দেশি শব্দ কাকে বলে ? উদাহরণ দাও ।
আর্য জাতির আগমনের পূর্বেই
ভারতের অধিবাসীদের একটা বিরাট অংশ ভারতে এসেছিল । এদের মধ্যে দ্রাবিড়,অস্ট্রিক বা নিষাদ
গোষ্ঠীর ভাষা থেকে আগত শব্দগুলিকে দেশি শব্দ বলে । এককথায় বিভিন্ন অনার্য জাতির ভাষা
থেকে আগত শব্দ গুলিই দেশি শব্দ । যেমন- ঝাঁটা ,ঝুড়ি, কুলা,ডাগর,মুড়ি ,চিংড়ি,খোকা,ডিম,ডাহা,
পাঁঠা , তেঁতুল,বাবা , কুকুর,মুড়ি, ইত্যাদি ।
দেশি শব্দ মোটামুটি তিনরকম
- (১) অজ্ঞাতমূল (২) দ্রাবিড়মূল (৩)
অস্ট্রিকমূল
(১) অজ্ঞাতমূল : রিষড়া, নাড়াজোল,
জলপাইগুড়ি, বেতড় , কোপাই ,কাঁসাই ।
(২) দ্রাবিড় ভাষা-গোষ্ঠী - উলবৈ > উলু (খড়), পিল্লে > পিলে, কাল্ > খাল
বাংলায় ব্যবহৃত অনুকার শব্দ (হন্ হন্ শন্ শন্,
হৈ হৈ, ইত্যাদি এবং বিকার জাত শব্দ (বই টই, ঘোড়া-টোড়া ইত্যাদি) বহুল পরিমাণে দ্রাবিড়
ভাষা-গোষ্ঠীর রীতিকে অনুসরণ করে গঠিত।
(৩) অস্ট্রিক শ্রেণিভুক্ত - খড়, খুঁটি, ডাঙ্গা, ডিঙ্গি, পেট, খাড়ু, চাঙ্গা, ডালা, খোকা, খুকি, ডিম, চ্যাংড়া, চিংড়ি, কাতলা, ঢ্যাঙা, ডাব, ডোবা, ডাক, ডোল, ডাঁসা, ডাগর, ডাহা।
অন্যান্য শব্দ - তেঁতুল, দরমা, থোড়া, নাদা, পাঁঠা,
পেট, বাদুড়,
বাবা, বিটকেল, গাড়ি, কুলো, চাউল, ঝাঁকা, ঝাঁটা, ঝুলি, ঝোল,
টের, টোল,
বাদুড় ইত্যাদি।
২) শব্দ ভাণ্ডার