HEADER ADDS

PSC Bengali Question - 2014

WB PSC Assistant Master in Govt. School

BENGALI QUESTION - 2014


SLST PREPERATION এর জন্য যোগাযোগ করতে  - ক্লিক করুন 


১। সঠিক শব্দটি চিহ্নিত করুন

A. পৌরহিত্য                               B. পৌরোহিত্য

C. পৌরহিত্যো                            D. পৌরহিত্যো

২। বিধাতা সকলের দিকে সমানভাবে দৃষ্টি নিবদ্ধ করেন। রেখাঙ্কিত শব্দের লিঙ্গ পরিবর্তন করুন-

A. বিধাত্রী                                   B. ভগবান

C. বিধাতৃ                                    D. বসুন্ধরা

৩। 'ঈশ্বর' শব্দের পদান্তর করুন-

A. ঈশ্বরপ্রদত্ত                              B. ঐশী

C. ঈশ্বরিত                                  D. ঐশ্বরিক

৪। "এই ঘাসের ……… ছানি চোখে চোখ ঘষি।" - শূন্যস্থান পূরণ করুন।

A. হাত                                      B. সবুজ

C. শরীর                                     D. চোখ

৫। রূপকথাধর্মী গ্রন্থ 'ফাউস্ট' আসলে একটি-

A. উপন্যাস                                B. কাব্য

C. নাটক                                    D. ছোটোগল্প

৬। 'মনসামঙ্গল' কাব্যের আদি কবি হলেন

A. বিপ্রদাস পিপলাই                      B. নারায়ণ দেব

C. কেতকাদাস ক্ষেমানন্দ               D. কানাহরি দত্ত

৭। 'বাংলার গ্যারিক' হিসেবে চিহ্নিত অভিনেতা হলেন

A. মনোমোহন বসু                        B. বিজন ভট্টাচার্য

C. গিরিশচন্দ্র ঘোষ                        D. অমৃতলাল বসু

৮। কাকে বিদ্রুপ করে 'আনন্দ বিদায়' প্রহসনটি রচিত হয়-

A. বঙ্কিমচন্দ্র                                B. বিদ্যাসাগর

C. প্রমথ চৌধুরী                            D. রবীন্দ্রনাথ

৯। প্রমথ চৌধুরীর কবিতাকে 'ইস্পাতের ছুরি' কে বলেছিলেন?

A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়            B. রবীন্দ্রনাথ ঠাকুর

C. দীনেশচন্দ্র সেন                        D. সুকুমার সেন

১০। সত্যেন্দ্রনাথের 'চম্পা' কবিতায় কোন্ ঋতুর প্রাধান্য?

A. বর্ষা                                       B. শীত

C. বসন্ত                                     D. গ্রীষ্ম

১১। 'ভৌগোলিক' শব্দের প্রত্যয় হল-

A. ভূগোল + ষ্মিক                        B. ভূগোল + শানচ্

C. ভূ + গোল + ইক                     D. ভূ-গোল + ষ্ণ

১২। "কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি-বামে।"-  রেখাঙ্কিত শব্দের কারক ও বিভক্তি হল-

A. কর্তৃকারকে 'এর' বিভক্তি           

B. অধিকরণ কারকে 'এর' বিভক্তি

C. কর্মকারকে 'শূন্য' বিভক্তি

D. সম্বন্ধ কারকে 'এর' বিভক্তি

১৩। লাউসেনের মায়ের নাম হল

A. পদ্মাবতী                                 B. ইন্দুমতী

C. রঞ্জাবতী                                 D. রাজলক্ষ্মী

১৪। 'বিদ্যাপতি ও জয়দেব' প্রবন্ধটির রচয়িতা হলেন-

A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়            B. হরপ্রসাদ শাস্ত্রী

C. রবীন্দ্রনাথ ঠাকুর                       D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৫। 'মাথুর' রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন

A. চণ্ডীদাস                                 B. বিদ্যাপতি

C. জ্ঞানদাস                                 D. গোবিন্দদাস

১৬। 'আত্মতত্ত্বকৌমুদী' গ্রন্থের রচয়িতা হলেন

A. কাশীনাথ তর্কপঞ্চানন                B. রামরাম বসু

C. তারিনীচরণ মিত্র                       D. রামকিশোর তর্কচূড়ামণি

১৭। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা হল

A. প্রভাবতী সম্ভাষণ                      B. ব্রজবিলাস

C. আখ্যানমঞ্জরী                           D. জীবনচরিত

১৮। নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র?

A. নীলদর্পণ                                B. সধবার একাদশী

C. জামাই বারিক                          D. বিয়ে পাগলা বুড়ো

১৯। ব্রহ্মা যে খবরের কাগজ পড়েন তার নাম

A. স্বর্গবার্তা                                 B. আকাশবার্তা

C. স্বর্গ-মর্ত্য সংবাদ                       D. ভুবন সন্দেশ

২০। "তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন নাই বা তোমার থাকল প্রয়োজন" -  সংগীতের এই পঙক্তি দুটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?

A. অবসান                                  B. পূজা

C. প্রত্যাশা                                 D. বিবিধ

২১। 'অন্যতম গুরু টলস্টয়' প্রবন্ধটির প্রকাশকাল কত?

A. ১৯৫৭ খ্রিস্টাব্দ                         B. ১৯৬৮ খ্রিস্টাব্দ

C. ১৯৭৮ খ্রিস্টাব্দ                         D. ১৯৮০ খ্রিস্টাব্দ

২২। গিরিবালার বাবার নাম হল

A. হরলাল                                  B. শশিভূষণ

C. প্রিয়তোষ                               D. হরকুমার

২৩। ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম হল

A. বিমলা                                   B. কমলা

C. চপলা                                    D. অমলা

২৪। 'চণ্ডীমঙ্গল' কাব্যে কতবার কমলেকামিনী দৃশ্য দেখা গেছে?

A. চারবার                                  B. তিনবার

C. দুইবার                                   D. একবার

 

২৫। "আমরা ত জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস।" এখানে 'বার্তাকু' শব্দের অর্থ হল

A. বাগান                                    B. সংবাদ

C. বেল                                      D. বেগুন

২৬। 'মেঘনাদ বধ' কাব্য কোন্ ছন্দে লেখা?

A. অমিত্রাক্ষর ছন্দ                        B. মুক্তক ছন্দ

C. আধুনিক গদ্য ছন্দ                     D. স্বরবৃত্ত ছন্দ

২৭। 'বনলতা সেন' কাব্যের চতুর্থ সংখ্যক কবিতাটি হল-

A. ঘাস                                      B. হাওয়ার রাত

C. আমি যদি হতাম                       D. কুড়ি বছর পরে

২৮। 'পদাতিক' কাব্যের মোট কবিতার সংখ্যা হল-

A. ২৪টি                                     B. ২৩টি

C. ২৫টি                                     D. ২২টি

২৯। "নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি।"- তিনি বলতে

A. মহালক্ষ্মী                                B. শরৎশশী

C. লীলাবতী                                D. বীণাপানি

৩০। "করুণায় কাঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্বজননীর।" যিনি এই মন্তব্য করেন-

A. গোবিন্দমাণিক্য                        B. অপর্ণা

C. জয়সিংহ                                D. গুণবতী

৩১। 'কাব্য সঞ্চায়ন' গ্রন্থের মোট কবিতার সংখ্যা-

A. ১৮৩টি                                   B. ১২৪টি

C. ১৪২টি                                    D. ১৩৮টি

৩২। 'গরিব' শব্দটির পদান্তর করুন-

A. গরিবি                                    B. গরিবীয়ানি

C. গরিবিয়ানা                              D. গরিবিত্ব

৩৩। পতি-পুত্রহীনা নারীকে বলা হয়

A. কুমারী                                   B. আহিরা

C. কানীন                                   D. অবীরা

৩৪। সন্ধি বিচ্ছেদ করুন-মন্ত্রণাগার

A. মন্ত্র + নাগার                           B. মন্ত্রণা আগার

C. মন্ত্রণা + গার                            D. মন্ত্রঃ + গার

৩৫। "মধুকর ডিঙা থেকে না জানি সে কবে...' রেখাঙ্কিত 'মধুকর' শব্দটির সমাস হল-

A. উপপদ তৎপুরুষ                      B. দ্বন্দ্ব

C. কর্মধারয়                                D. দ্বিগু

৩৬। বৌদ্ধ সন্ন্যাসীকে এক কথায় বলা হয়

A. ভিখারী                                  B. ভিক্ষু

C. ভিক্ষু                                     D. ভিখারিনী

৩৭। 'Comedy of Errors' অবলম্বনে রচিত গ্রন্থ হল-

A. আখ্যানমঞ্জুরী                           B. জীবন চরিত

C. কথামালা                                D. ভ্রান্তিবিলাস

৩৮। 'নীলদর্পণের' ইংরাজী অনুবাদ কবে প্রকাশিত হয়েছিল?

A. ১৮৫৯ খ্রিস্টাব্দ                        B. ১৮৬১ খ্রিস্টাব্দ

C. ১৮৬০ খ্রিস্টাব্দ                        D. ১৮৬২ খ্রিস্টাব্দ

৩৯। প্রকাশকাল অনুসারে নাটকগুলি সাজান-

(ক) প্রফুল্ল                                   (খ) হারানিধি

(গ) গৃহলক্ষ্মী                                (ঘ) বলিদান

A. , , ,                             B. , , ,

C. , , ,                              D. , , ,

৫০। 'সমর ও শান্তি' গ্রন্থের রচয়িতা কে?

A. গ্যেটে                                   B. দান্তে

C. টলস্টয়                                  D. শিলার

৫১। গফুর বংশীর দোকানে পিতলের থালা যতবার বন্ধক রেখেছে -

A. তিনবার                                  B. চারবার

C. দুইবার                                   D. পাঁচবার

৫২। রায় বাহাদুর গিরিনকে বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যত টাকা

A. পাঁচটাকা                                B. দশটাকা

C. আটটাকা                                D. পনেরো টাকা

৫৩। "প্রশ্নের জবাব দেয়নি ভুবন। ঘাড় গুঁজে মাছ কুটছিল। জলপচা শাদাটে ক'টা পেটফোলা- -মাছ।" শূন্যস্থানটি পূরণ করুন:

A. ট্যাংরা                                   B. পুঁটি

C. রুই                                       D. ইলিশ

৫৪। "আমি জাহান্নমের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।" পংক্তিটি কোন্ কবির রচনা?

A. এক লক্ষ টাকা                         B. দুই লক্ষ টাকা

C. আড়াই লক্ষ টাকা                     D. তিন লক্ষ টাকা

৫৫। কৃষ্ণকান্তের জমিদারীর মুনাফা-

A. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়                B. কাজী নজরুল ইসলাম

C. মোহিতলাল মজুমদার                D. সুকান্ত ভট্টাচার্য

৫৬। 'আরণ্যক' উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিন্যস্ত?

A. দশটি                                     B. পনেরোটি

C. আঠারোটি                               D. কুড়িটি

৫৭। মহালক্ষ্মী দেবীর ভাইঝি হলেন

A. তরুবালা                                B. শরৎশশী

C. সুকৃতি                                   D. লীলাবতী

৫৮। 'বিসর্জন' নাটকে গানের সংখ্যা হল

A. সাতটি                                   B. এগারোটি

C. ছয়টি                                     D. পাঁচটি

৫৯। খগেন চক্কোতি যে পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তা হল-

A. পুলিশ                                    B. লরিচালক

 

C. ব্যবসায়ী                                 D. রাজনীতিক

৬০। প্রণব ও মায়ার বিবাহিত জীবন যতদিন অতিবাহিত হয়েছে

A. ৪ বছর                                   B. ৩ বছর

C. ৫ বছর                                   D. ২ বছর

৬১। গিরিন যে স্কুলের শিক্ষক ছিলেন, তার নাম-

A. মালতীবালা হাইস্কুল                  B. রাজমাতা হাইস্কুল

C. নবীনচন্দ্র হাইস্কুল                      D. রাজবংশী হাইস্কুল

৬২। 'মেঘ ও রৌদ্র' গল্পের পরিচ্ছেদ সংখ্যা হল-

A. পাঁচটি                                    B. সাতটি

C. দশটি                                     D. বারোটি

৬৩। "নিজ গৃহপথ, তাত দেখাও তস্করে।"- রেখাঙ্কিত শব্দের কারক বিভক্তি হল

A. কর্তৃকারকে শূন্য বিভক্তি           

B. অপাদান কারকে শূন্য বিভক্তি

C. কর্মকারকে শূন্য বিভক্তি

D. অধিকরণ কারকে শূন্য বিভক্তি

৬৪। নীচের শব্দগুলির মধ্যে শুদ্ধ শব্দটি হল-

A. গুণিগণ                                  B. গুনীগণ

C. গুনিগণ                                  D. গুণীগন

৬৫। কাজের দ্বারাই মানুষ মহান হয়ে ওঠে - রেখাঙ্কিত শব্দটির লিঙ্গ পরিবর্তন করুন।

A. মহৎ                                      B. মোহিনী

C. মহতী                                    D. মহর্ষি

৬৬। 'বিসর্জন' নাটকটি যাকে উৎসর্গ করা হয়েছে-

A. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর                    B. সুরেন্দ্রনাথ ঠাকুর

C. দেবেন্দ্রনাথ সেন                      D. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

৬৭। 'নরক গুলজারে' ব্যবহৃত সঙ্গীতের সংখ্যা হল-

A. ১১টি                                     B. ৯টি

C. ৭টি                                       D. ৫টি

৬৮। 'রবীন্দ্রনাথের গান' প্রবন্ধটির প্রকাশকাল হল-

A. অগ্রহায়ন, ১৩৩৮                     B. শ্রাবণ, ১৩৪১

C. বৈশাখ, ১৩৪৫                         D. বৈশাখ, ১৩৩৯

৬৯। গ্যেটে কত বছর বয়সে ইতালিতে পালিয়ে যান?

A. ২৫ বছর                                 B. ৩৮ বছর

C. ৪৫ বছর                                 D. ৩০ বছর

৭০। বঙ্কিমচন্দ্রকে ভারতীয় বা এশীয় আধ্যাত্মিক আদর্শের প্রতিমূর্তি ভাবতেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন

A. শশাঙ্ক মোহন সেন                    B. সুকুমার সেন

C. প্রবোধচন্দ্র বাগচী                      D. দীনেশচন্দ্র সেন

৭১। মহেশকে থানায় দিয়েছিলেন যিনি

A. মানিক ঘোষ                            B. তর্করত্ন

C. জমিদার                                 D. বংশী

৭২। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম হল

A. অভয়ামঙ্গল                             B. অন্নদামঙ্গল

C. চণ্ডীমঙ্গল                                D. মনসামঙ্গল

৭৩। "হে অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়। বিদায়!..."- এটি কার স্বগতোক্তি?

A. দোবরু পান্না                            B. মটুকনাথ

C. সত্যচরণ                                D. বনোওয়ারীলাল

৭৪। 'বলয় গ্রাস' উপন্যাসটির প্রথম প্রকাশকাল হল-

A. ১৩৬৫ বঙ্গাব্দ                          B. ১৩৫০ বঙ্গাব্দ

C. ১৩৬৮ বঙ্গাব্দ                          D. ১৩৫৬ বঙ্গাব্দ

৭৫। গোবিন্দলাল যে ছদ্মনাম ধারণ করেছিলেন-

A. হীরালাল রায়                           B. চুনীলাল দত্ত

C. বংশীলাল ঘোষ                        D. হরভজন মিত্র

৭৬। 'প্রতি শনিবারী চিঠিতে প্রেয়সী গালি দেন, "তুমি হাঁড়িচাচা।” পংক্তিটি গৃহীত হয়েছে- কবিতা থেকে।

A. বিদ্রোহী                                  B. ফরিয়াদ

C. মানুষ                                    D. আমার কৈফিয়ৎ

৭৭। অশোকবনে বন্দিনী সীতাকে সিন্দুর বিন্দু যে পরিয়েছিল-

A. রাম                                       B. সরমা

C. রাজলক্ষ্মী                                D. হনুমান

৭৮। "সই কেবা শুনাইল শ্যামনাম" পদটি যে পর্যায় ভুক্ত

A. গৌরচন্দ্রিকা                            B. পূর্বরাগ

C. মাথুর                                     D. প্রার্থনা

৭৯। 'A grammar of the Bengali Language' গ্রন্থটি কত সালে মুদ্রিত?

A. ১৮০০ খ্রিস্টাব্দ                        B. ১৮০১ খ্রিস্টাব্দ

C. ১৮০২ খ্রিস্টাব্দ                        D. ১৮০৩ খ্রিস্টাব্দ

৮০। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম হল-

A. গন্ধর্বনারায়ণ মিত্র                      B. গোবিন্দচরণ মিত্র

C. সতীশচন্দ্র মিত্র                         D. সনৎকুমার মিত্র

৮১। 'সোরাব রুস্তম' নাটকটির মূল উৎস হল

A. শাহনামা                                 B. আকবর নামা

C. জাহাঙ্গীর নামা                          D. বাবর নামা

৮২। সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদ কাব্য হল

A. হসন্তিকা                                 B. হোমশিখা

C. বেণুবীণা                                 D. তীর্থরেণু

৮৩। গিরিশচন্দ্র কোন্ শ্রেণির নাটকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন

A. সামাজিক                               B. ঐতিহাসিক

C. পৌরাণিক                               D. রূপক-সাংকেতিক

৮৪। শূন্যস্থান পূরণ করুন সঠিক শব্দ বসিয়ে

"আমি আপনার তালে ……… যাই, আমি মুক্ত-  জীবনানন্দ!"

A. গেয়ে                                    B. নেচে

C. খেলে                                    D. হেসে

৮৫। সন্ধি বিচ্ছেদ করুন-রক্তাক্ত

A. রক্ত + অক্ত                            B. রঃ + অক্ত

C. রক্ + ক্ত                                D. রক্ত + উক্ত

৮৬। সমাস নির্ণয় করুন-মৃদুমন্দ

A. বহুব্রীহি                                  B. কর্মধারয়

C. দ্বিগু                                      D. তৎপুরুষ

৮৭। 'অভিনেতা' শব্দের প্রত্যয়, হল-

A. অভি + নেতা                          B. অ-ভি + নেতা

C. অভিন + ইতা                          D. অভি-নী + তৃচ্

৮৮। লখাই কোন্ কাব্যের চরিত্র?

A. মনসামঙ্গল                              B. চণ্ডীমঙ্গল

C. অন্নদামঙ্গল                             D. ধর্মমঙ্গল

৮৯। "এ সখি হামারি দুখের নাহি ওর।"-পদটির রচয়িতা হলেন

A. চণ্ডীদাস                                 B. বিদ্যাপতি

C. গোবিন্দদাস                             D. জ্ঞানদাস

৯০। ভ্রমরের পিতার নাম

A. কেদার নাথ রায়                       B. নন্দকিশোর চৌধুরী

C. মাধবীনাথ সরকার                     D. কালীকিঙ্কর রায়

৯১। সত্যচরণকে কবিতা শুনিয়েছিলেন যিনি

A. রাজু পাঁড়ে                              B. ধাওতাল সাহু

C. ভেঙ্কটেশ্বর প্রসাদ                     D. ধাতুরিয়া

৯২। সুরেন লীলাকে কোথায় নিয়ে গিয়েছিল

A. কোলকাতায়                           B. আশ্রমে

C. হুগলীতে                                D. নবদ্বীপে

৯৩। 'মেঘনাদবধ' কাব্যের নবম সর্গের নাম-

A. সমাগম                                  B. সংস্ক্রিয়া

C. প্রেতপুরী                                D. বধ

৯৪। "অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে"- কোন্ কবিতার উদ্ধৃতাংশ?

A. কুড়ি বছর পরে                        B. সুরঞ্জনা

C. হাওয়ার রাত                            D. আমি যদি হতাম

৯৫। 'পদাতিক' কাব্যগ্রন্থের প্রকাশকাল হল

A. ১৯৭৭ খ্রিস্টাব্দ                         B. ১৯৭৮ খ্রিস্টাব্দ

C. ১৯৮০ খ্রিস্টাব্দ                        D. ১৯৮১ খ্রিস্টাব্দ

৯৬। অন্ধকার শব্দটি 'বনলতা সেন' কবিতায় কবি কতবার ব্যবহার করেছেন?

A. চারবার                                   B. পাঁচবার

C. সাতবার                                 D. ছয়বার

৯৭। ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল?

A. ১৮৫০ খ্রিস্টাব্দ                        B. ১৮৫২ খ্রিস্টাব্দ

C. ১৮৫৪ খ্রিস্টাব্দ                         D. ১৮৫৭ খ্রিস্টাব্দ

৯৮। 'কুড়ি বছর পরে' কবিতায় ক'টি পাখির কথা বলা আছে?

A. পাঁচটি                                    B. ছয়টি

C. সাতটি                                    D. আটটি

৯৯। 'সনেট পঞ্চাশৎ'-এর প্রকাশকাল হল-

A. ১৯১০ খ্রিস্টাব্দ                        B. ১৯১৩ খ্রিস্টাব্দ

C. ১৯১৫খ্রিস্টাব্দ                          D. ১৯১৬ খ্রিস্টাব্দ

১০০। 'সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব'-গ্রন্থটির প্রকাশকাল হল-

A. ১৮৫০ খ্রিস্টাব্দ                         B. ১৮৫৩ খ্রিস্টাব্দ

C. ১৮৫৬ খ্রিস্টাব্দ                        D. ১৮৫৯ খ্রিস্টাব্দ

 আরও দেখুন - 

WB PSC Assistant Master in Govt. School  Bengali Question - 2012

WB PSC Assistant Master in Govt. School Bengali Question  - 2013

WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2015



WB PSCAssistant Master in Govt. School

Bengali - 2014

উত্তর:

১। B      ২। C      ৩। D     ৪। C      ৫। C      ৬। D     C

৮। D     ৯। B      ১০। D   ১১। A    ১২। D    ১৩। C    ১৪। D

১৫B    ১৬। A   ১৭। D    ১৮। A   ১৯। A   ২০। B    ২১। C

২২। D    ২৩। B   ২৪। C    ২৫। D    ২৬। A   ২৭। C    ২৮C

২৯। A   ৩০। C   ৩১। A   ৩২। A   ৩৩। D   ৩৪। B    ৩৫। A

৩৬। C   ৩৭। D   ৩৮। B   ৩৯। A   ৪০। B    ৪১ C     ৪২। D

৪৩। B    ৪৪। A    ৪৫। B    ৪৬। A   ৪৭। C    ৪৮। B    ৪৯। C

৫০। C    ৫১। D    ৫২। B    ৫৩। A   ৫৪B    ৫৫। B    ৫৬। C

৫৭। A    ৫৮। D   ৫৯। A   ৬০। D   ৬১। B    ৬২। C   ৬৩। D

৬৪। A   ৬৫। C   ৬৬। B   ৬৭ D    ৬৮। A   ৬৯। B   ৭০। A

৭১। A    ৭২। A    ৭৩। C    ৭৪। D    ৭৫। B    ৭৬। D   ৭৭B

৭৮। B    ৭৯। B    ৮০। A   ৮১। A   ৮২। D   ৮৩। C   ৮৪। B

৮৫। A   ৮৬। B   ৮৭। D    ৮৮। D   ৮৯। B    ৯০। C    ৯১। C

১২। D    ৯৩। B   ৯৪। A   ৯৫। *    ৯৬। B   ৯৭। C    ৯৮। A

৯৯। B    ১০০। B

 

* ১৯৪০ সাল হবে , কিন্তু প্রশ্নের অপশনে সালটির উল্লেখ নেই ।

                                                 ONLINE BENGALI SLST CLASS 

SLST PREPERATION এর জন্য যোগাযোগ করতে  - ক্লিক করুন 

OFLINE BENGALI SLST CLASS

PDF NOTES

DAILY ONLINE MOCK TEST