WB PSCAssistant
Master in Govt. School
BENGALI
QUESTION - 2015
১। নির্জন জঙ্গলে যে জিন-পরী থাকে তাকে বলে-
A. টাড়বারো B. জিন ঝরা
C. ডামাবাণু D. বোমাইবুরু
২। সোমথ মেয়ে কাঁধে নিয়ে মাগি ভারি বিপদে পড়েছে, তাই শশী ঘুর ঘুর করছে।' শশী কোথায় থাকে
A. শিয়ালদহে B. মানিকতলা
C. বউবাজার D. উল্টোডাঙ্গা
৩। উপযুক্ত শব্দগুচ্ছ বেছে নিয়ে গফুরের শেষ প্রার্থনা
বাক্যটি পূর্ণ করুন-'তার কসূর- -মাপ করো না'।
A. যেন তুমি কখনো B. তুমি যেন কখনো
C. যেন কখনো তুমি D. কখন যেন তুমি
81 মানব সৌন্দর্যের
প্রতিরূপক হিসাবে চিহ্নিত হলেন-
A. হেলেন B. গ্রেচেন
C. এঞ্জিলা D. ফাউস্ট
৫। 'ওগো পুরবাসী আমি দ্বারে
দাঁড়ায়ে আছি উপবাসী'- গানটি কার কণ্ঠে গীত
হয়েছে?
A. হারু B. জয় সিংহ
C. গুণবতী D. অপর্ণা
৬। 'আমার কৈফিয়ৎ' কবিতায় মহামারী রূপে কোন রোগের উল্লেখ আছে?
A. জ্বর B. বসন্ত
C. ম্যালেরিয়া D. ওলাওঠা
৭। 'কোনো এক দিগন্তের
জলসিঁড়ি নদীর ধারে ধানক্ষেতের কাছে।'- উদ্ধৃতাংশটি যে কবিতা থেকে নেওয়া সেখানে কোন মাসের কথা বলা হয়েছে?
A. চৈত্র B. কার্তিক
C. অগ্রহায়ণ D. ফাল্গুন
৮। 'বলয়গ্রাস' উপন্যাসটি প্রকাশিত হয়-
A. ১৩৫২ বঙ্গাব্দে B. ১৩৫৬ বঙ্গাব্দে
C. ১৩৬০ বঙ্গাব্দে D. ১৩৫০ বঙ্গাব্দে
৯। প্রসাদপুর কোন নদীর তীরে অবস্থিত?
A. চিত্রা B. ভাগীরথী
C. মধুমতী D. ইছামতী
১০। 'উদাসীন' শব্দটির পদান্তর করুন-
A. উদার B. ঔদরিক
C. ঔদাসীন্য D. উদাসিনতা
১১। শুদ্ধ শব্দটি নির্বাচন করুন-
A. নীরিক্ষণ B. নিরীক্ষণ
C. নিরীক্ষন D. নিরিক্ষণ
১২। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের সংখ্যা হল-
A. ৬টি B. ৮টি
C. ১০টি D. ৭টি
১৩। 'রঙ্গমল্লী' নাটকটির প্রকাশ কাল হল-
A. ১৯০৮ খ্রী: B. ১৯১২ খ্রী:
C. ১৯১৫ খ্রী: D. ১৯১৩ খ্রী:
১৪। 'নগর বসালাম সাগর
বাঁধিলাম মানিক পাবার আশে।'-কার রচিত পদ?
A. জ্ঞানদাস B. গোবিন্দদাস
C. যাদবেন্দ্র D. চন্ডীদাস
১৫। 'অখিলে বিদ্যার কীর্ত্তি
মহারাজ চক্রবর্তী কীর্ত্তিচন্দ্র নরেন্দ্র প্রধান।'-
A. রামদাস অদক B. সীতারাম দাস
C. ঘনরাম চক্রবর্তী D. রূপরাম চক্রবর্তী
১৬। রেখাঙ্কিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করুন-নিয়ে গেল
ধরে কাঁধে তুলি লাঠিগাছ-
A. অধিকরণ কারকে 'এ'
বিভক্তি B.
সম্বন্ধ পদে শূন্য বিভক্তি
C. কর্তৃকারকে শূন্য
বিভক্তি D. কর্মকারকে শূন্য বিভক্তি
১৭। এক কথায় প্রকাশ করুন-যে নারীর হাসি মিষ্ট
A. সুচিস্মিতা B. সুস্মিতা
C. লাস্যময়ী D. সুহাসিনী
১৮। 'টিচার' গল্পের বিষয়বস্তুতে যে সময়ের কথা ফুটে উঠেছে-
A. দেশ ভাগ B. খাদ্য আন্দোলন
C. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও
মন্বন্তর D. নকশাল আন্দোলন
১৯। শশীভূষণের শিক্ষাগত যোগ্যতা হল-
A. এম.এ,বি.এল. B. এম.এ,এল.এল.বি
C. ব্যারিস্টার D. বি.এ,বি.এল.
২০। 'জীবন শিল্পী রবীন্দ্রনাথ' প্রবন্ধটি কত সালে প্রকাশিত?-
A. ১৯২৭ খ্রী: B. ১৯৩১ খ্রী:
C. ১৯৩২ খ্রী: D. ১৯৩৪ খ্রী:
২১। পশ্চিমবঙ্গ সেল চিত্রগুপ্তের কাছে কতগুলি স্মারক লিপি
পেশ করেছে?-
A. এক হাজার B. বারো শত
C. সাতশত পঞ্চাশ D. নয় শত
২২। 'হাওয়ার রাত' কবিতায় 'অন্ধকার'
কে কোন উপমায় চিহ্নিত করা হয়েছে?
A. স্ফীত সমুদ্র B. নীল মত্ততা
C. বাঘিনীর গর্জন D. উত্তাল বাতাস
২৩। কথায় বলে লাখ কথা নইলে বিয়ে হয় না-মন্তব্যটি কার?
A. মহালক্ষ্মী B. বীণাপানি
C. সুকৃতি দেবী D. গৃহিনীর
২৪। নিম্নোক্ত কোন গ্রন্থটি প্রমথ চৌধুরীর রচনা নয়?-
A. ঘরে বাইরে B. তোতা ইতিহাস
C. আত্মকথা D. দু ইয়ারকি
২৫। মাথুর রসপর্যায়ের শ্রেষ্ঠ কবি কে?
A. বিদ্যাপতি B. চন্ডীদাস
C. জ্ঞানদাস D. যাদবেন্দ্র
২৬। 'নন্দবিদায়' গীতিনাট্যের প্যারডি হল-
A. প্রায়শ্চিত্ত B. বিরহ
C. আনন্দবিদায় D. সোরাব রুস্তম
২৭। নিম্নোক্ত শব্দটির পদান্তর করুন- অপাবরণ
A. অপবাহক B. অপাবৃত
C. অপহৃত D. অপবাহিত
২৮। এক কথায় প্রকাশ করুন-ভগবান বিষ্ণুর শঙ্খ
A. চক্র B. পঞ্চশাঁখ
C. সশঙ্খ D. পাঞ্চজন্য
২৯। 'ফলিডল! তার মানে সুইসাইড
কেস'-
কার উক্তি
A. যম B. চিত্রগুপ্ত
C. ব্রহ্মা D. ফুল্লরা
৩০। গ্যেটের পুত্রবধূ ছিলেন-
A. গ্রেচেন B. লুইস
C. ক্রিস্টিয়ানা D. মার্গারেট
৩১। রবীন্দ্রনাথের সমস্ত মনীষার মূলে ছিল-
A. ধর্মবোধ B. মানবিকতাবোধ
C. ধর্মসাধনা D. শুদ্ধ চিন্তন বোধ
৩২। রাম-মিত্র সুগ্রীব কোন নগরের অধিপতি?
A. অযোধ্যা B. লঙ্কাপুরী
C. দন্ডকারণ্য D. কিষ্কিন্ধ্যা
৩৩। 'কুড়ি বছর পর' কবিতার সর্বমোট পংক্তি সংখ্যা কয়টি?
A. ২০টি B. ৩১টি
C. ২৭টি D. ৩৫টি
৩৪। বিধবা হয়েও যিনি মাছ খান
A. রোহিনী B. তারিনীর মা
C. সুরধুনী D. হীরা
৩৫। নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি ভিন্ন জাতীয় গ্রন্থ?
A. বলিদান B. মেবারপতন
C. নীলদর্পণ D. বঙ্গনারী
৩৬। শুদ্ধ শব্দটি নির্বাচন করুন-
A. শারীরিক B. শারীরীক
C. শারিরিক D. শারিরীক
৩৭। 'জন্ম যবনিকা প্রান্তে
মেলি নব নেত্র সুকুমার দেখিলাম জলস্থল, শূন্য,
শুষ্ক বিহ্বল জর্জর।'-উদ্ধৃতাংশটি যে কবিতা থেকে নেওয়া তার নাম হল-
A. যক্ষের নিবেদন B. অত্র আবীর
C. চম্পা D. সমুদ্রাষ্টক
৩৮। 'দ্যুলোক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হল-
A. দুঃ + লোক B. দুশঃ + আলোক
C. দুঃ + আলোক D. দিব্ + লোক
৩৯। 'গাছটি বলেছিল' গল্পে তৃতীয় মৃত্যু ঘটেছিল কার?
A. পাঁচু চোর B. দারোগা
C. ঝুরণ বুড়ি D. বুড়ো নেলোদা
৪০। 'যে দিন পড়বে না মোর
পায়ের চিহ্ন এই বাটে।' 'রবীন্দ্রনাথের গান' প্রবন্ধের কোন পরিচ্ছেদে পংক্তিটির উল্লেখ আছে?
A. প্রথম B. দ্বিতীয়
C. তৃতীয় D. চতুর্থ
৪১। 'চন্ডীদাসের সর্বস্ব
আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চন্ডীদাস' - মন্তব্যটি করেন,
A. সুকুমার সেন B. নরেশচন্দ্র জানা
C. শঙ্করীপ্রসাদ বসু D. অসিত কুমার
বন্দ্যোপাধ্যায়
৪২। 'জিঘাংসা' শব্দটির প্রত্যয় হল-
A. জি + ঘৃ + যৎ B. হন্ + সন্ + অ + আ
C. জি + ঘঙ + অ + আ D. জি + ঘঙ + শানচ
৪৩। নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে হরপ্রসাদ রায়ের গ্রন্থটি
হল-
A. পদার্থ কৌমুদি ফেবুলিস্ট B. ওরিয়েন্টাল
C. পুরুষ পরীক্ষা D. তোতা ইতিহাস
৪৪। ১৫৮৪ শকাব্দে রচিত 'অনাদিমঙ্গল'
কাব্যের রচয়িতা হলেন-
A. রামদাস আদক B. ঘনরাম চক্রবর্তী
C. সীতারাম দাস D. রূপরাম চক্রবর্তী
৪৫। ভ্রমর কলকাতায় গোবিন্দলালকে মাসিক কত টাকা পাঠাতেন-
A. ৭০০ টাকা B. ২০০০ টাকা
C. ১০০০ টাকা D. ৫০০ টাকা
৪৬। 'পর্যটন' শব্দটির সন্ধি বিচ্ছেদ গল-
A. পর + অটন B. পর্য + টন
C. পরি + অটন D. পর্য: + টন
৪৭। বাক্যস্থিত বিশেষ্য বা সর্মনামের সঙ্গে ক্রিয়াপদের
সম্পর্ক নির্ণয়ই হল-
A. সমাস B. কারক
C. প্রত্যয় D. সন্ধি
৪৮। 'বঙ্গনারী' নাটকে কোন নাটকের প্রভাব বিদ্যমান?
A. বলিদান B. লীলাবতী
C. প্রফুল্ল D. পরপারে
৪৯। 'একে নারী কুলবর্তী অবলা
বলে লোকে। কানু-পরিবাদ হৈল পুড়্যা মরি শোকে।।'- কার লেখা পদ থেকে পংক্তি দুটি উদ্ধৃত?
A. নসির মামুদ B. জ্ঞানদাস
C. চন্ডীদাস D. বলরাম দাস
৫০। বেহুলাকে ফিরিয়ে আনতে তার যে ভাই যায় নি-
A. সুবল B. হরি
C. সুকুমার D. সঙ্কাই
৫১। যা + যত্ + বর = ………… শূন্যস্থানে সঠিক শব্দটি নির্বাচন করুন।
A. জাহ্নবী B. যাযাবর
C. যাওয়া D. জালিয়াত
৫২। এক কথায় প্রকাশ করুন-যাহা পান করা হয় নাই।
A. অপীত B. অপেয়
C. অপত্য D. অপানীয়
৫৩। শুদ্ধ শব্দটি নির্বাচন করুন-
A. বিস্ফোরন B. 'বিস্ফোরন
C. বিস্ফোরণ D. বিস্ফোরণ
৫৪। 'দ্যাখ গিরীন, দ্যাখ,
ধেড়ে মেয়ের কান্ড দেখ!' - এখানে 'কান্ড'
বলতে কী বোঝানো হয়েছে?
A. থালা থেকে সন্দেশ খাওয়া
B. আপেল চুরি করে খাওয়া
C. কাঁচা ডাল চিবানো
D. রায় বাহাদুরকে লুকিয়ে
দেখা
৫৫। গিরিবালা কোন পাঠ্যপুস্তক ছিঁড়ে পথে ফেলে দিয়েছিল?
A. কথামালা B. চারুপাঠ
C. বোধোদয় D. আখ্যান মঞ্জরী
৫৬। রবীন্দ্রনাথের 'কর্তার ইচ্ছায় কর্ম' রচনাটি কোন সালে
প্রকাশিত হয়?
A. ১৯৩৩ খ্রী: B. ১৯১৭ খ্রী:
C. ১৯০৮ খ্রী: D. ১৯২১ খ্রী:
৫৭। 'বাবু পান খাওয়াবে' গানটি কোন অঙ্কের কোন দৃশ্যে গীত হয়েছে?
A. ২/৩ B. ১/৪
C. ২/২ D. ২/৫
৫৮। 'বিসর্জন' নাটকে প্রাসাদ কক্ষে মোট কয়টি দৃশ্য অভিনীত হয়েছে?
A. ৫টি দৃশ্য B. ৪টি দৃশ্য
C. ৭টি দৃশ্য D. ৩টি দৃশ্য
৫৯। গুরু ক'ন, 'তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা!'- কবি 'গুরু'
বলে কাকে সম্বোধন করেছেন?
A. মসুসূদন দত্ত B. সজনী কান্ত দাস
C. রবীন্দ্রনাথ ঠাকুর D. মোহিতলাল মজুমদার
৬০। 'লো সরমে কে আছে সীতার আর
এ অররুপুরে?'
-এখানে 'অররু' শব্দের অর্থ কী?
A. শত্রু B. রাক্ষস
C. অজানা D. প্রবাস
৬১। স্যার এডুইন আর্নল্ড কে উৎসর্গ করা ইংরাজি গ্রন্থ 'The
Lyrics of ind'-গ্রন্থের রচয়িতা হলেন
A. সত্যেন্দ্রনাথ দত্ত B. প্রমথ চৌধুরী
C. দ্বিজেন্দ্রলাল রায় D. মধুসূদন দত্ত
৬২। 'সব দুখ আজি গেল হে দূরে।
হারান রতন পাইলাম কোরে।।'-পদটি কোন
রসপর্যায়ের অন্তর্ভুক্ত?
A. নিবেদন B. ভাবোল্লাস
C. অনুরাগ D. মাথুর
৬৩। উজানি নগরের রাজকন্যা হল
A. বেহুলা B. সনকা
C. জয়াবতী D. রঞ্জাবতী
৬৪। এক কথায় থাকিবার ইচ্ছা। প্রকাশ করুন-জীবিত
A. জিহীর্ষা B. জীবদ্দশা
C. জিজ্ঞাসা- D. জিজীবিষা
৬৫। হন্ + ক্যপ্ + আ যথার্থ- শূন্যস্থানে
A. হত্যা B. হরণ
C. কন্যা D. কণিষ্ঠা
৬৬। 'কৌপীনধারী' শব্দটির মধ্যে নিহিত সমাস হল-
A. মধ্যপদলোপী কর্মধারয় B. দ্বন্দ্ব
C. রূপক তৎপুরুষ D. উপপদ তৎপুরুষ
৬৭। প্রণব মায়াকে সুকুমারদের পাড়ার ঘটনা শুনিয়েছিল। সুকুমার
এর পুরো নাম হল-
A. সুকুমার রায় B. সুকুমার ভঞ্জ
C. সুকুমার মিস্ত্রি D. সুকুমার পাল
৬৮। 'বিশ্ব ব্রহ্মান্ডে সব
কিছু জোড়ায় আছে।' মন্তব্যটি কার?-
A. বিজ্ঞানী সি. ভি. রমন B. বিজ্ঞানী আব্দুল কালাম
C. বিজ্ঞানী চন্দ্রকান্ত D. বিজ্ঞানী অসীম বোস
৬৯। রবীন্দ্রনাথ এক প্রকার বে সরকারি লিগ স্থাপন করেছিলেন, যেটি হল-
A. লিগ অব নে B. লিগ অব আর্ট
C. লিগ অব ইউনিটি D. লিগ অব কালচারস্
৭০। 'কাব্যের অভিব্যক্তি' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
A. প্রবাসী B. সাহিত্য
C. সবুজপত্র D.. বঙ্গদর্শন
৭১। প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত গ্রন্থনামের সঙ্গে
প্রকাশকালের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি নির্দেশ করুন।
প্রথম তালিকা দ্বিতীয় তালিকা
ক. ইতিহাস মালা ⅰ) ১৮০২ খ্রী:
খ. কথামালা ii)
১৮১২ খ্রী:
গ. রাজাবলি iii)
১৮৫৬ খ্রী:
ঘ. হিতোপদেশ iv)
১৮০৮ খ্রী:
সংকেত – ক খ গ ঘ
(A) i iv ii iii
(B) ii iii iv i
(C) iii
i ii
iv
(D) iii iv
ii i
৭২। 'ঘন ঘন ঝন ঝন বজর-নিপাত।
সুনইতে শ্রবণে মরম জরি যাত।'-কার রচিত পদ?
A. জ্ঞানদাস B. চন্ডীদাস
C. গোবিন্দদাস D. বিদ্যাপতি
৭৩। 'আরোহণ' শব্দের সঠিক পদান্তর হল-
A. আরোহিত B. আসীন
C. আরোহিখ D. আরূঢ়
৭৪। 'আত্মবান' শব্দের যথাযথ প্রত্যয় হল-
A. আত্ম + শানচ্ B. আত্ম + আবান
C. আত্মন্ + মতুপ D. আত্মপ + ইতপ
৭৫। 'নিরুপমা' শব্দটিতে কোন সমাস নিহিত?-
A. নঙ্ বহুব্রীহি B. দ্বন্দ্ব
C. অব্যয়ীভাব D. কর্মধারয়
৭৬। নবারুণ ও প্রভাতি সংঘের লড়াইতে কে মারা গেছে?
A. ঘচো B. নেংটি
C. মানকে D. ঘোড়ুই
৭৭। 'জানিয়াছি দেবতার নামে
মনুষ্যত্ব হারায় মানুষ'-কে এই মন্তব্য
করেন?
A. জয়সিংহ B. রঘুপতি
C. অপর্ণা D. গোবিন্দ মাণিক্য
৭৮। নজরুলের 'বিদ্রোহী'
কবিতার প্রথম শ্রোতা ছিলেন-
A. সজনীকান্ত দাস B. মুজফ্ফ্ফর আহমদ
C. রবীন্দ্রনাথ ঠাকুর D. যোগানন্দ দাস
৭৯। 'পদাতিক' কাব্য অবলম্বনে প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত কবিতার পংক্তিগুলির সঙ্গে
শিরোনামের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি নির্দেশ করুন-
প্রথম তালিকা দ্বিতীয় তালিকা
ক. সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী ⅰ) মেদিনের কবিতা
খ. মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না ii) প্রস্তাব ১৯৪০
গ. নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন iii) কানামাছির গান
ঘ. অস্ত্র মেলেনি এতদিন; তাই-ভেজেছিতান iv) রোমান্টিক
সংকেত ক খ গ ঘ
(A) iii i iv ii
(B) iv
i ii
iii
(C) iii
iv ii i
(D) i iii ii iv
৮০। কোথায় কুকি রমণীর নৃত্য প্রদর্শিত হবে বলে উল্লিখিত
আছে-
A. মথুরাহাটির মেলায় B. মন্দির প্রাঙ্গনে
C. গোমতী তীরে D. নিশিপুরে
৮১। প্রমীলার ঘোটকীর নাম কি?
A. অশ্বিনী B. অশ্বস্বর
C. বড়বা D. সিন্ধু ঘোটক
৮২। 'চাঁদের পাড়ায় মেঘের
দুরভিসন্ধি'
চরণটি যে কবিতা থেকে নেওয়া-
A. কানামাছির গান B. রোমান্টিক
C. মে দিনের কবিতা D. সকলের গান
৮৩। ফনৈতি হল এক প্রকার-
A. আদিবাসী নৃত্য B. ফসল কাটার উৎসব
C. যাত্রা পালা D. ঘোড়ার নাচ
৮৪। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের
সম্পাদনায় 'বাইশ কবির মনসামঙ্গল' কবে প্রকাশিত হয়?
A. ১৯৫৪ খ্রী: B. ১৯৫০ খ্রী:
C. ১৯৪৫ খ্রী: D. ১৯৬০ খ্রী:
৮৫। 'সম্মুখ' শব্দটিতে নিহিত সমাস হল-
A. রূপক কর্মধারয় B. অব্যয়ীভাব
C. অলুক তৎপুরুষ D. উপমিত কর্মধারয়
৮৬। ভূবন সরকার মায়ার ছুটে চলাকে কিসের উপমায় ভূষিত করেছিল?
A. বুলবুলি B. চিতাবাঘ
C. রাজহংসী D. খরগোস
৮৭। কোন গাছের ডালে মহেশকে বেঁধে রাখা হয়েছিল?
A. পিটালি B. শিরীষ
C. কাঁঠাল D. বাবলা
৮৮। 'বিসর্জন' নাটকটির ইংরাজি অনুবাদ কত খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়?
A. ১৮৯০ খ্রী: B. ১৯১৭ খ্রী:
C. ১৯১৩ খ্রী: D. ১৯০৩ খ্রী:
৮৯। 'বঙ্কিম প্রতিভা' প্রবন্ধটি মুসলিম সাহিত্য সমাজের কোন অধিবেশনে পঠিত হয়েছিল?
A. চতুর্থ বার্ষিক অধিবেশন B. পঞ্চম বার্ষিক অধিবেশন
C. সপ্তম বার্ষিক অধিবেশন D. ষষ্ঠ বার্ষিক অধিবেশন
৯০। 'হাসির গান' কাব্যটি কোন কবির প্রভাবে রচিত?
A. বারহাম B. শেলী
C. কীটস্ D. শেকস্পীয়র
৯১। 'লৌকিক' শব্দের প্রত্যয় হল-
A. লোক + ইক্ B. লোক + মতুপ
C. লোক + শান্ত D. লোক + ষ্ণিক্
৯২। 'বিদ্রোহী' কবিতায় কবি 'আমি' শব্দটি কতবার ব্যবহার করেছেন?
A. ১১৯ বার B. ১৪৭ বার
C. ১৩৯ বার D. ১৩২ বার
৯৩। 'হায়, ইতিহাস-হাতে বাঁধা' শূন্যস্থান
চিহ্নিত অংশে নির্বাচিত শব্দটি হল-
A. রাজনীতির B. মানুষের
C. অর্থনীতির D. জীবনের
৯৪। চেম্বার্সের 'Rudiment of Knowledge' অবলম্বনে লিখিত গ্রন্থটি হল-
A. জীবনচরিত B. লিপিমালা
C. কথামালা D. বোধোদয়
৯৫। 'সিন্ধু ইন্দু বেদ শক
পরিমাণ। নৃপতি হুসেন শাহ গৌড়ের প্রধান।।'- কোন কবির কাব্য রচনাকাল বিষয়ক শ্লোক?
A. বিপ্রদাস পিপলাই B. বিজয় গুপ্ত
C. তন্ত্রবিভূতি D. নারায়ণদেব
৯৬। শিক্ষক মহাশয় ছাত্রটিকে বেত মারিলেন। - রেখাঙ্কিত
শব্দটির কারক ও বিভক্তি হল
A. কর্ম কারকে শূন্য
বিভক্তি B. করণ কারকে শূন্য বিভক্তি
C. অপাদান কারকে শূন্য
বিভক্তি D. কর্তৃকারকে শূন্য
বিভক্তি
৯৭। 'অন্তরাত্মা' শব্দটির সন্ধি বিচ্ছেদ হল -
A. অন্তর্ + আত্মা B. অন্ত: আত্মা
C. অন্ত + রাত্মা D. আন্ত্য: + আত্মা
৯৮। 'কারুর বাড়ি খুঁজছি না
আমরা...একটি মেয়েকে খুঁজছি'- কে মেয়েকে খুঁজছে?
A. জ্যোতিপ্রকাশ B. শরৎশশী
C. মণিমালা D. বীণাপাণি দেবী
৯৯। ননীচোর নাটুয়া সেজে মেলায় ঘুরে বেড়িয়েছেন যিনি-
A. দশরথ B. ধাতুরিয়া
C. নকছেদী D. ভিটলদাস
১০০। 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছদ সংখ্যা হল-
A. ২৩ টি B. ১৫ টি
C. ২৭ টি D. ৩১ টি
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2012
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2013
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2014
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2015
WB PSCAssistant
Master in Govt. School
2015
উত্তর:
১। C ২। D ৩। B ৪। A ৫। D ৬। C ৭। D
৮। B ৯। A ১০। C ১১। B ১২। B ১৩। D ১৪। B
১৫। C ১৬। D ১৭। A ১৮। C ১৯। A ২০। B ২১। D
২২। C ২৩। D ২৪। B ২৫। A ২৬। C ২৭। B ২৮। D
২৯। C ৩০। B ৩১। A ৩২। C ৩৩। C ৩৪। B ৩৫। B
৩৬। A ৩৭। C ৩৮। D ৩৯। A ৪০। B ৪১। C ৪২। B
৪৩। C ৪৪। A ৪৫। D ৪৬। C ৪৭। B ৪৮। A ৪৯। C
৫০। D ৫১। B ৫২। A ৫৩। D ৫৪। C ৫৫। D ৫৬। B
৫৭। B ৫৮। D ৫৯। C ৬০। B ৬১। C ৬২। B ৬৩। D
৬৪। D ৬৫। A ৬৬। D ৬৭। B ৬৮। C ৬৯। D ৭০। C
৭১। B ৭২। A ৭৩। D ৭৪। C ৭৫। A ৭৬। B ৭৭। D
৭৮। B ৭৯। A ৮০। D ৮১। B ৮২। B ৮৩। D ৮৪। A
৮৫। B ৮৬। C ৮৭। D ৮৮। B ৮৯। C ৯০। A ৯১। D
৯২। B ৯৩। C ৯৪। D ৯৫। A ৯৬। B ৯৭। B ৯৮। A
৯৯। A ১০০। D