HEADER ADDS

ব্যাকরণ mcq SET - 1

ব্যাকরণ mcq

ব্যাকরণ প্র্যাক্টিস সেট 

১) অন্তঃস্থ – ব এর উচ্চারণ স্থান অনুযায়ী --

ক) ঔষ্ঠ্যবর্ণ                                  খ) কন্ঠৌষ্ঠ্যবর্ণ      

গ) কন্ঠতালব্যবর্ণ                           ঘ) দন্তৌষ্ঠ্যবর্ণ

২) ভবন  এর "ব"  হল -

ক) অন্তঃস্থ- ব                             খ)  বর্গীয় "ব "   

গ) উভয় ঠিক                               ঘ) কোনোটিই নয়

৩) ম - ফলাযুক্ত ব্যঞ্জনটি শব্দের প্রথমে থাকিলে ব্যঞ্জনটির --

ক) দ্বিত্ব হয়                                  খ) অনুনাসিক হয় 

গ) প্রায়ই ম্ - ধ্বনি অক্ষুন্ন থাকে        ঘ) ম- ধ্বনি মাঝে মাঝে লোপ পায়

৪) ঃ - সম্পর্কে কোন তথ্যটি সঠিক ??

ক) আশ্রয়স্থানভাগী বর্ণটি ঘোষধ্বনি হ - এর অঘোষ হয় ।

খ) পদান্তস্থিত বিসর্গ বাংলায় সাধারণত ও - কারের  মতো উচ্চারিত হয় ।

গ) শব্দ মধ্যে বিসর্গ থাকিলে উচ্চারণে পরবর্তী ব্যঞ্জনের দ্বিত্ব হয় ।

ঘ) সবগুলোই ঠিক।

৫) বর্ণের একই ধ্বনি হিসেবে উচ্চারিত হয়নি কোনটি ?

ক) ই, ঈ - ই                                খ) ঙ - ং

গ) ঞ -                                  ঘ) ক--গ

৬) বিলেতী > বিলিতী -- উদাহরণটির সঙ্গে নীচের কোন সূত্রটি প্রযোজ্য ?

ক) পরবর্তী ই- বর্ণের প্রভাবে পূর্ববর্তী আ - স্থানে ই-কার বা উ-কার বা এ - কার হয় ।

খ) পরবর্তী ই - বর্ণের প্রভাবে পূর্ববর্তী এ-কার ই-কার হয় ।

গ) পরবর্তী স্বর " আ " বা " এ" হইলে তাহার প্রভাবে পূর্ববর্তী ই-কার এ-কার হয় ।

ঘ) কোনোটিই নয়

৭) দুহত > দুগ্ধ - কী ধরনের ধ্বনিপরিবর্তন ঘটেছে?

ক) প্রগত সমীভবন                        খ) পরাগত সমীভবন

গ) অন্যোন্য সমীভবন                  ঘ) স্বরসঙ্গতি

৮) "উচ্ছ্বসিত" শব্দের সন্ধি বিচ্ছেদ হল --

ক) উদ্ + শ্বাসিত                          খ) উৎ + শ্বসিত

) উদ্ + শ্বসিত                           ঘ) উৎ + শ্বাসিত

৯) আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় নীচের কোন বিশেষ্য পদটিকে ভাববাচক বিশেষ্য বলেননি ?

ক) গুণবাচক                                খ) অবস্থাবাচক     

গ) ভাববাচক                                ঘ) ক্রিয়াবাচক

১০) সংযোগবাচক সর্বনামে ইতর প্রাণী সম্বন্ধে ব্যবহৃত হয় কোন সর্বনামটি

ক) যে যে                                    খ) যাঁহারা       

গ) যাঁহাকে                                  ঘ) যেগুলো

১১) " মাতৃহারা " শব্দটি হল -

ক) পুংলিঙ্গ                                  খ) স্ত্রীলিঙ্গ        

গ) ক্লীবলিঙ্গ                                 ঘ) উভয়লিঙ্গ

১২) নিত্য স্ত্রীলিঙ্গের দ্বারা উভয় লিঙ্গের প্রকাশ ঘটেছে নীচের কোন বাক্যটিতে ??

ক) দেবতার আশীর্বাদ কে না চায় ?

খ) অখিলবাবু মাতৃশ্রাদ্ধে দশহাজার কাঙালী বিদায় করিয়াছেন ।

গ) গাধার দুধ বসন্ত রোগে পরম উপকারী।

ঘ) টাকা দিলে টুকুরাম আপনাকে বাঘের দুধও এনে দিতে পারে ।

১৩) " তরুশাখা হতে লতাগুলি বাড়ায়ে পেলব বাহু শুধাইত পথটি আগুলি পুষ্পিত কুশলবাণী " -- " টি " পদাশ্রিত নির্দেশকের দ্বারা প্রকাশ পায় --

ক) আদর ও ক্ষুদ্রার্থে                   খ) অনাদর ও ব্যাপকার্থে

গ) অনাদর ও ক্ষুদ্রার্থে                     ঘ) আদর ও ব্যাপকার্থে

১৪) বসন্তেরে পরাস আকুলকরা আপন গলার বকুলমাল্য গাছা । ---- বাক্যটি

ক) একবচনের রূপে প্রকাশিত      খ) বহুবচনের রূপে প্রকাশিত

গ) উভয়ের ঠিক                            ঘ) কোনোটিই নয়

১৫) উত্তম পুরুষের স্থানে অহংকার প্রকাশ করতে নীচের কোন শব্দটি প্রয়োগ করা হয়??

ক) শর্মা                                     খ) বান্দা          

গ) অকিঞ্চন                                 ঘ) অধীন

১৬) মধ্যমপুরুষের সমাপিকা ক্রিয়ার কয়টি রূপ ?

ক) তিনটি                                   খ) চারটি             

গ) পাঁচটি                                     ঘ) দুটি

১৭) " মুক্তবেণী " পিঠের পরে লোটে । - " মুক্তবেণী"  কারক নির্ণয় করো?

ক) কর্মকারক                               খ) কর্তৃকারক       

গ) অপাদান                                 ঘ) অধিকরণ

১৮) " আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে । - " গুণে " ( চারিত্রিক উৎকর্ষে)  কারক নির্ণয় করো

ক) যন্ত্রাত্মক করণ                          খ) উপায়াত্মক করণ    

গ) বিষয়াধিকরণ                            ঘ) কর্মকারক

১৯) বুকভরানো ছবিটাকে সেলুলয়েডের ফিতেয় ধরে রাখ না কেন ?- " ফিতেয় " কোন কারক ?

ক) একদেশসূচক স্থানাধিকরণ      খ) ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ

গ) সামীপ্যসূচক স্থানাধিকরণ            ঘ) ভাবাধিকরণ 

২০) ট্রেজারিতে সেলামি দেবেন উনি ? - " ট্রেজারিতে " কোন কারক ?

ক) কর্মকারক                             খ) অধিকরণ কারক

গ) অপাদান কারক                         ঘ) কর্তৃকারক

২১) " নুকূলপ্রাপ্তি " - কী ধরনের বিশেষণ ?

ক) গুনবাচক বিশেষণ                  খ) অবস্থাবাচক বিশেষণ

গ) সংজ্ঞাবাচক বিশেষণ                  ঘ) বিধেয় বিশেষণ

২২) " বৈশাখের প্রশান্ত প্রভাত " - কী ধরনের বিশেষণ ব্যবহার করা হয়েছে?

ক) অব্যয়জাত বিশেষণ                   খ) কৃদন্ত বিশেষণ

গ) তদ্ধিতান্ত বিশেষণ                     ঘ) অবস্থাবাচক বিশেষণ

২৩) " সে আসি নমিল সাধুর চরণকমলে ।" -- বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক) মৌলিক ক্রিয়া                       খ) সাধিত ক্রিয়া 

গ) সংযোগমূলক ক্রিয়া                   ঘ) যৌগিক ক্রিয়া

২৪) কোনটি প্রযোজিকা ক্রিয়ায় দৃষ্টান্ত?

ক) বাঁচিবার তরে সমান যুঝি ।                      

খ) কুহরিছে বারে বারে ।

গ) ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়ে ।

ঘ) চিন্তারাশি ঘনায় ললাটে ।

২৫) কোনটি যৌগিক ক্রিয়া নয় ?

ক) পাহাড়টা ভিতরে ভিতরে এত ব্যথিয়ে উঠেছে ।

খ) কেন চেয়ে আছ গো মা মুখপানে ।

গ) ভিজে গেল মন ।

ঘ) মর্মে যবে মত্ত আশা সর্পসম ফোঁসে

২৬) সমাপিকা ক্রিয়ার সমকালীনতা বোঝাতে কোন বাক্যটি ব্যবহৃত হয়নি ?

ক) দাঁত থাকতে নির্বোধরা দাঁতের মর্যাদা বোঝে না ।

খ) ঠগ বাছতে গাঁ উজাড় ।

গ) এখনো বাবার সামনে দাঁড়াতে ভয় লাগে ।

ঘ) তিনি ভাষণ আরম্ভ করতেই সবাই চুপ করে গেল ।

২৭) অঙ্কটা ও কেমন করে , তাই দেখছিলাম    - ক্রিয়ার কাল নির্ণয় করো

ক) রূপে বর্তমান অর্থে অতীত       খ) রূপে বর্তমান অর্থে ভবিষ্যৎ

গ) রূপে অতীত অর্থে বর্তমান          ঘ) রূপে অতীত অর্থে ভবিষ্যৎ

২৮) সংযোজক ভাব রয়েছে নীচের কোন বাক্যটিতে?

ক) প্রাণে যে বেঁধেছে , এই ঢের ।

খ) ঠিকানাটা হারাস নে যেন ।

গ) দেশদ্রোহীদের সর্বনাশ হোক ।

ঘ) যদি লোভ জয় করতে পারো , সসাগরা বসুন্ধরা তোমার হবে।

২৯) "একে ঘোরা নিশীথিনী তায় প্রচন্ড ঝঞ্ঝা । "- বাক্যটিকে কোন ধরনের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

ক) হেতুবোধক                             খ) সংশয়সূচক  

গ) নিত্য সম্বন্ধী                           ঘ) ব্যতিরেকাত্মক

৩০) " ব্যক্তি নিরেপেক্ষ " - সমাস নির্ণয় করো?

ক) অধিকরণ তৎপুরুষ                    খ) অপাদান তৎপুরুষ

গ) সম্প্রদান তৎপুরুষ                     ঘ) করণ তৎপুরুষ

৩১) ধান্যদূর্বামুষ্টি "- সমাস নির্ণয় করো?

ক) মধ্যপদলোপী কর্মধারয়          খ) উপমান কর্মধারয়

গ) উপমিত কর্মধারয়                      ঘ) রূপক কর্মধারয়

৩২) ক্ষুদ্রতা অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয় কোনটি ??

ক) উপবিভাগ                              খ) প্রত্যঙ্গ        

গ) উপহার                                  ঘ) অনুগুণ

৩৩) "সম্মন্ধী " অর্থগত দিক দিয়ে কী ধরনের শব্দ ??

ক) যৌগিক শব্দ                            খ) রূঢ় বা রূঢ়ি   

গ) যোগরূঢ় শব্দ                         ঘ) মৌলিক শব্দ

৩৪) "প্রজাপতি" শব্দটির মূল অর্থ---

ক) উৎকর্ষ                                   খ) অপকর্ষ        

গ) সম্প্রসারণ                               ঘ) সংকোচন

৩৫) তৎসম শব্দ ও বাংলা প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি?

ক) একলা                                   খ) দীপালী        

গ) আকাশ- ভরা                           ঘ) গোলাপী

৩৬) দ্বিধা , ঈষদূনতা , মৃদুতা , অসম্পূর্ণতা অর্থে কোন বাক্যটির প্রয়োগ হয়েছে ?

ক) হাসি হাসি মুখে অতিথিদের স্বাগত জানালেন তিনি

খ) তাঁর খ্যাতির কথা মুখে মুখে ছড়িয়ে পড়েছিল ।

গ) অতটুকু ছেলের পেটে পেটে বুদ্ধি ।

ঘ) ঠিক ঠিক উত্তর দেবে ।

৩৭) যে সমস্ত রাজা ও বীরপুরুষ সভাস্থলে  উপস্থিত ছিলেন, তাহারা সকলেই লক্ষ্যভেদ অসমর্থ হইলেন । - কোন প্রকারের জটিল বাক্য?

ক) বিশেষ্য স্থানীয় অপ্রধান খন্ডবাক্য।

খ) বিশেষণ স্থানীয় অপ্রধান খন্ডবাক্য।

গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খন্ডবাক্য।

ঘ) অপ্রধান খণ্ডবাক্য নয়

৩৮) আমি জানি না - বিধু এখন কোথায় । - কোন শ্রেণীর জটিল বাক্য?

ক) বিশেষ্য স্থানীয় অপ্রধান খন্ডবাক্য।

খ) বিশেষণ স্থানীয় অপ্রধান খন্ডবাক্য।

গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খন্ডবাক্য।

ঘ) প্রধান খণ্ডবাক্য

৩৯) মুকুলিত জীবনের রেণুগুলি রয়েছে ছড়ানো ও পথের ধূলি পরে । ---- ক্রিয়ার কাল নির্ণয় করো?

ক) সাধারণ অতীত                        খ) পুরাঘটিত অতীত

গ) সাধারণ বর্তমান                         ঘ) পুরাঘটিত বর্তমান

৪০) জয়সিংহ আমার নিজের হাতে গড়া । - বাচ্য নির্ণয় করো?

ক) কর্তৃবাচ্য                                 খ) কর্মবাচ্য      

গ) ভাববাচ্য                                 ঘ) কর্মকর্তৃবাচ্য

৪১) মন্তব্য -

(i) সুবন্ত পদের পরবর্তী ধাতুর উত্তর ক্বিপ হয় ।

(ii) ক্বিপ এর সমস্তটাই ইৎ হয় ।

ক) শুদ্ধ , অশুদ্ধ                           খ) শুদ্ধ , শুদ্ধ    

গ) অশুদ্ধ, শুদ্ধ                             ঘ) অশুদ্ধ, অশুদ্ধ

৪২) "যৎ " প্রত্যয়ের অন্তর্গত নয় কোন শব্দটি ?

ক) ধ্যেয়                                     খ) বিচার্য          

গ) উপাদেয়                                 ঘ) নেয়

৪৩) শিল্পী বুঝাইলে নৃৎ , খন ও রনজ ধাতুর উত্তর কোন প্রত্যয় হয়?

ক) ণক                                       খ) যক               

গ) তৃচ                                        ঘ) তৃন

৪৪) পরে এসব কথা বলব , এখন নয় । - কোন শ্রেণীর বাচ্য?

ক) কর্তৃবাচ্য                               খ) কর্মবাচ্য         

গ) ভাববাচ্য                                 ঘ) কর্মকর্তৃবাচ্য  

৪৫) " বদ "   কী ধরনের উপসর্গ?

ক) ফারসী                                 খ) ইংরেজি      

গ) আরবি                                    ঘ) কোনোটিই নয়।

৪৬) বাক্যের অসমাপিকা অনেক সময় সূচিত করে –

ক) বিশেষ্যখণ্ডকে                       খ) ক্রিয়া বিশেষণ খণ্ডক

গ) বিশেষণ খণ্ডকে                        ঘ) কোনোটিই নয়

৪৭) সমাস নির্ণয় কর – গোঁজামিল

ক) কর্মধারয়                                ) তৎপুরুষ       

গ) বহুব্রীহি                                  ঘ) নিত্য  সমাস

৪৮) আমার এই পথ চলাতেই আনন্দ । - কারক নির্ণয় কর “আমার”

ক) সম্বন্ধ পদ                               খ) কর্মকারক 

গ) নিমিত্ত কারক                           ) কর্তৃ কারক

৪৯) তিনি এভাবে চলে যাবেন ভাবা যায়নি । - চিহ্নিত অংশটি -

) উপবাক্যীয় কর্তা                    খ) উপবাক্যীয় কর্ম

গ) বাক্যাংশ কর্তা                          ঘ) বাক্যাংশ কর্ম

৫০) তাঁর এ কথা আমাকে বলা হয়েছে । - চিহ্নিত অংশটি –

ক) গৌণ কর্ম                                খ) উদ্দেশ্য কর্ম     

গ) বিধেয় কর্ম                              ঘ) অক্ষুন্ন কর্ম

 

আরও পড়ুন  

মঙ্গলকাব্য ছোট প্রশ্নোত্তর 

স্কুল সার্ভিস কমিশনের প্রশ্ন - 

SSC BENGALI PASS - 2003

SLST BENGALI IX-X - 2016

SLST BENGALI XI-XII - 2016




ONLINE BENGALI SLST/PSC/MSC  CLASS

OFLINE BENGALI SLST CLASS

PDF NOTES

DAILY ONLINE MOCK TEST

SLST PREPERATION এর জন্য যোগাযোগ করতে  - ক্লিক কর