WB PSC Assistant Master in Govt.
School
Bengali
Question - 2012
১। প্রমথ
চৌধুরী যে ছদ্মনামে পরিচিত ছিলেন, তা হ'ল-
A. সনাতন পাঠক B. বীরবল
C. যাযাবর D. নীলকণ্ঠ
২। গোবিন্দদাস
কবিরাজ বৈষ্ণব পদাবলীর কোন্ পর্যায়ের সেরা কবি হিসেবে খ্যাত?
A. অভিসার B. বাল্যলীলা
C. মাথুর D. প্রার্থনা
৩। 'হাথক দরপণ মাথক
ফুল'-কার রচনা?
A. জয়দেব B. বিদ্যাপতি
C. গোবিন্দদাস D. রায়শেখর
৪। নিম্নোক্ত
গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রমথ চৌধুরীর
রচনা?
A. চাচাকাহিনী B. পঞ্চতন্ত্র
C. চার-ইয়ারী কথা D. শহর্-ইয়ার
৫। উপযুক্ত
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: 'তার জলচুড়িটির ………… দেখে অলস হাওয়ায় দীঘির
জল'
A. স্বপন B. কাঁপন
C. নাচন D. দোলন
৬। নিম্নোদ্ধৃত
গ্রন্থগুলির মধ্যে কোন্টি সত্যেন্দ্রনাথ দত্তের রচনা নয়?
A. বেলাশেষের গান B. কুহু ও কেকা
C. ছবি ও গান D. ফুলের ফসল
৭। বাংলা ভাষায়
ফরাসি রীতির সনেটের প্রথম প্রণেতা হ'লেন
A. মধুসূদন দত্ত B. রবীন্দ্রনাথ
ঠাকুর
C. প্রমথ চৌধুরী D. মোহিতলাল
মজুমদার
৮। নিমচাঁদ দত্ত কোন প্রহসনের চরিত্র?
A. একেই কি বলে
সভ্যতা? B.
সধবার একাদশী
C. জামাই বারিক D. বিয়ে-পাগলা
বুড়ো
৯। 'যৌবনের বনে মন
হারাইয়া গেল'- কোন্ কবির রচনা?
A. নরোত্তমদাস B. গোবিন্দদাস
C. চণ্ডীদাস D. জ্ঞানদাস
১০। 'কথোপকথন' গ্রন্থের
রচয়িতা
A. উইলিয়াম কেরী B. মার্শম্যান
C. মৃত্যুঞ্জয়
বিদ্যালঙ্কার D. জেমস লঙ
১১। তিন
পরিচ্ছেদ বিশিষ্ট 'অপূর্ব ইতিহাস' পুস্তকের
রচয়িতা কে?
A. রাজেন্দ্রলাল
মিত্র B. তারাশঙ্কর তর্করত্ন
C. ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর D. রামগতি ন্যায়রত্ন
১২। 'চন্দ্রগুপ্ত' নাটকে
চন্দ্রগুপ্তর বিবাহ শেষ পর্যন্ত কার সঙ্গে স্থির হয়?
A. হেলেন B. আত্রেয়ী
C. ছায়া D. মুরা
১৩।
নিম্নোল্লিখিত নাটকগুলির মধ্যে কোনটি গিরিশচন্দ্র
ঘোষের রচনা?
A. জনা B. শর্মিষ্ঠা
C. পুনর্জন্ম D. বেণীসংহার
১৪। 'প্রফুল্ল' নাটকে রমেশ চরিত্রের
পেশা কি ছিল?
A. ডাক্তারি B. কেরানীগিরি
C. ওকালতি D. শিক্ষকতা
১৫।
নিম্নোদ্ধৃত নাটকগুলির মধ্যে কোনটি দীনবন্ধু
মিত্রের রচনা?
A. জমিদার দর্পণ
B. নীলদর্পণ
C. মায়াকানন D. বলিদান
১৬। 'রাজা
প্রতাপাদিত্য চরিত্র'
গ্রন্থটির রচয়িতা কে?
A. চণ্ডীচরণ
মুন্সী B. উইলিয়াম কেরী
C. রামরাম বসু D. মৃত্যুঞ্জয়
বিদ্যালঙ্কার
১৭।
নিম্নোদ্ধৃত কবিদের মধ্যে কে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন?
A. নারায়ণ দেব B. বিজয় গুপ্ত
C. দ্বিজ বংশীদাস D. কেতকাদাস
ক্ষেমানন্দ
১৮। 'সাজাহান' নাটকের রচয়িতা
কে?
A. দ্বিজেন্দ্রলাল
রায় B. অমৃতলাল বসু
C. গিরিশচন্দ্র
ঘোষ D. ক্ষীরোদপ্রসাদ
বিদ্যাবিনোদ
১৯। 'মহামদ' চরিত্রটি কোন্
মঙ্গলকাব্যের অন্তর্গত?
A. ধর্মমঙ্গল B. মনসামঙ্গল
C. চন্ডীমঙ্গল D. অন্নদামঙ্গল
২০। মধ্যযুগের
কোন্ কবির দৃষ্টিভঙ্গি ছিল ঔপন্যাসিকের সমতুল্য?
A. ঘনরাম
চক্রবর্তী B. রূপরাম
চক্রবর্তী
C. মুকুন্দ
চক্রবর্তী D. কানাহরি দত্ত
২১। 'আরণ্যক' উপন্যাসের গঠন
কি প্রকার?
A. রোম্যান্টিক B. ক্লাসিক
C. এপিসোডিক D. ড্রামাটিক
২২। উপযুক্ত
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: - ‘------------; মাতঃ, কোন পাপে মোরে
করিলি বঞ্চিত মাতৃস্বর্গ হ'তে?
A. পাষাণতনয়া B. শোণিতপিপাসু
C. কুমারজননী D. ভুবন-ঈশ্বরী
২৩। অপর্ণা
চরিত্রটি কোন্ গ্রন্থে আছে?
A. সমাপ্তি B. তপতী
C. রাজা ও রানী D. বিসর্জন
২৪। 'যে চোর করিছে
চুরি তোমারি মুকুট তাহারে সরায়ে দাও।' - কার উক্তি?
A. গুণবতী B. রঘুপতি
C. নক্ষত্র রায় D. নয়ন রায়
২৫। রোহিণী
ব্রহ্মানন্দের কে হয়?
A. কন্যা B. ভ্রাতৃকন্যা
C. ভগিনী D. পুত্রবধূ
২৬।
গোবিন্দলালের পিতার নাম কি?
A. কৃষ্ণকান্ত রায় B. রামকান্ত রায়
C. হরলাল রায় D. বিনোদলাল রায়
২৭। “…………।মাজাকি! রিবার্থ অতো সুবিস্তা না!"- কার উক্তি?
A. পান্না B. ঘোড়ুই
C. নেংটি D. খচো
২৮। 'মেঘনাদবধ কাব্য'-র চতুর্থ
সর্গের নাম
A. উদ্যোগ B. সমাগম
C. অস্ত্রলাভ D. এর কোনটিই নয়
২৯। কার
নির্দেশে নরকের যাবতীয় অন্যায়কারী এবং স্বর্গের অবশিষ্ট দেবতাদের গোজন্ম হ'ল?
A. চিত্রগুপ্ত B. নারদ
C. গুইবাবা D. যমরাজ
৩০। '………… ধন তোমরাই যতদিন
নাহি জাগে কল্কি-অবতার।" - কার উক্তি?
A. রঘুপতি B. জয়সিংহ
C. গোবিন্দমাণিক্য D. গুণবতী
৩১।
"ধুতুরার মালা যেন ধূর্জটির গলে" 'ধূর্জটি' উপমানের উপমেয়
কে?
A. মেঘনাদ B. রাবণ
C. রাম D. বীরবাহু
৩২। গফুর জোলা
যে গ্রামে বাস করত,
তার নাম-
A. কালীপুর B. কাশীপুর
C. শিবপুর D. ফুলবেড়ে
৩৩। উপযুক্ত
শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: - 'কচি লেবুপাতার মতো নরম সবুজ……………’
A. আলোয় B. বর্ণে
C. গন্ধে D. স্পর্শে
৩৪। 'চোখে আর
স্বপ্নের নেই নীল মদ্য' কোন্ কবিতার অংশ?
A. কানামাছির গান B. মে-দিনের কবিতা
C. বিরোধ D.
রোম্যান্টিক
৩৫। 'কমরেড আজ নবযুগ
আনবে না?' এই পংক্তি কার
রচনা?
A. অমিয় চক্রবর্তী
B. শক্তি
চট্টোপাধ্যায়
C. সুভাষ
মুখোপাধ্যায় D. সুনীল গঙ্গোপাধ্যায়
৩৬। অবিনাশ
তরফদার যে স্কুলের সেক্রেটারি ছিলেন, তার নাম-
A. রাজমাতা
হাইস্কুল B. রাজডাঙা হাইস্কুল
C. রাজপুর
হাইস্কুল D. রাজচন্দ্র হাইস্কুল
৩৭। 'Elective
Affinities' গ্রন্থের রচয়িতা কে?
A. গ্যেটে B. টলস্টয়
C. শিলার D. ক্রোচে
৩৮। 'মানুষের ধর্ম' গ্রন্থকারে
প্রকাশিত হ'বার কাল
A. ১৯০১ B. ১৯১৩
C. ১৯৩৩ D. ১৯৪১
৩৯।
নিম্নোদ্ভূত পত্রিকাগুলির মধ্যে কোনটিতে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের প্রথম
প্রতিভাদীপ্ত প্রকাশ
ঘটে?
A. বালক B. ভারতী
C. সাধনা D. মানসী ও
মর্মবাণী
৪০। 'কবির
মহাপ্রাণতা' প্রবন্ধে কোন
কবির কথা বলা হয়েছে?
A. রবীন্দ্রনাথ
ঠাকুর B. কাজী নজরুল
ইসলাম
C. জীবনানন্দ দাশ D. সুকান্ত
ভট্টাচার্য
৪১। 'অপবিত্র
জন্তুজাত পুত্রদিগের অস্থিতে এত ক্ষমতা!' কার বক্তব্য?
A. শশিভূষণ B. হরকুমার
C. পুলিশ সাহেব D. ম্যাজিস্ট্রেট
সাহেব
৪২। শশিভূষণের
ডিগ্রী ছিল
A. এম. এ. বি. এল B. বি. এ. বি. এল.
C. এম. এ. D. বি. এ.
৪৩। 'রোহিণী' চরিত্রটি কোন
গ্রন্থে আছে?
A. কৃষ্ণকান্তের
উইল B. রজনী
C. চন্দ্রশেখর D. ইন্দিরা
৪৪। উপযুক্ত
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: - 'সিংহল সমুদ্র হতে নিশীথের …………… মালয় সাগরে'
A. অন্ধকার B. অন্ধকারে
C. তমসায় D. আঁধারের
৪৫। উপযুক্ত
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: 'যবে উৎপীড়িতের …………… আকাশে বাতাসে ধ্বনিবে না'
A. ক্রন্দনরোল B. ক্রন্দনধবনি
C. মহাক্রন্দন D. ক্রন্দনরব
৪৬। 'টাঁড়বারো' কে?
A. বুনো হরিণদের
দেবতা B. বুনো মহিষদের দেবতা
C. বাঘেদের দেবতা D. সাঁওতালদের
দেবতা
৪৭। 'প্রেম ও
প্রতাপের দ্বন্দ্ব'
সম্পর্কে সর্বাধিক প্রযোজ্য? সমালোচকের এই সমালোচনা নিম্নোলিখিত
কোন নাটকটি
A. নরক গুলজার B. বিসর্জন
C. কেনারাম
বেচারাম D. শেষরক্ষা
৪৮। 'মহেশ' কে?
A. একটি ষাঁড় B. একটি গরু
C. একজন চাষী D. একজন শ্রমিক
৪৯। নিম্নোক্ত
নাটকগুলির কোল্টিতে 'ব্রহ্মা' চরিত্র আছে?
A. নাথবতী অনাথবৎ B. রাজা
C. জনা D. নরক গুলজার
৫০। ভানুমতী
দোবরু পান্না-র কে হয়?
A. কন্যা B. পৌত্রী
C. দৌহিত্রী D. পৌত্রের কন্যা
৫১।
নিম্নোল্লিখিত রচনাগুলির মধ্যে কোনটিতে 'দুধিয়া' ফুলের উল্লেখ
আছে?
A. আরণ্যক B. গিরগিটি
C. টিচার D. কৃষ্ণকান্তের
উইল
৫২। টুনি - র
মায়ের নাম কি ?
A. মহালক্ষ্মী B. বীণাপাণি
C. নীরদা D. মণিমালা
৫৩। সন্তোষিনী
লীলাকে নিজের কাছে নিয়ে এসেছিলেন-
A. মাহেশের রথের
মেলা থেকে B.
রেলগাড়ীর কামরা থেকে
C. অনাথআশ্রম থেকে D. রেলস্টেশন থেকে
৫৪। 'অনাথভবন'-এর কত্রীর নাম
A. তরুবালা B. বিভাবতী
C. লীলাবতী D. প্রভাবতী
৫৫। উপযুক্ত
শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: '- ‘আমি ………… ধরি' বন্ধন-হারা
ধারা গঙ্গোত্রীর'
A. মহাদেব B. আশুতোষ
C. ব্যোমকেশ D. ভোলানাথ
৫৬। উপযুক্ত
শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: - 'আমরা তো জানি, স্বরাজ আনিতে
পোড়া…………… এনেছি খাস।'
A. ফুলকপি B.
বরবটি
C. দাড়িম্ব D. বার্তাকু
৫৭। নকছেদী ভকৎ-এর স্ত্রীর নাম
A. কুন্তা B. ভানুমতী
C. ধ্রু D. মঞ্চী
৫৮। 'তরুণ ভের্টরের
দুঃখ'-র রচয়িতা হলেন-
A. শিলার B. শেলী
C. গোটে D. বায়রন
৫৯। 'সমর ও শান্তি' গ্রন্থের
উপেক্ষিতা চরিত্রটির নাম
A. হেলেন B. নাটাশা
C. মারিয়া D. সোনিয়া
৬০। 'ফাউস্ট' প্রবন্ধের
বক্তব্য অনুযায়ী,
মানুষ যখন অতিমর্ত্যলোকে চলে, তখন তার সাথী হয়
A. শয়তান B. শাশ্বতী
C. সতী D. দেবতা
৬১। 'জীবনশিল্পী
রবীন্দ্রনাথ' প্রবন্ধের
বক্তব্য অনুযায়ী,
রুটিন এবং এগজামিনের ঘন ঘন চপেটাঘাতে আড়ষ্ট হয় আমাদের
A. পর্যবেক্ষণশক্তি B. পাঠ্যাসক্তি
C. চঞ্চলতা D. উপরের কোনটিই
নয়
৬২। টলস্টয়ের
বোকা আইভানের মত রাজস্ব চালাতে চেয়েছিলেন
A. জওহরলাল নেহরু B. বল্লভভাই
প্যাটেল
C. মহাত্মা গান্ধী D. লালবাহাদুর
শাস্ত্রী
৬৩। লবটুলিয়া
বইহারের জঙ্গলকে নানা প্রকার ফুলে ভরিয়ে দেবার বিষয়ে উদ্যোগী ছিলেন
A. বনোয়ারী
পাটোয়ারী B. মটুকনাথ
C. যুগলপ্রসাদ D. রাজু পাঁড়ে
৬৪। প্রণব এবং
মায়া চরিত্র দুটি কোথায় আছে?
A. গিরগিটি B. টিচার
C. গাছটা বলেছিল D. অবতরণিকা
৬৫। 'মায়া' কে যে গাছের
সঙ্গে তুলনা করা হয়েছে, সেটি হল
A. ডালিম গাছ B. বট গাছ
C. আম গাছ D. নারকোল গাছ
৬৬। শূয়োরমারি
বস্তি যে দুটি নদীর মাঝখানে অবস্থিত, সে দুটি নদীর নাম
A. কুশী ও কলবলিয়া B. ফল্গু ও গন্ডক
C. ফল্গু ও মহানদী D. গন্ডক ও মহানদী
৬৭। 'আরণ্যক' গ্রন্থে
উল্লিখিত সাঁওতাল রাজা-র নাম কি?
A. জ্বালাপ্রসাদ B. দোবরু পান্না
বীরবর্দী
C. দোবরু পান্না বীরাবর্দী D. নক্ছেদী ভগৎ
৬৮। উপযুক্ত
শব্দ বাছাই ক'রে শূন্যস্থান
পূর্ণ করুন: - 'বঙ্কিমচন্দ্রের
আলোচকদের ……………… বড়ো দলে ভাগ ক'রে দেখা যেতে
পারে'
A. দুটি B. তিনটি
C. চারটি D. কয়েকটি
৬৯। উপযুক্ত
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: - 'সমুদয় বৃত্তির ……… - হওয়ার নাম ধর্ম' ।
A. ঈশ্বরমুখী B. জীবনমুখী
C. সমাজমুখী D. মঙ্গলমুখী
৭০।
সৌন্দর্যতত্ত্ব বোঝাবার জন্য Lessing যে গ্রন্থটি লিখেছিলেন, সেটির নাম
A. Classicism B. Hero and Heroworship
C. Laokoon D. Science of Aesthetics
৭১। 'মনীষা' শব্দটির সঠিক
সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. মনস + ঈষা B মনস্ + ইষা
C. মন + ঈষা D. মন + ইষা
৭২। যে কৃৎ
প্রত্যয় দ্বারা মূল ধাতু থেকে অন্য ধাতু গঠন করা হয়, তাকে বলা হয় -
A. ধাত্ববয়ব B. কৃদন্ত
C. প্রাতিপদিক D. উপরের কোনটিই
নয়
৭৩। বহুব্রীহি
সমাসের ক্ষেত্রে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হ'লে, তাকে বলা হয়
A. ব্যাধিকরণ
বহুব্রীহি B. সমানাধিকরণ
বহুব্রীহি
C. মধ্য পদলোপী
বহুব্রীহি D. ব্যতিহার বহুব্রীহি
৭৪। 'উপদেশ'-এর সঠিক
পদান্তর কোন্টি?
A. উপদিষ্ট B. উপদেশাবলী
C. উপদিশ্যমান D. উপদর্শক
৭৫। 'পরীক্ষক'-এর সঠিক
পদান্তর কোন্ন্টি?
A. পরীক্ষার্থী B. পরীক্ষাধীন
C. পরীক্ষিত D. পরীক্ষা
৭৬। 'রসিক'-এর সঠিক
পদান্তর কোনটি?
A. রস B. রসায়নী
C. রসাল D. রসানো
৭৭। 'গৃহস্বামী' শব্দটির লিঙ্গ
পরিবর্তন করলে, পরিবর্তিত
রূপটি হবে
A. গৃহস্বামিনী B. গৃহকর্ত্রী
C. গিন্নী D. ঘরনী
৭৮। নিম্নোক্ত
বাক্যাংশটি সঙ্কোচন করুন এবং এককথায় সঠিক শব্দটি চিহ্নিত করুনঃ 'লাল রঙের পদ্ম'
A. কুবলয় B. ইন্দীবর
C. কমল D. কোকনদ
৭৯। 'পতিপুত্রহীনা
নারী' এই বাক্যাংশটি
সঙ্কোচন করে একথায় সঠিক শব্দটি চিহ্নিত করুন
A. অবীরা B. বীরা
C. অসহায়া D. বিধবা
৮০। যে শব্দের
কোনোপ্রকার রূপান্তর ঘটে না, তাকে বলা হয়
A. অপরিবর্তনীয় B. অব্যয়
C. অরূপ D. অব্যয়ীভাব
৮১। 'বিদ্যারত্ন'-এর সঠিক
ব্যাসবাক্য কোনটি?
A. বিদ্যা রূপ
রত্ন B. রত্ন রূপ
বিদ্যা
C. বিদ্যার রত্ন D. বিদ্যা এবং
রত্ন
৮২। নিম্নোক্ত
ব্যাসবাক্যটি কোন্ সমাসের প্রতি ইঙ্গিত করে
'অষ্ট অধিক দশ'
A. মধ্য পদলোপী
কর্মধারয় B.
মধ্য পদলোপী বহুব্রীহি
C. দ্বিগু D. দ্বন্দ্ব
৮৩। 'মর্মস্থলে কষ্ট
প্রদানকারী'-এই বাক্যাংশটি
সঙ্কোচন ক'রে এককথায় সঠিক
শব্দটি চিহ্নিত করুন
A. মর্মদাহী B. অরুন্তদ
C. মর্মপীড়া D. চিত্তদাহক
৮৪। উপযুক্ত
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: 'অতি + ঊধর্ব =
A. অত্যুধর্ব B. অত্যুধর্ব
C. অত্যাধর্ব D. অতীধর্ব
৮৫। উপযুক্ত
শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন: 'মাংস + ওদন' =
A. মাংসৌদন B. মাংসোদন
C. মাংসদন D. মান্সদন
৮৬। উপযুক্ত
শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন: 'সু + স্থা + ক' =
A. সুস্থ B. স্বস্থ
C. স্বাস্থ্য D. উপরের কোনটিই
নয়
৮৭। উপযুক্ত
শব্দ বাছাই করে শূন্যস্থান পূর্ণ করুন: 'প্রত্যয়ান্ত পদকে বলে'
A. নামশব্দ B. প্রাতিপদিক
C. তদ্ধিতান্ত D. সাধিত শব্দ
৮৮। উপযুক্ত
শব্দটি নির্বাচন ক'রে শূন্যস্থান
পূর্ণ করুন: - 'বিভক্তিগুলি
সাধারণত সুস্পষ্টভাবে ………… বা ধাতুর সহিত
সংলগ্ন হয়'
A. পদের B. কারকের
C. ক্রিয়ার D. শব্দের
৮৯। নিম্নরেখ
পদটির সঠিক কারক ও বিভক্তি চিহ্নিত করুন: 'গ্রীষ্মকাল এমনিতেই
বিদ্যুতের খরচা বেশী'
A. কালাধিকরণে 'এ' বিভক্তি B.
কর্তৃকারকে 'এ' বিভক্তি
C. নিমিত্তকারকে 'এ' বিভক্তি D.
করণকারকে 'এ' বিভক্তি
৯০। নিম্নরেখ
পদটির সঠিক কারক ও বিভক্তি চিহ্নিত করুন: 'এখনও তাস
খেলছেন?'
A. নিমিত্তকারকে 'শূন্য' বিভক্তি B. নিমিত্তকারকে 'এ' বিভক্তি
C. করণ কারকে 'শূন্য' বিভক্তি D. কর্মকারকে 'এ' বিভক্তি
৯১। বিশুদ্ধ
শব্দটি নির্বাচন করুন
A. দূষণীয় B. দূষনীয়
C. দোষণীয় D. দোষনীয়
৯২। বিশুদ্ধ
শব্দটি নির্বাচন করুন
A. ঊর্ধ B. ঊর্ধব্য
C. ঊর্ধ D. ঊধর্ব
৯৩। বিশুদ্ধ
শব্দটি নির্বাচন করুন
A. পরিত্যজ্য B. পরিত্যাজ্য
C. পরিতজ্য D. পরিতাজ্য
৯৪। বিশুদ্ধ শব্দটি
নির্বাচন করুন
A. ব্যথিত B. ব্যাথিত
C. বেথিত D. ব্যাথিতো
৯৫। উপযুক্ত
শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন: - 'ক্রিয়ার মধ্যে বাক্যমধ্যস্থ
বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্বন্ধ, তাকে …………বলে'।
A. বিভক্তি B. সমাস
C. সন্ধি D. কারক
৯৬। ১৮০১ সালে
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের দায়িত্বভার প্রাপ্ত হয়েছিলেন ?
A. মৃত্যুঞ্জয়
বিদ্যালঙ্কার B. ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর
C. উইলিয়াম কেরী D. রামমোহন রায়
৯৭। নীচের
কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নয়?
A. আনন্দবিদায় B. মেবার পতন
C. সাজাহান D. আলমগীর
৯৮। 'সুখের লাগিয়া
এঘর বাঁধিনু' শীর্ষক পদটি
কার রচনা?
A. চণ্ডীদাস B. জ্ঞানদাস
C. গোবিন্দদাস D. রায়শেখর
৯৯। 'দ্বিতীয়
বিদ্যাপতি' বিশেষণটি কোন্
কবি সম্পর্কে প্রযুক্ত হয়?
A. গোবিন্দদাস B. চন্ডীদাস
C. জ্ঞানদাস D. বলরামদাস
১০০। নীচের
কোনটি 'রাঢ়ের মহাকাব্য' হিসেবে কোথাও
কোথাও উল্লিখিত হয়?
A. মহারাষ্ট্র-পুরাণ B. শিবায়ন
C. ধর্মমঙ্গল D. চণ্ডীমঙ্গল
আরও দেখুন -
WB PSC Assistant Master BENGALI QUESTION - 2013
WB PSC Assistant Master BENGALI QUESTION - 2014
WB PSC Assistant Master BENGALI QUESTION - 2015
WB PSC Assistant Master in Govt. School - 2012
উত্তর:
৮। B ৯। D ১০। A ১১। ৫ ১২। A ১৩। A ১৪। B
১৫। B ১৬। C ১৭। D ১৮। A ১৯। A ২০। C ২১। C
২২। C ২৩। D ২৪। A ২৫। B ২৬। B ২৭। A ২৮। D
২৯। B ৩০। A ৩১। B ৩২। B ৩৩। A ৩৪। B ৩৫। C
৩৬। A ৩৭। A ৩৮। C ৩৯। C ৪০। B ৪১। B ৪২। A
৪৩। A ৪৪। B ৪৫। A ৪৬। B ৪৭। B ৪৮। A ৪৯। D
৫০। D ৫১। A ৫২। D ৫৩। A ৫৪। B ৫৫। C ৫৬। D
৫৭। D ৫৮। C ৫৯। D ৬০। B ৬১। A ৬২। C ৬৩। C
৬৪। A ৬৫। A ৬৬। A ৬৭। B ৬৮। B ৬৯। A ৭০/ C
৭১। A ৭২। A ৭৩। B ৭৪। A ৭৫। A ৭৬। A ৭৭। A
৭৮। D ৭৯। A ৮০। B ৮১। C ৮২। A ৮৩। B ৮৪। A
৮৫। A ৮৬। A ৮৭। B ৮৮। D ৮৯। A ৯০। C ৯১। A
৯২। D ৯৩। B ৯৪। A ৯৫। D ৯৬। A ৯৭। D ৯৮। B
৯৯। A ১০০। C
ONLINE BENGALI SLST CLASS