IX-X SLST BENGALI QUESTION - 2016
SLST PREPERATION এর জন্য যোগাযোগ করতে - ক্লিক করুন
আরও দেখুন -
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2012
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2013
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2014
WB PSC Assistant Master in Govt. School Bengali Question - 2015
SSC BENGALI QUESTION - 2016
এস. এল . এস. টি. নবম দশম - ২০১৬
১) “কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ।
……………… গণিয়া প্রজা ভাবয়ে বিপদ।।” (শূন্যস্থানে বসবে)
(ক) বিপদ (খ) শঙ্কা
(গ) ঝটিকা (ঘ) প্রলয়।
২) মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ কাব্যাংশটি ‘মেঘনাদবধ
কাব্য’-এর কোন সর্গ থেকে গৃহীত?
(ক) তৃতীয় (খ) দ্বিতীয়
(গ) প্রথম (ঘ) ষষ্ঠ
৩) ‘ব্যথার বাঁশি' কবিতাটির রচয়িতা—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ)
সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) যতীন্দ্র মোহন বাগচী (ঘ) জসীমউদ্দিন।
৪) “My never-failing friends are they" পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি-
(ক) মিলটন (খ) শেক্সপীয়র
(গ) সাদি (ঘ) বায়রন
৫) রবীন্দ্রনাথের শৈশবে তাঁকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান
শেখাতে আসতেন—
(ক) হরিনাথ দত্ত (খ) রামকান্ত সেন
(গ) সীতানাথ দত্ত (ঘ) সিতিকণ্ঠ শীল
৬) রাধারাণীর হাতে যে নূতন কাপড় এন দিল,
(ক) রুক্মিণীকুমার (খ) নীলকমল
গ) রামলোচন (ঘ) পদ্মলোচন
৭) বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে সংগৃহীত পুথিটি
কী নামে পরিচিত?
(ক) শ্রীকৃয়বিজয় (খ) শ্রীরাম পাঁচালী
(গ) শ্রীকৃষ্ণকীর্তন (ঘ)
মনসা বিজয়
৮) ‘পুরুষ পরীক্ষা’-র রচয়িতা-
(ক) বিদ্যাপতি (খ) ভারতচন্দ্র রায়
(গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ)
দীনবন্ধু মিত্র
৯) কাশীরাম দাসের নিবাস ছিল—
(ক) বেদগ্রাম-এ (খ) সিঙ্গিগ্রাম-এ
গ) নন্দীগ্রাম-এ (ঘ) সপ্তগ্রাম-এ
১০) ‘তিনসঙ্গী’-র শেষ গল্প—
(ক) রবিবার (খ) শেষ কথা
(গ) ল্যাবরেটরি ঘ) পয়লা নম্বর
১১) জীব গোস্বামী ‘কবীন্দ্র' বলে সম্বোধন করেছিলেন—
(ক) চণ্ডীদাস-কে (খ) বিদ্যাপতি
(গ) জ্ঞানদাস-কে (ঘ) গোবিন্দদাস-কে।
১২) ‘একটি আষাঢ়ে গল্প’-এর নাট্যরূপ—
(ক) তাসের দেশ (খ) ফাল্গুনী
(গ) শারদোৎসব (ঘ) অরূপ রতন
১৩) কোন্ নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্যরচনার স্পৃহা
জাগে?
(ক) কুলীনকুল সর্বস্ব (খ)
ভানুমতী চিত্তবিলাস
(গ) রত্নাবলী (ঘ)
ভদ্রার্জুন
১৪) ‘দেবেন্দ্র মঙ্গল’-এর রচনাকার-
(ক) ভারতচন্দ্র রায় (খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) মোহিতলাল মজুমদার (ঘ) গোবিন্দ চন্দ্র দাস
১৫) ‘যোগাযোগ’ উপন্যাসের পূর্বনাম ছিল-
(ক) বিচিত্রা (খ) তিন পুরুষ
(গ) কুমুদিনী (ঘ) করুণা
১৬) ‘গৃহদাহ’ উপন্যাসের প্রকাশকাল-
(ক) 1918 খ্রি: (খ) 1920 খ্রিঃ
(গ) ১৯২৪ খ্রিঃ (ঘ) ১৯২৮ খ্রিঃ
১৭) কোন্ গ্রন্থটি রচয়িতা কাজী নজরুল ইসলাম?
(ক) স্বর্ণসন্ধ্যা (খ) হোমশিখা
(গ) চক্রবাক (ঘ) নীহারিকা
১৮) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম ছোটো গল্প—
(ক) তমসা (খ) পঞ্চকন্যা
(গ) বেদেনী (ঘ) রসকলি।
১৯) ‘মরাচাঁদ’ নাটকের নাট্যকার-
(ক) তুলসী লাহিড়ী (খ) বিজন ভট্টাচার্য
(গ) উৎপল দত্ত (ঘ) মন্মথ রায়
২০) পদ্ম > পদ্দ - কোন্ ধরনের সমীভবন?
(ক) প্রগত (খ) পরাগত
(গ) মধ্যগত (ঘ) কোনোটিই নয়
২১) বিপ্রকর্ষ-এর অন্য নাম-
(ক) ব্যঞ্জনাগম (খ) স্বরাগম
(গ) স্বরভক্তি (ঘ) মধ্য স্বরাগম
২২) ‘মরা লোকে তো কথা কয় না। - কোন্ বিভক্তি?
(ক) কর্তায় ‘এ’ বিভক্তি (খ) কর্মে ‘এ’ বিভক্তি
(গ) করণে ‘এ’ বিভক্তি (ঘ) অধিকরণে ‘এ’ বিভক্তি
২৩) আঁচটা গনগন করছে। এখানে 'গনগন কীরকম অব্যয়?
(ক) পদান্বয়ী (খ) সম্বোধনসূচক
(গ) বাক্যালংকার (ঘ) ধ্বন্যাত্মক।
২৪) অভিশ্রুতির উদাহরণ-
(ক) সাধু > সাউধ (খ) গৃহিণী > গিন্নি
(গ) বানিয়া > বেনে (ঘ) পিশাচ > পিচাশ
২৫) এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি?
(ক) তেঁতুল (খ) কলা
(গ) ভাঁড় (ঘ) শখ
২৬) ‘গায়ে-পড়া’ কোন সমাস?
(ক) অলুক বহুব্রীহি খ) কর্ম তৎপুরুষ
(গ) ব্যতিহার বহুব্রীহি (ঘ) করণ তৎপুরুষ
২৭) ‘যার কাজ তাকেই মানায়’—কোন্ পদ?
(ক) বিশেষ্যের বিশেষণ (খ) সর্বনামীয় বিশেষণ।
(গ) ক্রিয়ার বিশেষণ (ঘ) বিধেয় বিশেষণ
২৮) ‘বেলা যে পড়ে এল জলকে চল'—কোন্ কারক?
(ক) কর্ম (খ) করণ
(গ) নিমিত্ত (ঘ) অপাদান
২৯) অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ-
(ক) যৌবন (খ) সভা
(গ) শয়ন (ঘ) দয়া
৩০) ‘ড’ কোন্ বর্ণ ?
(ক) মহাপ্রাণ (খ) অল্পপ্রাণ
(গ) উষ্মবর্ণ (ঘ) মূর্ধণ্য বর্ণ।
৩১) কৃৎ-প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি?
(ক) গ্রহীতা (খ) জাগরুক
(গ) নিষ্পত্তি (ঘ)
সিক্ত
৩২) অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত—
(ক) ঢেঁকি ছাঁটা (খ) ঘরছাড়া
(গ) গৃহবন্দী (ঘ) চিরসুখ
৩৩) ‘বিষ্টু’ শব্দটি ?
(ক) তৎসম (খ) তদ্ভব
(গ) দেশি (ঘ) অর্ধ-তৎসম।
৩৪) √বিদ্ + শানচ্ =?
(ক) বিদ্যমান (খ) বিদ্বান
(গ) বিদ্যা (ঘ) বিদ্বৎ
৩৫) ‘চক্ষুদান করা’ প্রবাদটির অর্থ—
(ক) চোখ দেওয়া (খ) নজর দেওয়া
(গ) চুরি করা। (ঘ) সংকর শব্দ।
৩৬) ‘বে-টাইম’ কোন্ ধরনের শব্দ?
(ক) লোকনিরুক্তি (খ) ইতর
(গ) খণ্ডিত (ঘ) সংকর শব্দ
৩৭) ‘পিপাসা’ শব্দের ব্যুৎপত্তি?
(ক) পিপস + আ (খ) পা + ষ্ণিক + অ +আ
(গ) পা + সন্ + অ + আ (ঘ) কোনোটিই নয়
৩৮) ‘ভগিনী > ভগ্নী’ কিসের উদাহরণ?
(ক) বিপ্রকর্ষ (খ) সম্প্রকর্ষ
(গ) সমীভবন (ঘ) স্বরসংগতি
৩৯) ‘তবু আমি অন্যায় যুদ্ধ করি নি । - সমাস নির্ণয় কর
(ক) নঞ তৎপুরুষ খ) নঞর্থক বহুব্রীহি
(গ) অলুক বহুব্রীহি (ঘ) সম্বন্ধ তৎপুরুষ
৪০) ‘দ্বারকাধীশ’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য-
(ক) দ্বারকার অধীশ (খ) যিনি দ্বারকা তিনি অধীশ
(গ) দ্বারকাকে অধীশ (ঘ) দ্বারকার ঈশ্বর
৪১)‘যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য—বাক্যটির সরল
বাক্যরূপ—
(ক) যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপথ তাহারই
প্রাপ্য
(খ) ভ্রমে পতিতের-ই ঋতপথ প্রাপ্য
(গ) ভ্রমে পতিত তবু ঋতপথ তাহারই প্রাপ্য
(ঘ) কোনোটিই নয়
৪২) আ + ও প্রত্যয়ের একটি দৃষ্টান্ত—
(ক) নবোঢ়া (খ) সমতা
(গ) বাঁচোয়া (ঘ) যাবনি
৪৩) আলেকজান্ডারের ভারত-আক্রমণ কাহিনি নিয়ে রচিত সৈয়দ আলাওলের
গ্রন্থ-
(ক) তোহফা (খ) পদ্মাবতী
(গ) সয়ফুল মুলুক বদিউজজমল (ঘ) সেকেন্দারনামা
৪৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক-গাথাটির
নাম—
ক) ব্রজবিলাস (খ) প্রভাবতী সম্ভাষণ
(গ) সীতার বনবাস (ঘ)
চরিতাবলী
৪৫) ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল' কাব্যের তিনটি খণ্ডের নাম-
(ক) অন্নদাপুরাণ - অন্নদামঙ্গল – অন্নদাস্তব
(খ) অন্নদামঙ্গল- অনাদিমঙ্গল – অন্নদাস্তব
(গ) অন্নদামঙ্গল – কালিকামঙ্গল – অন্নপূর্ণামঙ্গল
(ঘ) অন্নপূর্ণামঙ্গল – অনাদিমঙ্গল – অন্নদাপুরাণ
৪৬) রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম-
(ক) রাজা ও রাণী (খ) প্রকৃতির প্রতিশোধ
(গ) বাল্মীকি প্রতিভা (ঘ) মায়ারখেলা
৪৭) মালাধর বসু অনূদিত ভাগবতের স্কন্দগুলি হল—
(ক) দশম-একাদশ (খ) একাদশ-দ্বাদশ
(গ) প্রথম -দ্বিতীয় (ঘ) সপ্তম – অষ্টম
৪৮) ‘চৈতন্যলীলায় ব্যাস' বলে কে বন্দিত?
(ক) কৃষ্ণদাস কবিরাজ (খ) বৃন্দাবন দাস
(গ) জয়ানন্দ (ঘ) গোবিন্দদাস
৪৯) ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
(ক) রাজনারায়ণ বসু (খ)
রাজকৃষ্ণ রায়
(গ) রাজশেখর বসু (ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
৫০) ‘কাব্য-পরিমিতি’ গ্রন্থের রচয়িতা-
(ক) বিহারীলাল চক্রবর্তী (খ) মোহিতলাল মজুমদার
(গ) যতীন্দ্রমোহন বাগচী (ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
৫১) কাশীরাম দাসের পিতার নাম-
(ক) গদাধর দাস (খ) অভিরাম
(গ) কৃষ্ণদাস (ঘ) কমলাকান্ত
৫২) ‘মেঘনাদবধ কাব্য'-এর নাট্যরূপ দেন—
(ক) দ্বিজেন্দ্রলাল রায় (খ) দীনবন্ধু মিত্র
(গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) অমৃতলাল বসু
৫৩) ‘দীপালি’ কোন্ ধরনের শব্দ?
(ক) তৎসম (খ) অর্ধতৎসম
(গ) তদ্ভব (ঘ) সংকর
৫৪) ‘কোনি' উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম—
(ক) বিভাবতী (খ) লীলাবতী
(গ) প্রভাবতী (ঘ) কঙ্কাবতী
৫৫) শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ-
(ক) 'সাধনা' পত্রিকায় (খ)
'ভারতী' পত্রিকায়
(গ) 'প্রবাসী' পত্রিকায় (ঘ)
'যমুনা' পত্রিকায়
প্রশ্নের PDF DOWNLOAD করার জন্য এখানে ক্লিক কর -
অন্যান্য সালের প্রশ্ন -