SLST BENGALI QUESTION - XI-XII -2016
SLST PREPERATION এর জন্য যোগাযোগ করতে - ক্লিক করুন
আরও দেখুন -
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2012
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2013
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2014
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2015
SSC BENGALI QUESTION XI -XII - 2016
এস. এল . এস. টি. একাদশ - দ্বাদশ - ২০১৬
1) ‘আফ্রিকা’ কবিতাটি আছে রবীন্দ্রনাথের –
(ক) পুত্রপুট কাব্যগ্রন্থে (খ)
শ্যমলী কাব্যগ্রন্থে
(গ) পুনশ্চ কাব্যগ্রন্থে (ঘ) শেষ সপ্তক কাব্যগ্রন্থে
2) 'কাজলা দিদি' কবিতার কবি–
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (গ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) যতীন্দ্রমোহন বাগচী। (ঘ) কাজী নজরুল ইসলাম
3) ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন—
(ক) বিদ্যাপতি (খ) চণ্ডীদাস
(গ) জ্ঞানদাস (ঘ)
গোবিন্দদাস
4) 'আমরা তো এতেই খুশি; বলো আর অধিক কে
চায়?
হেসে খেলে কষ্ট করে, আমাদের দিন চলে যায়' - কোন কবিতার
পংক্তি ?
(ক) মানুষের নামে (খ) জনমদুখিনী
(গ) নুন ঘ)
ঘর
5) ‘নানা বিদ্যার আয়োজন' লেখাটি আছে
রবীন্দ্রনাথের—
(ক) 'ছেলেবেলা' গ্রন্থে (খ) ‘আত্মপরিচয় গ্রন্থে
(গ) 'বিচিত্র প্রবন্ধ’ গ্রন্থে (ঘ) ‘জীবনস্মৃতি’ গ্রন্থে
6)‘তিন পাহাড়ের কোলে' কবিতার কবি?
(ক) প্রেমেন্দ্র মিত্র (খ) সমর সেন
গ) সুকুমার রায় (ঘ)
শক্তি চট্টোপাধ্যায়।
7) ‘এটি বড়ো সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায়
তিনদিকে বালির ঢিপি আর পাহাড়—জলও খুব গভীর। - যে বন্দরের
কথা বলা হয়েছে, সেটি হলো-
(ক) নেপলস্
(খ) সুয়েজ
(গ) মার্সাই
(ঘ) সিডনি
8) উৎপল কুমার বসুর পরিচিতি একজন—
(ক) গল্পকার হিসেবে (খ) কবি হিসেবে
(গ) নাট্যকার হিসেবে
(ঘ) গীতিকার হিসেবে
9) ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি কোন্
কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
(ক) এভাবে কাঁদে না (খ) জলপাই কাঠের এসরাজ
(গ) ধানক্ষেত থেকে (ঘ) গোপনে হিংসার কথা বলি
10) 'গোদান' উপন্যাসটির লেখক?
ক) প্রেম চন্দ (খ) গোপীনাথ মহান্তি
(গ) অমৃতা প্রীতম (ঘ) বিজয় তেন্ডুলকার
11) ‘আমি কালি-খেকো কলমের ভক্ত বটে, কিন্তু
তাই বলে ফাউন্টেন পেন বা বল-পেনের সঙ্গে আমার কোনও বিবাদ নেই।'— এই মন্তব্য যাঁর তিনি হলেন—
(ক) বুদ্ধদেব বসু (খ) শ্রীপান্থ
(গ) সুনীল গঙ্গোপাধ্যায় (ঘ) শঙ্খ ঘোষ
12) ‘বারো ঘর এক উঠোন' উপন্যাসের রচয়িতা—
(ক) জ্যোতিরিন্দ্র নন্দী (খ) নরেন্দ্রনাথ মিত্র
13) ‘বিভাব' নাটকটির রচয়িতা-
(ক) বিজন ভট্টাচার্য খ)
মনোজ মিত্র
(গ) শম্ভু মিত্র (ঘ) এদের কেউ নন
14) ‘শিক্ষার সার্কাস' কবিতাটির অনুবাদক —
(ক) সুনীল গঙ্গোপাধ্যায় (খ) উৎপল কুমার বসু।
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) শক্তি চট্টোপাধ্যায়
15) ‘ইন্দ্ৰনাথ ও শ্রীকান্ত’ পাঠ্যাংশে নিবিড় নিশীথে কোন্
বাগানের সামনে বনপথ দিয়ে যাত্রার কথা আছে?
(ক) বাঁশবাগান
(খ) হালদার বাগান
(গ) গোঁসাই বাগান (ঘ) চালতাবাগান
16) ‘কোনি' উপন্যাসের একেবারে সূচনায় যে
ব্রত অনুষ্ঠানের বর্ণনা আছে, তা হলো-
(ক) বারুণী (খ) পুণ্যি পুকুর
(গ) ভাদু
(ঘ) টুসু
17) শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন?
(ক) ওলন্দাজরা
(খ) ইংরেজরা
(গ) ফরাসিরা (ঘ) দিনেমাররা
18) অক্ষয়চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কী বিশেষণ প্রয়োগ
করেছেন?
(ক) বদমেজাজি
(খ) খামখেয়ালি
(গ) গোবেচারা (খ) খামখেয়ালি
19) ‘পাহাড়ের বুকে রাবণের চিতা' কোথায়
দেখেছিলেন লেখক?
(ক) পোর্ট সৈয়দ-এ (খ) মার্সেলস্-এ
(গ) সিসিলিতে (ঘ) স্ট্রম্বোলিতে
20) ‘তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ—পাঠ্য কোন্ কবিতার অংশ?
(ক) এই জীবন
(খ) সাত ভাই চম্পা
(গ) খড় (ঘ)
নোঙর
21) স্নানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে গিয়েছিল?
(ক) নদীতে
(খ) তীর্থক্ষেত্রে
(গ) শচীতীর্থে (ঘ) ঝর্ণায়
22) ‘কর্তার ভূত’ গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কী বলে
সম্বোধন করেছিলেন?
(ক) অর্বাচীন (খ) নির্বোধ
(গ) অবোধ (ঘ) মূৰ্খ
23) ‘আমার রাজ্য নাই, তাই আমার কাছে
রাজনীতিও নাই—আছে শুধু প্রতিহিংসা।' – ‘সিরাজদ্দৌলা' নাটকে
এই উক্তি—
(ক) মীরজাফর-এর (খ) ঘসেটি বেগম-এর
(গ) মোহনলাল-এর (ঘ) মীরমদন-এর
24) ‘পৌরব সরসে নলিনী'—কার সম্পর্কে বলা
হয়েছে?
(ক) পাঞ্চালী
(খ) কুন্তী
(গ) জনা (ঘ) শিখণ্ডী
25) ‘আহা ও লোভ কি ছাড়া যায়?'—কিসের লোভ?
(ক) তিমির দেহের (খ) শিকারের
গ) হাঙর-চোষা মাছের (ঘ) শুয়োরের
মাংসের
26) প্রোফেসার শঙ্কুর জন্মদিন—
(ক) ২০ জানুয়ারি (খ) ২৫ ডিসেম্
(গ) ১৬ জুন (ঘ)
২ মে
27) গ্যালিলিও-কে দিয়ে স্বীকার করানো হয়েছিল যে—
(ক) তিনি ধর্মদ্রোহী (খ) তিনি দেশদ্রোহী
(গ) তিনি নাস্তিক (ঘ) তাঁর লেখা অজ্ঞতা ও সতর্কতা প্রসূত
28) ‘তোমরা' মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই।'—এই উক্তি
(ক) দর্ভক-এর (খ)
মহাপঞ্চক-এর
(গ) দাদাঠাকুর-এর
(ঘ) আচার্যের
29) ‘কালপ্যাচা'
কার ছদ্মনাম?
(ক) আবু সয়ীদ আইয়ুব (খ)
সুধীর রঞ্জন মুখোপাধ্যায়
(গ) বিনয় ঘোষ
(ঘ) গিরিশচন্দ্র
ঘোষ
30) ‘নদীর বিদ্রোহ' গল্পের নায়ক নদেরচাঁদ
পেশায়—
(ক) স্কুলমাস্টার
(খ) পোস্টমাস্টার
(গ) বিনয় ঘোষ। (ঘ) স্টেশনমাস্টার
31) ‘আলিবাবা’ কার শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম?
ক) হরলাল রায় (খ) ক্ষীরোদ প্রসাদ
বিদ্যাবিনোদ
(গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (ঘ)
গিরিশচন্দ্র ঘোষ
32) সন-তারিখযুক্ত প্রথম বাংলা কাব্যের নাম-
(ক) চৈতন্যমঙ্গল
(খ) শ্রীকৃষ্ণমঙ্গল
(গ) শ্রীকৃষ্ণবিজয় (ঘ) শ্রীকৃষ্ণবিলাস
33) সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় যে নামে পরিচিত
ছিলেন তা হলো-
(ক) নৃপতিকুলতিলক (খ) রাজ চক্রবর্তী
(গ) ন্যায়াধীশ
(ঘ) নৃমণি
34) ‘বাংলার পাখি’ বইটির লেখক—
(ক) জগদানন্দ রায় (খ) গোপালচন্দ্র
ভট্টাচার্য
(গ) চারুচন্দ্র ভট্টাচার্য (ঘ) জগদীশচন্দ্র
বসু
35) ‘জ্ঞানান্বেষণ' পত্রিকার প্রথম প্রকাশ
সাল—
(ক) ১৮৩২ খ্রিঃ
(খ) ১৮৩৩ খ্রিঃ
(গ) ১৮৪০ খ্রিঃ (ঘ) ১৮৩১
খ্রিঃ।
36) ১৩০৫ সনে 'ভারতী' পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) স্বর্ণকুমারী দেবী (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মণিলাল গঙ্গোপাধ্যায় (ঘ)
সরলা দেবী
37) ‘পদুমাবৎ' কাব্যের রচয়িতা-
(ক) সৈয়দ আলাওল
(খ) মিঞা
সাধন
(গ) মুহম্মদ জায়সী (ঘ) মহম্মদ খান
38) ‘বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদনা করতেন-
(ক) যোগেন্দ্রচন্দ্র বসু (খ) অক্ষয়চন্দ্র সরকার
(গ) উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (ঘ) শ্রীশচন্দ্র মজুমদার
39) ‘কুসুমের মাস' কাব্যের কবি—
(ক) বুদ্ধদেব বসু (খ)
দেবেন্দ্রনাথ সেন
(গ) কালিদাস রায় (ঘ) অজিত দত্ত।
40) ‘ময়মনসিংহ গীতিকা'র সংগ্রাহক
(ক) দীনেশচন্দ্র সেন (খ) চন্দ্র কুমার দে
(গ) আশুতোষ ভট্টাচার্য (ঘ)
সুকুমার সেন
41) বাংলায় চিত্রকলার সূত্রপাত—
(ক) অশোকের সময়ে (খ) সেন যুগে
(গ) পাল যুগে (ঘ) গুপ্ত যুগে
42) বঙ্কিম-সমসাময়িক প্রাবন্ধিক হলেন—
(ক) হীরেন্দ্রনাথ দত্ত (খ) নলিনীকান্ত গুপ্ত
(গ) রামদাস সেন (ঘ) জগদানন্দ রায়
43) বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনি লিখেছিলেন—
(ক) পাঁচকড়ি দে (খ) শশধর দত্ত
(গ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (ঘ) সত্যজিত রায়
44) অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবির নাম-
(ক) বঙ্গমাতা
(খ) ভারতমাতা
(গ) যক্ষ-যক্ষী (ঘ) ভারতবর্ষ
45) নীচের বিদেশী আগন্তুক শব্দটি হলো—
(ক) গিরি (খ) হাঁদরা
(গ) ঝাঁটা (ঘ) সাঁঝ
46) বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ পায় যাঁর উদ্যোগে,
তিনি হলেন—
(ক) জে. এফ. ম্যাডান (খ) রুস্তমজী ধোতিওয়ালা
(গ) বি. এন. সরকার (ঘ) মধু বসু
47) 'আমার অনেক কাজ পড়ে আছে'—এখানে 'আমার'
(ক) আত্মবাচক সর্বনাম (খ) নির্দেশক সর্বনাম
(গ) পারস্পরিক সর্বনাম (ঘ) ব্যক্তিবাচক
সর্বনাম
48) মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে,
সেটি হলো—
(ক) রাঢ়ী (খ) রঙ্গালী
(গ) কামরূপী
(ঘ) ঝাড়খণ্ডী
49) মস্তিষ্ক-কে ভাষা শেখার যন্ত্র LAD বলেছেন—
(ক) সোস্যুর
(খ) চমস্কি
(গ) ব্লুমফিল্ড
(ঘ) ফিশম্যান
50) বাংলায় তাড়িত অল্পপ্রাণ ধ্বনি হলো-
(ক) র্ (খ) ড়্
(গ) ঢ়্ (ঘ) ল্
51) ‘দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি'-কে
এককথায় বলে—
(ক) দিৎসা (খ)
দেহলী
(গ) দ্ৰোণি (ঘ)
দেয়াসীন
52) ‘ধর্মঘট’ পদটি যে সমাসের উদাহরণ তা হলো—
(ক) নিমিত্ত তৎপুরুষ (খ) একশেষ দ্বন্দ্ব
(গ) রূপক কর্মধারয় (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
53) রবীন্দ্রনাথের ‘সমুদ্রের প্রতি' কবিতাটি
একটি বিখ্যাত—
(ক) সনেট (খ) ওড
(গ) এলিজি (ঘ) ভিলানেল
54) ষড়যন্ত্রমূলক কমেডির দৃষ্টান্ত—
(ক) বিবাহবিভ্রাট (খ) আবু হোসেন
(গ) পরপারে
(ঘ)
চন্দ্রগুপ্ত
55) বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম-
(ক) নান্দীপট (খ) নান্দীকার
(গ) শতাব্দী
(ঘ)
নান্দীমুখ
অন্যান্য সালের প্রশ্ন -