SSC BENGALI PASS -2004
বাংলা (পাস) ২০০৪
১) “হায় গো বন্ধু, সত্যসন্ধ-দুঃখের নেশাখোর। বুঝিবে কি তুমি
– এই জগতের সকলেই দুঃখ চোর “- কোন কবিতার অংশ?সত্যসন্ধ
ও নেশাখোর মানে কী ?
২) “পতিত হেরিয়া কান্দে/স্থির নাহি বান্ধে/করুণ নয়নে চায়”-
কার লেখা কোন রচনা থেকে অংশটি গৃহীত ? কার
সম্বন্ধে এই কথা ? ‘পতিত’ শদের অর্থ কী?
৩) “ ছোটোবাবু এ যাত্রা রক্ষা করুন”- কার লেখা কোন রচনা থেকে
অংশটি নেওয়া? ‘ছোটোবাবু কে? কে বা কারা এই
আবেদন করেছেন ?
৪) “শিক্ষার তাৎপর্য এই যে-ছাত্রদিগের বয়ঃক্রম অনুসারে মনের
শক্তি ও ভাব সকল সমানরূপে চালিত হইবে না’ - কোন লেখকের কোন রচনা থেকে অংশটি গৃহীত ?এখানে
কোন বিষয়ের ইঙ্গিত আছে ?
৫) ঝাঁপিয়ে পড়া ,গড়িয়ে চলা,তলিয়ে যাওয়ার এক প্রকাণ্ড ডাক “-
কার লেখা কোন রচনা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে
? এই অংশে লেখক কী বর্ননা করেছেন ?
৬) বলবান জামাতা , সম্পত্তি সমর্পন, আঁধারে আলো , অযান্ত্রিক
– এই চারটি রচনার রচয়িতাদের নাম লিখুন ।
বলবান জামাতা -প্রভাত কুমার মুখোপাধ্যায়
সম্পত্তি সমর্পন – রবীন্দ্রনাথ ঠাকুর
আঁধারে আলো – শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
অযান্ত্রিক – সুবোধ ঘোষ
এই চারটি রচনাই ছোটোগল্প ।
৭) বিধবা বিবাহ, ব্রজাঙ্গনা, জলসাঘর,Rajmohan’s wife – এই চারটি
রচনার রচয়িতাদের নাম লিখুন ।
বিধবা বিবাহ- ঈশ্বর গুপ্ত
ব্রজাঙ্গনা- মধুসুদন দত্ত
জলসাঘর- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Rajmohan’s wife- বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়
৮) গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য কী ?
রাধাকৃষ্ণের লীলারসের বর্ণনায় সার্থক ভূমিকারূপে যে পদগুলিতে
চৈতন্য বর্ণনা ও রাধাকৃষ্ণ লীলারস যুগপৎ প্রকাশ পায় তাকে গৌরচন্দ্রিকা বলে।
গৌরাঙ্গ বিষয়ে যে পদগুলি গৌরাঙ্গদেবের পার্থিব জীবনের ছবি মাত্র, গৌরাঙ্গের বহিরঙ্গ
ও অন্তরঙ্গ জীবনের যে কোনো প্রসঙ্গ অবলম্বনে রচিত পদকে গৌরাঙ্গ বিষয় পদরূপে চিহ্নিত
করা হয়।
কীর্তনের শুরুতে পালার রসদ্যোতক গৌরচন্দ্রিকা ভক্তিসহকারে শ্রোতাদের কাছে নিবেদিত
হয় লীলার বিবর্তন ও উদ্বর্তন ভালো করে অনুভব করার জন্য। সব গৌরাঙ্গ বিষয়ক পদগুলি রাধা-কৃষ্ণ
লীলার পালাকীর্তনে মুখবন্ধ হিসাবে গীত হবার যোগ্য নয় ।
‘নীরদ নয়নে নীর
ঘন সিঞ্চনে’ একটি গৌরচন্দ্রিকা এবং ‘পতিত হেরিয়া কাঁদে’ গৌরাঙ্গবিষয়ক
পদ ।
৯) শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে ? রচনাটি কাব্য না নাটক ?
এই রচনার প্রধান তিনটি চরিত্রের নাম লিখুন?
শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হলেন বড়ু চন্ডীদাস ।
রচনাটি একটি কাব্য ।
তিনটি প্রধান চরিত্র হল – কৃষ্ণ , রাধা এবং বড়াই ।
১০) মাসিকপত্র,সাধনা,ভারতবর্ষ,সবুজপত্র- এই চারটি পত্রিকার
সম্পাদক কে কে ?
মাসিকপত্র- প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার (১৮৫৪)
সাধনা- রবীন্দ্রনাথ
ঠাকুর (১৮৯১)
ভারতবর্ষ- জলধর সেন । ( দ্বিজেন্দ্রলাল রায়ের উদ্যোগে ) ১৯১৩
সবুজপত্র- প্রমথ চৌধুরী (১৯১৪)
১১) Success is the depends largely on good health .
সফলতা অনেকাংশে সুস্বাস্থ্যের উপর নির্ভর করে ।
১২) She plays the guitar well .
সে খুব সুন্দর গিটার বাজায় ।
১৩) Asutosh Mukherjee and Shyamaprasad Mukherjee both
the father and son were Vice- Chancellors of Calcutta University .
আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পিতা-পুত্র
দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
১৪) Rabindranath had his own ideas of education .
রবীন্দ্রনাথের শিক্ষা সম্বন্ধে নিজস্ব ধারণা ছিল।
১৫) It was raining cats and dogs at the time .
তখন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল ।
১৬) অভ্রভেদী,ক্রীতদাস – শব্দদুটির ব্যাসবাক্য সহ সমাসের নাম
লিখুন ।
অভ্রভেদী- অভ্রকে ভেদ করে যে – উপপদ তৎপুরুষ
ক্রীতদাস- ক্রীত যে দাস – কর্মধারয়
১৭) সার্থক বাক্য তৈরী করুন – (ক) অরন্যে রোদন (খ) ধর্মের ষাঁড়
ক) অরন্যে রোদন -
সময় থাকতে সচেতন হও,পরে আফসোস করা মানেই অরন্যে রোদন ।
(খ) ধর্মের ষাঁড়- সে একটি ধর্মের ষাঁড় , ওকে দিয়ে কোনো কাজ
হবে না ।
১৮) নাসিক্যবর্ণ কাকে বলে ? কোন কোন বর্ণ নাসিক্য এবং কেন
?
যে সমস্ত বর্ণ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু নাক দিয়ে বাহিত হয়
তাকে নাসিক্যবর্ণ বলে ।
প্রতিটি বর্গের পঞ্চমবর্ণ অর্থাৎ ঙ,ঞ,ণ,ন,ম হল নাসিক্যবর্ণ
।
এই বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু নাক দিয়ে বাহিত হওয়ার জন্য একটি অনুনাসিক
স্বরের সৃষ্টি হয়,তাই এদের নাসিক্যব্যঞ্জন বলে ।
১৯) স্নান > সিনান এখানে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে
? ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কী ?
স্নান > সিনান উদাহরণটিতে সংযুক্ত ব্যঞ্জনকে ( স্+ন্)
ভেঙ্গে তার মধ্যে স্বরধ্বনি আনা হয়েছে । এই ধরণের ধ্বনি পরিবর্তনকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ
বলে ।
স্বর সহযোগে বিভাজন অর্থে এই নিয়মকে স্বরভক্তি বলে ।
২০) সান্ত্বনা,অনধিক,তৃষ্ণা, মহাত্মা – এই চারটি শব্দের বর্ণ
বিশ্লেষণ করুন ।
সান্ত্বনা-স্+আ+ন্+ত্+ব্+অ+ন্+আ
অনধিক- অ+ন্+অ+ধ্+ই+ক্+অ
তৃষ্ণা- ত্+ঋ+ষ্+ণ্+আ
মহাত্মা- ম্+অ+হ্+আ+ত্+ম্+আ
প্রশ্নের PDF DOWNLOAD করার জন্য এখানে ক্লিক কর
অন্যান্য সালের প্রশ্ন -
ONLINE BENGALI SLST/PSC/MSC
CLASS
OFLINE BENGALI SLST CLASS
PDF NOTES
DAILY ONLINE MOCK TEST
SLST PREPERATION এর
জন্য যোগাযোগ করতে - ক্লিক কর