাবেগ

স্নেহ + আর্দ্র = স্নেহার্দ্র

রত্ন + আকর = রত্নাকর

চরণ + আশ্রিত = চরণাশ্রিত

দেহ + আশ্রিত = দেহাশ্রিত

রস + আশ্রিত = রসাশ্রিত

জল + আধার = জলাধার

দূর + আগত = দূরাগত

 

 

আ + অ = আ

যথা + অর্থ = যথার্থ 

তথা + অপি = তথাপি 

পূজা + অর্চনা = পূজার্চনা 

বিদ্যা + অর্জন = বিদ্যার্জন 

কথা + অমৃত = কথামৃত 

আশা + অতিরিক্ত = আশাতিরিক্ত

শিক্ষা + অনুরাগ = শিক্ষানুরাগ

মায়া + অঞ্জন = মায়াঞ্জন

বেদনা + অনুভূতি = বেদনানুভূতি

দ্বারকা + অধীশ‌ = দ্বারকাধীশ

ধারণা + অতীত = ধারণাতীত

মুক্তা + অধিক = মুক্তাধিক

আশা + অতীত = আশাতীত

কথা + অমৃত = কথামৃত

শিক্ষা + অনুরাগী = শিক্ষানুরাগী

ঈর্ষা + অন্বিত = ঈর্ষান্বিত

রাজা + অনুজ = রাজানুজ

তন্দ্রা + অভিভূত =  তন্দ্রাভিভূত

দয়া + অর্ণব = দয়ার্ণব

পূজা + অবকাশ = পূজাবকাশ

চূড়া + অন্ত = চূড়ান্ত

বিদ্যা + অভ্যাস = বিদ্যাভ্যাস 

শ্রদ্ধা + অঞ্জলি = শ্রদ্ধাঞ্জলি 

মহা + অরণ্য = মহারণ্য 

মহা + অর্ঘ = মহার্ঘ 

শ্রদ্ধা + অর্ঘ্য = শ্রদ্ধার্ঘ্য

সুধা + অমৃত = সুধামৃত

সুধা + অর্ণব = সুধার্ণব

চূড়া + অন্ত = চূড়ান্ত

মহিমা + অন্বিত = মহিমান্বিত

চিন্তা + অন্বিত = চিন্তান্বিত

ঈর্ষা + অন্বিত = ঈর্ষান্বিত

ভাষা + অন্তর = ভাষান্তর

 

 

আ + আ = আ

বিদ্যা + আয়তন = বিদ্যায়তন

মহা + আনন্দ = মহানন্দ 

দয়া + আর্দ্র = দয়ার্দ্র 

ভাষা + আচার্য = ভাষাচার্য 

নিদ্রা + আচ্ছন্ন = নিদ্রাচ্ছন্ন

জ্যোৎস্না + আলোক = জ্যোৎস্নালোক 

ছায়া + আশ্রিত = ছায়াশ্রিত 

তন্দ্রা + আচ্ছন্ন = তন্দ্রাচ্ছন্ন

পূজা + আহ্নিক = পূজাহ্নিক

সন্ধ্যা + আহ্নিক = সন্ধ্যাহ্নিক

প্রথা + আগত = প্রথাগত 

ব্যথা + আহত = ব্যথাহত 

ব্যথা আতুর = ব্যথাতুর 

ক্ষুধা + আতুর = ক্ষুধাতুর

সদা + আনন্দ = সদানন্দ 

মহা + আকাশ = মহাকাশ 

বিদ্যা + আলয়  = বিদ্যালয়

তন্দ্রা + আবেশ = তন্দ্রাবেশ

প্রতিজ্ঞা + আবদ্ধ = প্রতিজ্ঞাবদ্ধ

সন্ধ্যা + আরতি = সন্ধ্যারতি

চিন্তা + আবিষ্ট = চিন্তাবিষ্ট

কমলা + আলয় =কমলালয়

মাত্রা + আধিক্য = মাত্রাধিক্য

কল্পনা + আলোক = কল্পনালোক 

মহা + আত্মা = মহাত্মা 

মহা + সাগর = মহাসাগর 

মহা + আশয় = মহাশয় 

মহা + আলয়া = মহালয়া

কারা + আগার = কারাগার 

 


সূত্র ২ :  ''-কার বা ''-কারের এর সঙ্গে ''-কার বা ''-কার যুক্ত হ'লে দুয়ে মিলে ঈ-কার হয় । ‘ঈ’ পূর্বে বর্ণে যুক্ত হয় ।

 ই+ই=ঈ

রবি + ইন্দ্র= রবীন্দ্র 

মণি + ইন্দ্র = মণীন্দ্র

গিরি + ইন্দ্র =গিরীন্দ্র 

অতি + ইত = অতীত 

অতি + ইব = অতীব

অতি + ইন্দ্রীয় = অতীন্দ্রিয

অভি + ইষ্ট = অভীষ্ট 

     ই+ঈ=ঈ

পরি + ঈক্ষা = পরীক্ষা

অভি + ঈক্ষা= অভীক্ষা

প্রতি + ঈক্ষা = প্রতীক্ষা

গিরি + ঈশ= গিরীশ (হিমালয়)

ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ 

কবি + ঈশ = কবীশ 

অভি + ঈপ্সা = অভীপ্সা 

ঈ+ই =ঈ

মহী + ইন্দ্র = মহীন্দ্র

সতী+ইন্দ্র = সতীন্দ্র

শচী + ইন্দ্র = শচীন্দ্র 

সুধী + ইন্দ্র = সুধীন্দ্র 

যোগী + ইন্দ্র = যোগীন্দ্র 

রথী + ইন্দ্র = রথীন্দ্র 

শম + ইন্দ্র = শমীন্দ্র

ঈ+ঈ=ঈ

সতী+ঈশ= সতীশ

শ্রী + ঈশ  = শ্রীশ

পৃথ্বী + ঈশ = পৃথ্বীশ

নারী + ঈশ্বর = নারীশ্বর

কাশী + ঈশ্বর = কাশীশ্বর

মহী + ঈশ্বর = মহীশ্বর

ফণী + ঈশ্বর = ফণীশ্বর

 

সূত্র ৩ :  ''কার বা ''কারের -এর সঙ্গে ''কার বা ''কার যুক্ত হ'লে দুয়ে মিলে ঊ-কার হয়। ‘ঊ’ পুর্বে বর্ণে যুক্ত হয়

 

উ + উ = ঊ

মরু + উদ্যান = মরূদ্যান 

কটু + উক্তি = কটূক্তি

সু + উক্ত = সূক্ত 

সু + উক্তি = সূক্তি

উ + ঊ = ঊ

লঘু  + ঊর্মি = লঘূর্মি 

সরযু + ঊর্মি = সরযূর্মি

তরু + ঊর্ধ্ব = তরূর্ধ্ব 

তনু + ঊর্ধ্ব  = তনূর্ধ্ব 

ঊ + উ = ঊ

বধূ + উক্তি = বধূক্তি 

বধূ + উদয় = বধূদয় 

ভূ + উত্থিত = ভূত্থিত

বধূ + উৎসব = বধূৎসব 

 

ঊ + ঊ = ঊ

তনূ + ঊন = তনূন

ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব

সরযূ + ঊর্মি = সরযূর্মি 

 

 

সূত্র ৪ : ''কার বা ''কারের-এর সঙ্গে ''কার বা ''কার  যুক্ত হ'লে দুয়ে মিলে এ-কার  হয়।

  অ/আ + ই/ঈ = এ

অ+ই = এ

দর্শন + ইন্দ্রিয় = দর্শনেন্দ্রিয়

জিত + ইন্দ্রিয় = জিতেন্দ্রিয়

রাম + ইন্দ্র = রামেন্দ্র

দেব + ইন্দ্র = দেবেন্দ্র

মানব + ইন্দ্র = মানবেন্দ্র

মানব + ইতর = মানবেতর

শুভ  + ইচ্ছা = শুভেচ্ছা 

স্ব + ইচ্ছা = স্বেচ্ছা

নর + ইন্দ্র = নরেন্দ্র 

আ+ই =এ

রমা + ইন্দ্র = রমেন্দ্র 

মহা + ইন্দ্র = মহেন্দ্র 

যথা + ইষ্ট = যথেষ্ট 

রসনা + ইন্দ্রিয় =রসনেন্দ্রিয়

শোভা + ইন্দ্র  =শোভেন্দ্র

অ+ঈ =এ

রাজ্য  + ঈশ্বর = রাজ্যেশ্বর

প্রাণ + ঈশ = প্রাণেশ

নর + ঈশ  = নরেশ

দিন+ঈশ = দিনেশ

দীন+ঈশ = দীনেশ

ভব  + ঈশ = ভবেশ

অপ + ঈক্ষা = অপেক্ষা

দেব + ঈশ = দেবেশ

গণ + ঈশ = গণেশ

পরম + ঈশ্বর = পরমেশ্বর

সিদ্ধ  + ঈশ্বরী = সিদ্ধেশ্বরী

অখিল  + ঈশ = অখিলেশ 

ভুবন  + ঈশ্বর = ভুবনেশ্বর

 

আ+ঈ = এ

লঙ্কা + ঈশ্বর = লঙ্কেশ্বর 

রমা + ঈশ = রমেশ

মহা + ঈশ = মহেশ 

মহা + ঈশ্বর = মহেশ্বর 

উমা + ঈশ = উমেশ

দ্বারকা + ঈশ্বর = দ্বারকেশ্বর

ঢাকা + ঈশ্বরী =ঢাকেশ্বরী

 

সূত্র ৫ : ''কার বা ''কারের -এর সঙ্গে ''কার  বা ''কার যুক্ত হলে দুয়ে মিলে ও-কার  হয়। ও-কার পূর্ব বর্ণে যুক্ত হয় ।

অ/আ + উ/ঊ = ও

অ + উ = ও

সূর্য + উদয় = সূর্যোদয়

নর  + উত্তম = নরোত্তম

পর + উপকার = পরোপকার

বোধ + উদয় = বোধোদয়

সহ  + উদর = সহোদর 

মাঘ + উৎসব = মাঘোৎসব 

 

আ + উ = ও

দুর্গা + উৎসব  = দুর্গোৎসব 

গঙ্গা + উদক = গঙ্গোদক 

যথা + উচিত = যথোচিত 

কথা + উপকথন = কথোপকথন

যথা + উপযুক্ত = যথোপযুক্ত 

অ + ঊ = ও

কাল + ঊর্ধ্ব = কালোর্ধ্ব

চল + ঊর্মি = চলোর্মি

পর্বত + ঊর্ধ্ব = পর্বতোর্ধ্ব

চঞ্চল + ঊর্মি = চঞ্চলোর্মি 

আ + ঊ = ও

মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব

গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি 

মহা + ঊর্মি = মহোর্মি 

 

 

সূত্র ৬ : '' বা ''-এর সঙ্গে ঋ যুক্ত হলে উভয়ে মিলে 'অর্' হয়।

 অ/আ + ঋ = অর্

 অ+ঋ=অর্

দেব + ঋষি = দেবর্ষি

উত্তম + ঋণ = উত্তমর্ণ

অধম + ঋণ = অধমর্ণ

 আ+ঋ=অর্

মহা + ঋষি = মহর্ষি

রাজা + ঋষি = রাজর্ষি

মহা + ঋষভ = মহর্ষভ

 

 

‘অ’-এর পরবর্তী   'ঋত' শব্দের ক্ষেত্রে 'অর্' না হয়ে 'আর্' হয়।

 

ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত

পিপাসা + ঋত = পিপাসার্ত

শীত + ঋত = শীতার্ত

বেদনা + ঋত = বেদনার্ত 

ব্যথা + ঋত = ব্যথার্ত

তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত

শোক + ঋত = শোকার্ত

স্নেহ + ঋত = স্নেহার্ত

 

 

সূত্র ৭ : ''কার বা ''কারের -এর সঙ্গে ''কার বা ''কার যুক্ত হলে উভয়ে মিলে ঐ-কার  হয়। ঐ- কার পূর্ব বর্ণে যুক্ত হয় ।

অ/আ + এ/ঐ = ঐ

 অ+এ=ঐ

জন + এক = জনৈক

হিত + এষী = হিতৈষী

হিত + এষণা = হিতৈষণা

সর্ব + এব = সর্বৈব 

আ+এ=ঐ

তথা + এব = তথৈব

তথা + এবচ = তথৈবচ

 

অ+ঐ=ঐ

মত+ঐক্য =মতৈক্য 

পরম +ঐশ্বর্য =পরমৈশ্বর্য

আ+ঐ=ঐ

মহা + ঐক্য = মহৈক্য

মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য

মহা + ঐরাবত =মহৈরাবত

 

 

 

সূত্র ৮ : ''কার বা ''কারের -এর সঙ্গে ''কার বা ''কার যুক্ত হলে উভয়ে মিলে ''কার হয়।

অ/আ + ও/ঔ = ঔ

 

অ+ও=ঔ

জল + ওকা  =জলৌকা

বন + ওষধি = বনৌষধি

আ+ও=ঔ

মহা + ওষধি = মহৌষধি

 

অ+ঔ=ঔ

পরম + ঔষধ = পরমৌষধ

চিত্ত + ঔদার্য =চিত্তৌদার্য

 

আ+ঔ=ঔ

মহা + ঔষধ = মহৌষধ

মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য 

 

 

সূত্র ৯ : '' বা ''-এর সঙ্গে '' বা '' ছাড়া অন‍্য স্বর যুক্ত হলে '' বা ''  য-ফলায় পরিণত হয় । য-ফলা পূর্ব বর্ণে যুক্ত হয়।

ই/ঈ + অন‍্য স্বর =  য-ফলা

 

 

ই + অ =      পরি + আপ্ত = পর্যাপ্ত 

                  পরি + অবেক্ষণ = পর্যবেক্ষণ 

                   অতি+অন্ত = অত্যন্ত

                  অতি+অল্প = অত্যল্প 

                  আদি + অন্ত = আদ‍্যন্ত

ই + আ = 

         

           বি + আধি = ব্যাধি 

           বি+আহত = ব‍্যাহত

          পরি + আলোচনা = পর্যালোচনা

           অতি + আচার = অত্যাচার 

          প্রতি+আশা = প্রত‍্যাশা

          প্রতি + আদেশ = প্রত‍্যাদেশ

 

ই + উ = 

             অভি + উদয় = অভ্যুদয়

             অধি + উষিত =অধ্যুষিত 

             প্রতি +উক্তি = প্রত্যুক্তি

             পরি + উদস্ত =পর্যুদস্ত

ই + ঊ = 

           প্রতি + ঊষ = প্রত‍্যূষ

            নি + ঊন = ন্যূন

 

ই + এ = 

          প্রতি +এক =প্রত‍্যেক 

 

ই +ঐ=

          অতি +ঐশ্বর্য =অতৈশ্বর্য 

ঈ + অ =     

           নদী + অম্বু = নদ্যম্বু 

           মসি + আধার = মস্যাধার

 

 

 

সূত্র ১০ : ''কার বা ''কারের সঙ্গে ''কার বা ''কার ছাড়া অন‍্য স্বর যুক্ত হলে ''কার বা ''কার ব-ফলায়  পরিণত হয় ।

 উ/ঊ + অন‍্য স্বর =  ব-ফলা

উ+অ= ব

সু + অল্প = স্বল্প 

সু + অচ্ছ = স্বচ্ছ 

অনু + অয় = অন্বয়

মনু + অন্তর = মন্বন্তর

 

উ+আ=ব

সু + অস্তি = স্বস্তি

সু + আগত = স্বাগত

ধাতু + অবয়ব = ধাত্ববয়ব

মনু + আদি = মন্বাদি

পশু+ আচার = পশ্বাচার 

উ+ই/ঈ=ব

তনু + ঈ = তন্বী

গুরু + ঈ = গুর্বী

সাধু + ঈ = সাধ্বী

অনু+ ইত = অন্বিত

উ+এ=ব

অনু+ এষা = অন্বেষা

অনু + এষণ = অন্বেষণ

 

 

সূত্র ১১ : ''-এর পর ‘ঋ’ ভিন্ন  অন‍্য স্বর যুক্ত হলে ঋ -তে পরিণত হয়। 

 ঋ + অন‍্য স্বর =  র(র-ফলা)

পিতৃ + অর্থ = পিত্রর্থ

পিতৃ + অনুমতি = পিত্রানুমতি

মাতৃ + আদেশ = মাত্রাদেশ

মাতৃ + ইচ্ছা = মাত্রিচ্ছা

পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা

পিতৃ + আদেশ = পিত্রাদেশ

পিতৃ + আলয় = পিত্রালয়

 

 

সূত্র ১২ : এ-কার, ঐ-কার, ও-কার, ঔ-কারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে এ, , , ঔ যথাক্রমে অয়্, আয়্, অব্ এবং আব্ হয় ।

               

       

এ + অন‍্য স্বর =  অয়্    (এ > অয়)

 

শে + ইত = শয়িত

শে + অন = শয়ন

নে + অন = নয়ন

বে + অন =বয়ন

ঐ + অন‍্য স্বর = আয়্    (ঐ> আয়)

নৈ + ইকা = নায়িকা

নৈ + অক = নায়ক

শৈ + অক = শায়ক

গৈ + অক = গায়ক

ও + অন‍্য স্বর = অব্  (ও > অব্‌ )

পো + ইত্র = পবিত্র

পো +অন  = পবন

ভো + অন = ভবন 

গো + আদি = গবাদি

গো + এষণা = গবেষণা 

ঔ + অন‍্য স্বর = আব্   (ঔ > আব্‌)

পৌ + অন = পবন

স্তৌ + অক = স্তাবক

দ্রৌ + অক = দ্রাবক

নৌ + ইক = নাবিক

পৌ + অক = পাবক

ভৌ + উক =ভাবুক

 

 

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি :

'নি' মানে 'না' আর 'পাতন' মানে 'ক্ষেপন' বা 'ফেলা' । অর্থাৎ যে সমস্ত শব্দকে স্বরসন্ধির কোনো নিয়মের আওতায় ফেলা চলে না অথচ যেগুলি ব্যাকরণগতভাবে  সিদ্ধ তাদেরকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়।

 

যেমন— অন্য + অন্য =  অন্যোন্য [‘আ’ না হয়ে '']; কুল + অটা = কুলটা [‘আ’ না হয়ে ‘অ’]; সীমা (সীমন্) + অন্ত = সীমন্ত  [‘আ’ না

হয়ে ‘অ’]; মার্ত + অণ্ড = মার্তণ্ড [‘আ’ না হয়ে '']; সার + অঙ্গ = সারঙ্গ [‘আ’ না হয়ে ‘অ’]; স্ব + ঈর = স্বৈর [‘এ’ না হয়ে ‘ঐ’]; স্ব + ঈরিণী = স্বৈরিণী [‘এ’ না হয়ে ‘ঐ’]; বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ [‘ঔ’ না হয়ে ‘ও]; রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ [‘ঔ’ না হয়ে ‘ও’]; শুদ্ধ + ওদন = শুদ্ধোদন [‘ঔ’ না হয়ে ‘ও]; অক্ষ + ঊহিনী = অক্ষৌহিনী [‘ও’ না হয়ে '']; প্র + ঊঢ় = প্রৌঢ় ['' না হয়ে ঔ’]; প্র + এষণ = প্রেষণ [‘ঐ’ না হয়ে ‘এ’]; গো + অক্ষ = গবাক্ষ [‘অব্’ না হয়ে ‘অবা’]; গো + ইন্দ্ৰ = গবেন্দ্ৰ  [‘অবি’ না হয়ে ‘অবে’]