WB PSC Assistant Master/Mistress in Govt. School
Bengali Question - 2013
১। রাজু পাঁড়ে চরিত্রটি
A. কৃষ্ণকান্তের উইলের B. বলয়গ্রাসের
C. আরণ্যকের D.
উপরের কোনটিই নয়
২। 'আমি ও এবার উঠি গিরীন'- কথাগুলি
বলেছিল
A. যুগলপ্রসাদ B.
রায়বাহাদুর
C. কৃষ্ণকান্ত D. অসীম
৩। নিম্নলিখিত রচনাগুলির মধ্যে কোনটিতে কুয়োতলার উল্লেখ আছে?
A. গিরগিটি B.
গাছটা বলেছিল
C. টিচার D. মেঘ
ও রৌদ্র
8। 'নির্বাচিত প্রবন্ধ' গ্রন্থটি
কার লেখা?
A. অন্নদাশঙ্কর রায়-এর B. বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়-এর
C. আশাপূর্ণা দেবী-র D. কাজী আবদুল ওদুদ-এর
৫। 'বীণাপাণি' পদটিতে কোন্
সমাস?
A. কর্মধারয় B. বহুব্রীহি
C. দ্বন্দ্ব D. তৎপুরুষ
৬। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন।
A. এ্যম্বক B.
এ্যাম্বাক
C. এ্যম্বিক D.
এ্যম্বিকা
৭। উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন –
'ধাতুর
উত্তরে ………………. যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়'
A. প্রাতিপদিক B.
তদ্ধিত প্রত্যয়
C. অনুসর্গ D.
কৃৎ প্রত্যয়
৮। নীচের কোনটি এককথায় প্রকাশ করা যায় (যথার্থ উল্লেখটি)?
A. আমি কিছু জানি না B.
পঙ্কে যা জন্মায়
C. এটা কি নাট্যশালা? D.
গোলমাল কোরো না
৯। নিম্নরেখ পদটির সঠিক কারক ও বিভক্তি নির্ণয় করুন: 'অন্ধজনে
দেহ আলো'
A. কর্মকারকে 'এ' বিভক্তি B. অধিকরণ
কারকে 'এ' বিভক্তি
C. সম্প্রদাণ কারকে 'এ' বিভক্তি D. অপাদান কারকে 'এ' বিভক্তি
১০। বিজয়গুপ্তের 'মনসামঙ্গল' কাব্যের নাম
A. পদ্মপুরাণ B. পদ্মাপুরাণ
C. মনসার ব্রতগীত D. মনসার পাঁচালি
১১। রূপরাম চক্রবর্তী ছিলেন
A. 'মনসামঙ্গল'-এর রচয়িতা B. 'চন্ডীমঙ্গল'-এর রচয়িতা
C. 'ধর্মমঙ্গল'-এর রচয়িতা D. উপরের
কোনটিই নয়
১২। গোবিন্দদাস কোন্ সময়ের কবি ছিলেন?
A. চৈতন্যপূর্ব যুগের কবি B. চৈতন্য-সমসাময়িক
কবি
C. চৈতনোত্তর যুগের কবি D. আধুনিক
যুগের কবি
১৩। 'দ্বিতীয় বিদ্যাপতি' কে?
A. জ্ঞানদাস B. বলরামদাস
C. গোবিন্দদাস D. প্রেমদাস
১৪। 'লিপিমালা' গ্রন্থটির
রচয়িতা-
A. উইলিয়াম কেরি B. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
C. রামরাম বসু D. তারিণীচরণ
মিত্র
১৫। 'বেতাল পঞ্চবিংশতি' একটি
A. সংস্কৃতের অনুবাদগ্রন্থ B. হিন্দীর
অনুবাদগ্রন্থ
C. ফারসির অনুবাদগ্রন্থ D. উপরের
কোনটিই নয়
১৬। 'নীলদর্পণ'-এর রচনাকাল
A. ১৮৬০ খ্রিস্টাব্দ B. ১৮৭২ খ্রিস্টাব্দ
C. ১৮৬৩ খ্রিস্টাব্দ D. ১৮৫২ খ্রিস্টাব্দ
১৭। লেসিং বললেন
A. ফাউস্টের তো স্বর্গে যাবার কথা B.
ফাউস্টের তো রসাতলে যাবার কথা
C. ওর শয়তানের খপ্পরে না পড়ার কথা D.
ফাউস্টের মানব সংসারেই থাকার কথা
১৮। টলস্টয় প্রণীত 'সমর ও
শান্তি'-
A. নেপোলিয়নীয় যুগের ইতিহাস B.
প্রথম এলিজাবেথীয় যুগের ইতিহাস
C. ক্রুশেড যুদ্ধের ইতিহাস D.
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস
১৯। রোহিণী ডুবে মরতে গিয়েছিল
A. বারুণী পুষ্করিণীতে B. বরুণানী
পুষ্করিণীতে
C. তারিণী পুষ্করিণীতে D.
ধারিণী পুষ্করিণীতে
২০। "- আঃ ছেড়ে দিন আমার নাম লীলা।"
A. লীলা মণিকে বলেছিল B. লীলা
মিস্টার মুখার্জিকে বলেছিল
C. লীলা বিভাবতীকে বলেছিল D. লীলা আপন মনে বলেছিল
২১। 'মহেশ' চরিত্রটি -
A. ভগবান মহেশ্বরের নাম B. একটি পালিত ষাঁড়ের নাম
C. গফুরের পুত্রের নাম D. একটি 'ধর্মেরষাঁড়ে'র
নাম
২২। 'মেঘ ও রৌদ্র' গল্পের
রচয়িতা
A. রবীন্দ্রনাথ ঠাকুর B. শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
C. জ্যোতিরিন্দ্র নন্দী D. সৈয়দ
মুস্তফা সিরাজ
২৩। "গাছেরা কি কথা বলে? বলতে পারে?"- কে
বলেছিল 'পারে'?
A. গাঁয়ের বুড়ো B. তরুণ
ডাক্তার
C. এক সিনিক প্রৌঢ় D. বিজ্ঞানী চন্দ্রকান্ত
২৪। 'বিসর্জন' নাটকে কার প্রাণ
বিসর্জন ঘটেছিল?
A. ধ্রুবের B.
নক্ষত্র রায়ের
C. জয়সিংহের D. চাঁদপালের
২৫। "দুষিছে সবাই, তবু আমি গাই, শুধু
প্রভাতের ভৈরবী।" কার রচনা?
A. মাইকেল মধুসূদন দত্তের B. সুভাষ মুখোপাধ্যায়ের
C. জীবনানন্দ দাশের D. কাজী নজরুল ইসলামের
২৬। শূন্যস্থান পূরণ করুন:
"আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল ………………."
A. 'তখন হলুদ নদী' B.
'আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানা'
C. 'নাটোরের বনলতা সেন' D. 'ঘাসের শরীর'
২৭। "পিতা, চলে এসো"
A. রঘুপতির প্রতি জয়সিংহের উক্তি B. গোবিন্দমাণিক্যের
প্রতি অপর্ণার উক্তি
C. রঘুপতির প্রতি অপর্ণার উক্তি D. রঘুপতির
প্রতি নক্ষতরায়ের উক্তি
২৮। 'প্রফুল্ল' নাটক কার
লেখা?
A. দীনবন্ধু মিত্রের B. গিরিশচন্দ্র ঘোষের
C. মনোজ মিত্রের D.
রবীন্দ্রনাথের
২৯। নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে কোন্টি প্রমথ চৌধুরীর রচনা
নয়?
A. চার ইয়ারী কথা B. সনেট
পঞ্চাশৎ
C. তেল নুন লকড়ি D.
বিচিত্র প্রবন্ধ
৩০। 'বয়ম্ খলু অবতার গোরুম'
A. 'শোভাযাত্রা' নাটকে ধনগোপাল বলেছিল
B. 'গল্প হেকিমসাহেব' নাটকে ছায়েম বলেছিল
C. 'নরক গুলজার' নাটকে ব্রহ্মা বলেছিল
D. 'দম্পতি' নাটকে কর্তা বলেছিল
৩১। দ্বিজেন্দ্রলালের 'সাজাহান'
A. গ্রীক ট্র্যাজেডি-ধর্মী নাটক B. শেক্সপীয়রীয়
ট্র্যাজেডি-ধর্মী নাটক
C. ইবসেনীয় ট্র্যাজেডি-ধর্মী নাটক D. হরর ট্র্যাজেডি-ধর্মী নাটক
৩২। 'ছন্দের যাদুকর' কাকে
বলা হয়?
A. মাইকেল মধুসূদন দত্ত B. রবীন্দ্রনাথ
ঠাকুর
C. সত্যেন্দ্রনাথ দত্ত D. সুভাষ
মুখোপাধ্যায়
৩৩। আমিনা কোন ছোট গল্প চরিত্র?
A. 'মেঘ ও রৌদ্র' B.
'গিরগিটি'
C. 'গাছটা বলেছিল' D.
'মহেশ'
৩৪। 'বিদ্রোহী' কবিতাটি
কাজী নজরুল ইসলামের কোন্ কাব্যগ্রন্থে আছে?
A. 'বিষের বাঁশী' B.
'অগ্নিবীণা'
C. 'চোখের চাতক' D.
'পূবের হাওয়া'
৩৫। 'মেঘনাদবধ' কাব্যের
ষষ্ঠ সর্গের নাম
A. 'অশোকবনং' B.
'সংস্ক্রিয়া'
C. 'সমাগম' D.
'বধ'
৩৬। 'দুঃখিনী'-র যথার্থ
পদান্তর কোন্টি?
A. দুঃখ B. দুখে
C. দুঃখী D. দুঃখবাদী
৩৭। 'সিংহাসন' শব্দের
যথার্থ ব্যাসবাক্য কোন্ন্টি?
A. সিংহ এবং আসন B. সিংহ যে আসনে বসে
C. সিংহের আসন D. সিংহ
চিহ্নিত আসন
৩৮। উপযুক্ত শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন:
বিদ্যা + উৎসাহী = -----------------------
A. বিদ্যোৎসাহী B.
বিদ্যোৎসাহী
C. বিদ্যাৎসাহী D.
বিদ্যৎসাহী
৩৯। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন:
A. দুরাবস্থা B.
দুরবস্থা
C. দুঃ দুঃ বস্থা D.
দুঃ বস্থা
৪০। কোন্ কোন্ কারকে 'এ' বিভক্তি
প্রযুক্ত হয়?
A. কোনো কারকেই নয় B. শুধু অধিকরণ কারকে
C. শুধু করণ কারকে D.
সর্ব কারকে
৪১। নিম্নোক্ত বাক্যাংশটির এককথায় সঠিক শব্দটি চিহ্নিত
করুন: 'নীল
রঙের পদ্ম'
A. কোকনদ B. ইন্দীবর
C. সরোরুহ D.
উৎপল
৪২। কৃষ্ণকান্ত রায় কোন্ গ্রামের জমিদার?
A. ললিতাগ্রাম B.
মধ্যমগ্রাম
C. হরিদ্রাগ্রাম D.
সপ্তগ্রাম
৪৩। 'আমাদের থাক মিলিত অগ্রগতি' কোন্
কবিতার পঙক্তি?
A. 'সকলের গান' B.
'মে-দিনে'র
কবিতা
C. 'প্রস্তাব' D.
'কানামাছি'র
গান
৪৪। শূন্যস্থান পূর্ণ করুন, ঠিক শব্দ বসিয়ে -
'আমি ………………. সূর্যের সৌরভ'
A. জবা B. চাঁপা
C. চম্পা D.
বেলি
৪৫। "এই বনভূমির সে যেন বনলক্ষ্মী" এই বনলক্ষ্মী
কে?
A. কুন্তা B. ভানুমতী
C. মঞ্চী D. সুরতিয়া
৪৬। ভ্রমরের পিতার নাম?
A. মাধবীনাথ B. ব্রহ্মানন্দ
C. হরিদাস D.
বিশাকর
৪৭। মহালক্ষ্মী, টুনি, তরুবালা, জ্যোতিপ্রকাশ-কোন্
গ্রন্থের পাত্র-পাত্রী?
A. 'আরণ্যক' B.
'বলয়গ্রাস'
C. 'কৃষ্ণকান্তের উইল' D.
'নরক গুলজার'
৪৮। 'সপ্ত দিবানিশি লঙ্কা' কাঁদিলা
বিষাদে'
- 'মেঘনাদবধ' কাব্যের কোন্ সর্গের পঙ্ক্তি?
A. চতুর্থ B. ষষ্ঠ
C. সপ্তম D.
নবম
৪৯। গুণবতী কে?
A. অপর্ণার মা B. গোবিন্দমাণিক্যের
মহিষী
C. চাঁদপালের ভগ্নী D.
রঘুপতির কন্যা
৫০। পান্নালাল, মানিকচাঁদ, খগেন
চক্কোত্তি,
ফুল্লরা-কোন্ নাটকের চরিত্র এরা?
A. শোভাযাত্রা B. নরক
গুলজার
C. কিনু কাহারের থেটার D.
দেবী সর্পমস্তা
৫১। "হ্যাঁ, আমার রূপ আমি আকাশকে দেখাই...।"
কে, কাকে
বলেছিল?
A. মায়া প্রণবকে B.
লীলা জ্যোতিপ্রকাশকে
C. রোহিণী গোবিন্দলালকে D.
ভানুমতী সত্যচরণকে
৫২। "রাধার কি হৈল অন্তরে ব্যথা?" বৈষ্ণব
পদাবলীর কোন্ পর্যায়ের পদাংশ?
A. পূর্বরাগ B.
অনুরাগ
C. আক্ষেপানুরাগ D. মান
৫৩। লাউসেন কোন্ মঙ্গলকাব্যের চরিত্র?
A. মনসামঙ্গলের B. চন্ডীমঙ্গলের
C. ধর্মমঙ্গলের D.
অন্নদামঙ্গলের
৫৪। 'সীতার বনবাস' কার রচনা?
A. বাল্মীকির B. ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর
C. ভবভূতির D.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের
৫৫। 'চন্দ্রগুপ্ত' নাটকটি কার
লেখা?
A. দীনবন্ধু মিত্রের B. গিরিশচন্দ্র ঘোষের
C. দ্বিজেন্দ্রলাল রায়ের D.
মনোজ মিত্রের
৫৬। অনুসর্গ
A. বিভক্তির পরিবর্তে বসে B. কারকের সঙ্গে সম্পর্ক নেই
C. প্রত্যয়ের বিকল্প D.
এর নিজস্ব অর্থ নেই
৫৭। 'বাজ' ও 'দার' এ
দুটি কোন্ প্রত্যয়?
A. সংস্কৃত কৃৎ প্রত্যয় B. সংস্কৃত
তদ্ধিত প্রত্যয়
C. বিদেশি তদ্বিত প্রত্যয় D. উপরের
কোন প্রত্যয়ই নয়
৫৮। সন্ধি কয় প্রকার?
A. দুই প্রকার B. তিন
প্রকার
C. চার প্রকার D. পাঁচ
প্রকার
৫৯। আমার দ্বারা এ কাজ হবে না।
A. 'দ্বারা' অনুসর্গ B. 'দ্বারা' বিভক্তি
C. 'দ্বারা' প্রত্যয় D.
'দ্বারা'
প্রাতিপদিক
৬০। "The Eternal Womanly draws us above" কার
উক্তি?
A. শিলারের B. শেক্সপীয়রের
C. কবিগুরু গ্যেটের D.
ক্রিস্টিয়ানার
৬১। 'একমাত্র শশিভূষণ তাহার সহায় ছিল।' - কার?
A. হরকুমারের B. গিরিবালার
C. নায়েবের D.
শশিভূষণের পিতার
৬২। গোবিন্দলালের জ্যেঠামহাশয় কে?
A. কৃষ্ণকান্ত রায় B. হরলাল রায়
C. রামকান্ত রায় D.
বিনোদলাল রায়
৬৩। 'টলস্টয় আমার অন্যতম গুরু' কে
লিখেছেন?
A. কাজী আব্দুল ওদুদ B. রবীন্দ্রনাথ
ঠাকুর
C. অন্নদাশঙ্কর রায় D.
প্রমথ চৌধুরী
৬৪। গাছটা পাতাকুড়ুনী বুড়িকে বলেছিল
A. সর্-সর্-সর্ B. মর্-মর্-মর্
C. যা-যা-যা D.
ভর্-ভর্-ভর্
৬৫। ভুবন সরকার একজন
A. বৃদ্ধ দোকানদার B. তরুণ প্রকৃতি প্রেমিক
C. বৃদ্ধ ইলেকট্রিক মিস্ত্রী D.
প্রণবের বাড়ীওয়ালা
৬৬। 'শ্যামল'-এর
লিঙ্গান্তর
A. শ্যামলিমা B. শ্যামলতা
C. শ্যামশ্রী D.
শ্যামলী
৬৭। 'বিপদাপন্ন'
A. বহুব্রীহি সমাস B. দ্বিগু সমাস
C. কর্মতৎপুরুষ সমাস D. দ্বন্দ্ব সমাস
৬৮। 'গাছ'-এর পদ
পরিবর্তনের হয়
A. গাছি B. গেছো
C. গাছটা D. গাছখান
৬৯। বিপ্রদাসের 'মনসাবিজয়' রচিত হয়
A. ১৪৯৪ খ্রিস্টাব্দে B. ১৪১৫
শকাব্দে
C. ১৪১৭ শকাব্দে D. ১৪৯৯ খ্রিস্টাব্দে
৭০। মুরারি শীল ছিল
A. একজন রাজকর্মচারী B. কলিঙ্গরাজের একজন প্রজা
C. কালকেতুর বন্ধু D.
একজন দুঃশীল বেনে
৭১। 'বিয়ে পাগলা বুড়ো' লেখেন
A. দীনবন্ধু মিত্র B. গিরিশচন্দ্র ঘোষ
C. রামনারায়ণ তর্করত্ন D.
মধুসুদন দত্ত
৭২। প্রমথ চৌধুরী প্রবন্ধ লেখেন-
A. কেবল সাধু গদ্যরীতিতে B. কেবল
চলিত গদ্যরীতিতে
C. সাধু ও চলিত উভয় গদ্যরীতিতে D.
বরেন্দ্রী ঔপভাষিক রীতিতে
৭৩। "কণ্টক গাড়ি কমলসম পদতল মঞ্জীর চীরহি ঝাঁপি।"
পদটি কার রচিত?
A. বিদ্যাপতি B. জ্ঞানদাসের
C. শশিশেখরের D.
গোবিন্দদাসের
৭৪। জল- চর্ + ট = ………………….
A. জলচরী B. জলচর
C. জলচরা D.
জলচোরো
৭৫। বিশ্ব + অয়ন =
A. বিশ্বয়ন B. বিশ্বয়ান
C. বিশ্বায়ন D.
বিশ্বঅন
৭৬। "... জন্মান্তরে যেন সুখী হই।'
A. রোহিণী বলেছিল হরলালকে B. ভ্রমর
বলেছিল যামিনীকে
C. ভ্রমর বলেছিল গোবিন্দলালকে D.
গোবিন্দলাল বলেছিল ভ্রমরকে
৭৭। রবীনবাবু, জয়ন্ত, বীণাপাণি, টুনি-এরা
নিম্নলিখিত গ্রন্থের চরিত্র:
A. গল্পগুচ্ছ B. বলয়গ্রাস
C. কৃষ্ণকান্তের উইল D.
আরণ্যক
৭৮। 'মেঘ ও রৌদ্র' একটি
A. বড়ো গল্প B. কথিকা
C. একাঙ্কিকা D.
ছোটোগল্প
৭৯। ধাতুরিয়া একজন
A. গরীব পথিক B. নাটুয়া
বালক
C. ধাতু সন্ধানী D.
তহশীলদার
৮০। মেধনাদবধ কাব্য একটি
A. আখ্যান কাব্য B. জাত
মহাকাব্য
C. শৈল্পিক মহাকাব্য D.
গীতিকাব্য
৮১। 'যক্ষের নিবেদন' কবিতাটির
রচয়িতা
A. সুভাষ মুখোপাধ্যায় B. জীবনানন্দ
দাশ
C. কাজী নজরুল ইসলাম D. সত্যেন্দ্রনাথ
দত্ত
৮২। "ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে"
A. ঘরেতে কর্মকারকে 'তে' বিভক্তি B. ঘরেতে
অধিকরণ কারকে 'তে' বিভক্তি
C. ঘরেতে অপাদান কারকে 'তো' বিভক্তি D. ঘরেতে কর্তৃকারকে 'তে' বিভক্তি
৮৩। শূন্যস্থান পূর্ণ করুন:
শব্দের উত্তরে …………. প্রযুক্ত
হয়ে নতুন শব্দ গঠিত হয়।
A. কৃত প্রত্যয় B.
উপসর্গ
C. তদ্বিত প্রত্যয় D.
অব্যয়
৮৪। কেরি সাহেবের বাংলা শিক্ষক ছিলেন
A. তারিণীচরণ মিত্র B. কাশীনাথ তর্কপঞ্চানন
C. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার D. রামরাম বসু
৮৫। 'ফুল্লরার বারমাস্যা' আছে
A. ঘনরামের 'ধর্মমঙ্গলে' B. ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গলে'
C. মুকুন্দ চক্রবর্তীর 'চন্ডীমঙ্গলে' D. বিজয়গুপ্তের 'মনসামঙ্গলে'
৮৬। ভুবন মায়াকে কিসের মালা দিয়েছিল?
A. রজনীগন্ধার মালা B. দোপাটির মালা
C. বেলফুলের মালা D. চাঁপার মালা
৮৭। "তুমি কি বৃহন্নলা অর্জুন?" কাকে প্রশ্ন
করা হয়েছিল?
A. তৃতীয় পান্ডব অর্জুনকে B.
ঝুরনবুড়িকে
C. গ্রামের ঝাঁকড়া গাছটিকে D.
পাঁচুর বউকে
৮৮। "ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায়।" কে
কাকে নেমন্তন্ন জানায়?
A. তর্করত্ন জমিদারকে B. প্রণব
ভুবনকে
C. গিরীন রায়বাহাদুরকে D.
অসীম পঞ্চায়েত প্রধানকে
৮৯। শশিভূষণ ক'বছর জেল খেটেছিলেন?
A. পাঁচ বছর B.
সাত বছর
C. দুই বছর D. তেরো
বছর
৯০। "দারোগাবাবু মরছে।" কোন্ গল্পে আছে?
A. গিরগিটি B.
গাছটা বলেছিল
C. টিচার D.
মেঘ ও রৌদ্র
৯১। মারিয়া কার বোন?
A. নিকোলাসের B.
ডোলোগোর
C. পিটারের D.
অ্যান্ড্রুর
৯২। "কাল এমন আশ্চর্য রাত চিল।" কোন্ কবির কবিতা
পঙ্ক্তি?
A. মাইকেল মধুসূদন দত্তের B.
সুভাষ মুখোপাধ্যায়ের
C. জীবনানন্দ দাশের D.
কাজী নজরুল ইসলামের
৯৩। নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা নয়?
A. সীতা B. পাষাণী
C. নূরজাহান D. বলিদান
৯৪। "চাঁদের পাড়ায় মেঘের দুরভিসন্ধি;" কোন্
কবিতার পঙক্তি
A. হাওয়ায় রাত B. রোমান্টিক
C. আমার কৈফিয়ৎ D. সকলের
গান
৯৫। "আবে এই, গরম লাগছে? লে হাওয়া
খা।" - কে কাকে বলেছিল?
A. নেংটি চিত্রগুপ্তকে B. রঘুপতি
নক্ষত্ররায়কে
C. নিমচাঁদ অটলকে D. উড তোরাপকে
৯৬। 'দুঃখসাগর' কোন্ সমাস?
A. দ্বন্দ্ব B. রূপক
কর্মধারয়
C. কর্মতৎপুরুষ D. বহুব্রীহি
৯৭। নিম্নলিখিত কোন্ শব্দটি শুদ্ধ?
A. ব্যক্তিপরিচয় B. ব্যাক্তিপরিচয়
C. ব্যেক্তিপরিচয় D. ব্যেক্তিকপরিচয়
৯৮ । গো + অক্ষ =
A. গোক্ষ B. গবাক্ষ
C. গোঅক্ষ D. গোক্ষা
৯৯। সরস্বতী কুন্ডীর বর্ণনা কোন্ গ্রন্থে আছে?
A. বলয়গ্রাস B. কৃষ্ণকান্তের
উইল
C. আরণ্যক D.
বিসর্জন
১০০। "দেবী আজ এসেছে ফিরিয়া আমার দেবীর মাঝে।" কে
কাকে বলেছিলেন?
A. মানিকচাঁদ ফুল্লরাকে B.
মেঘনাদ প্রমীলাকে
C. গোবিন্দমাণিক্য গুণবতীকে D.
গোবিন্দলাল ভ্রমরকে
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2012
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2014
WB PSC Assistant Master in Govt. School Bengali Question- 2015
WB PSCAssistant
Master in Govt. School
2013
উত্তর:
১। C ২। B ৩। A ৪। D ৫। B ৬। A ৭। D
৮। B ৯। D ১০। B ১১। C ১২। C ১৩। C ১৪। C
১৫। B ১৬। A ১৭। A ১৮। A ১৯। A ২০। A ২১। B
২২। A ২৩। C ২৪। C ২৫। A ২৬। C ২৭। B ২৮। B
২৯। D ৩০। C ৩১। B ৩২। C ৩৩। D ৩৪। B ৩৫। D
৩৬। A ৩৭। D ৩৮। B ৩৯। B ৪০। D ৪১। B ৪২। B
৪৩ | B ৪৪ |
C ৪৫। C ৪৬। A ৪৭। B ৪৮। B ৪৯। B
৫০। B ৫১। A
৫২। ৭ ৫৩। C ৫৪। B ৫৫। C ৫৬। A
৫৭। C ৫৮। B ৫৯। A ৬০। C ৬১। B ৬২। A ৬৩। C
৬৪। B ৬৫। C ৬৬। D ৬৭। C ৬৮। B ৬৯। C ৭০। D
৭১। A ৭২। C ৭৩। D ৭৪। B ৭৫। C ৭৬। C ৭৭। B
৭৮। D ৭৯। B
৮০। C ৮১। D ৮২। B ৮৩। C ৮৪। D
৮৫। C ৮৬। B ৮৭। C ৮৮। ৩ ৮৯। A ৯০। ৪ ৯১। D
৯২। C ৯৩। D ৯৪। B ৯৫। A ৯৬। B ৯৭। A ৯৮। B
৯৯। C ১০০। C